CT Scan: সিটি স্ক্যান করাতে গিয়ে হঠাৎ শ্বাসরোধ ! ভয়ঙ্কর পরিণতি ৬৫-র বৃদ্ধার; কী ঘটেছে ?
65 YO Woman died: পেটে অসহ্য যন্ত্রণা এবং পেটে ফুলে যাওয়ার সমস্যা ছিল মহিলার, চিকিৎসকেরা এই রোগের আসল কারণ জানার জন্য তাঁকে সিটি স্ক্যান করাতে বলেন। আর তারপরেই হার্ট অ্যাটাকে প্রাণ হারান তিনি।

Trending News: শারীরিক কোনো অসুস্থতার কারণে অনেককেই চিকিৎসকেরা সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন, সেক্ষেত্রে এই স্ক্যান করলেই ধরা পড়ে শরীরের ভিতরে কী সমস্যা রয়েছে। কিন্তু ভাবতে পারেন, এই সিটি স্ক্যান (CT Scan) করাতে গিয়েই যদি আর ফেরা না হয় আপনার ? সিটি স্ক্যান মেশিনে ঢোকানোর পরে এমন কিছু ঘটল আপনার সঙ্গে যা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিল, ভাবলেই শিউরে উঠবেন স্বাভাবিক। এমনটাই ঘটেছে এক ৬৫ বছরের বৃদ্ধার সঙ্গে। সিটি স্ক্যানের মাধ্যমে সাধারণত শরীরের ভিতরের জটিল রোগব্যাধি শনাক্ত (Viral News) করা যায় সহজেই। তবে এই রোগ নির্ণয় করতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৬৫ বছরের বৃদ্ধা। কী ঘটেছে ?
সিটি স্ক্যান মেশিনেই মৃত্যু মহিলার
এই ঘটনাটি ঘটেছে নর্দাম্পটনে। এই মহিলার এক বিরল এবং ভয়াবহ রোগ ছিল। এমনকী কোনো রকম রঞ্জক পদার্থে তার অ্যালার্জি ছিল। এই কারণে সিটি স্ক্যান করানোর জন্য যখন সেই মহিলার শরীরে রাসায়নিক রঞ্জক ইঞ্জেক্ট করা হয়, শরীর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সেই মেশিনে মৃত্যু হয় মহিলার। সেই মহিলার কন্যা জানিয়েছেন, সেই সিটি স্ক্যানের ঘরে যদি এপিপেন নামে একটি রাসায়নিক থাকত, তাহলে তার মায়ের মৃত্যু ঘটত না। ৬৫ বছরের সেই বৃদ্ধার নাম ইয়োভোন গ্রাহাম, তাঁকে নর্দাম্পটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার পেটে অসহ্য যন্ত্রণা এবং পেটে ফুলে যাওয়ার সমস্যা ছিল। চিকিৎসকেরা এই রোগের আসল কারণ জানার জন্য তাঁকে সিটি স্ক্যান করাতে বলেন। আর তারপরেই মেশিনের মধ্যে হঠাৎ দমবন্ধ হয়ে আসে তার, হার্ট অ্যাটাকে প্রাণ হারান তিনি।
ময়নাতদন্তে জানা গিয়েছে মৃত্যুর আসল কারণ
মৃতার ৩৬ বছর বয়সী কন্যা ইয়োলন্ডা জানিয়েছেন তার মা স্টেজ থ্রি কিডনির অসুখে ভুগছিলেন। এই অবস্থায় তাঁকে ডাই দেওয়াতেই অবহেলা করা হয়, এই কারণে প্রাণ চলে যায় তার মায়ের। সেই মহিলার মৃত্যুর ১০ মাস পরে পোস্টমর্টেম রিপোর্ট আসে তার কন্যার হাতে যেখানে মৃত্যুর কারণ হিসেবে লেখা আছে অ্যানাফাইল্যাক্টিক প্রতিক্রিয়ার কারণে মৃত্যু। এই ঘটনা তখনই হয়, যদি কোনো ব্যক্তিকে অ্যালার্জিক উপাদান দেওয়া হয়।
আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরে ৩৯৬ শতাংশ মুনাফা ! এই সংস্থার স্টকে দারুণ রিটার্ন, এবার হবে স্টক স্প্লিটও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
