(Source: ECI/ABP News/ABP Majha)
Viral News: শুধু ঘুমিয়েই ৯ লক্ষ টাকা উপার্জন এই মহিলার, অবাক করবে কীর্তি
Bengaluru Woman: এই উদ্যোগে সমস্ত প্রার্থীদেরকেই একটা প্রিমিয়াম ম্যাট্রেস দেওয়া হয়েছিল, এবং ছিল একটি কনট্যাক্টলেস স্লিপ ট্র্যাকার যাতে তাদের সকলের ঘুমের গুণমান বিচার ও যাচাই করা যায়।
কলকাতা: বেঙ্গালুরুর একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার তাঁর স্বপ্নপূরণ করলেন, ভাল করে ঘুমানোর ইচ্ছেকে লাভজনক একটি কাজে পরিণত (Bengaluru Woman) করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। এমনকী এই ঘুমানোর (Viral News) জন্যই জিতে নিয়েছেন ৯ লক্ষ টাকা। বেঙ্গালুরুর একটি স্টার্ট আপ উদ্যোগ 'ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ'-এ যোগ দিয়ে তাদের তৃতীয় সিজনে 'স্লিপ চ্যাম্পিয়ন' হয়েছেন এই মহিলা। ঘুমিয়ে ঘুমিয়েই ৯ লক্ষ উপার্জন। মহিলার নাম সাইশ্বরী পাতিল।
মোট ১২ জন স্লিপ ইন্টার্নের মধ্য থেকে শুধুমাত্র মিস পাতিলকেই বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষার জন্য। যে সমস্ত ব্যক্তি তাদের জীবনে ঘুমকে প্রাধান্য দেন এবং ভাল ঘুমনোর জন্য যারপরনাই চেষ্টা করেন, তাদেরকেই এই সেশনে ডাকা হয়েছিল। প্রতি রাতে ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে ভালবাসেন এবং যথাযথভাবে ঘুমান যে সমস্ত ব্যক্তি তাদের এই সেশনে পুরস্কৃত করা হয়। এমনকী এই ইন্টার্নদের বলা হয় যে দিনের বেলাতেও ২০ মিনিটের পাওয়ারন্যাপ নেওয়ার জন্য।
এই উদ্যোগে সমস্ত প্রার্থীদেরকেই একটা প্রিমিয়াম ম্যাট্রেস দেওয়া হয়েছিল, এবং ছিল একটি কনট্যাক্টলেস স্লিপ ট্র্যাকার যাতে তাদের সকলের ঘুমের গুণমান বিচার ও যাচাই করা যায়। এই ইন্টার্নেরা এই ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন স্লিপ এক্সপার্টদের নেতৃত্বে এবং তাদের ঘুমনোর অভ্যাস আরও উন্নত করে তোলার জন্য। আর এর মাধ্যমেই তাদের একজনের জিতে নেওয়ার সুযোগ ছিল স্লিপ চ্যাম্পিয়নের শিরোপা।
ওয়েকফিট সংস্থা জানিয়েছে যে এই ওয়ার্কশপের তিনটি সিজনের পর এই প্রোগ্রামে যোগ দিয়েছেন ১ মিলিয়নেরও বেশি সংখ্যক মানুষ এবং মোট ৬৩ লক্ষ টাকা বৃত্তি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই তৃতীয় সেশনে মিস পাতিল নিয়মিত সঠিকভাবে ঘুমের গুরুত্বের ব্যাপারে বোঝাতে গিয়ে বলেন, 'এক্ষেত্রে ভাল স্কোর বজায় রাখার জন্য আপনাকে ঘুমের ক্ষেত্রেও নিয়মনিষ্ঠ হতে হবে। এমনকী ঘুম থেকে ওঠার সময়েও নিয়মানুবর্তী হতে হবে। অর্থাৎ রাত জেগে সিনেমা দেখা, রাত জেগে থাকা অকারণে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এগুলি বন্ধ করতে হবে। এই সমস্ত অভ্যাস বন্ধ করা খুবই কঠিন, তবে এগুলি একবার করতে পারলে তা আপনার অনেক উপকারে লাগবে। তিনি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে জানান যে কীভাবে কোভিডের পর তাঁর রুটিন ভেস্তে গিয়েছিল এবং দীর্ঘসময় অডিটর হিসেবে কাজের চাপ সামলাতে ঘুম বিপর্যস্ত হয়েছিল। এই ইন্টার্নশিপ তাঁকে শিখিয়েছে কীভাবে নিয়মনিষ্ঠভাবে ঘুমনো যায়।