Viral News: ডেটিং অ্যাপে সঙ্গিনী খুঁজছিলেন, ফাঁদে পড়ে ২১ লক্ষ টাকা খোয়ালেন এই ব্যক্তি
Dating App Scam: সেই ব্যক্তি জানান যে তাঁর কিছু অপরিশোধিত ঋণ রয়েছে, একটি চাকরিও খুঁজছেন তিনি। মিত্রা তখন তাঁকে ফরেক্স ট্রেডিং করতে উৎসাহ দেন যাতে তাঁকে বোঝান অনেক বেশি টাকা রোজগার করা যাবে এখান থেকে।
কলকাতা: আবারও সাইবার জালিয়াতির ঘটনা খোদ বেঙ্গালুরুতে। এক ব্যক্তি ডেটিং অ্যাপে সঙ্গিনী খুঁজতে গিয়ে খোয়ালেন (Cyber Scam) ২১ লক্ষ টাকা। বেঙ্গালুরুর জনৈক বিবাহ-বিচ্ছিন্ন এক ব্যক্তির সঙ্গেই ঘটেছে এমন ঘটনা। সঙ্গিনী খুঁজতে একটি ডেটিং অ্যাপ ফোনে ডাউনলোড করেছিলেন সেই ব্যক্তি (Viral News) আর এভাবেই সাইবার জালিয়াতির শিকার হন তিনি।
সংবাদসংস্থার দাবি অনুসারে, ৪০ বছর বয়সী এক বিবাহ-বিচ্ছিন্ন ব্যক্তি তাঁর সঙ্গিনীর খোঁজে একটি ডেটিং অ্যাপ ডাউনলোড করেছিলেন। তাঁর বন্ধুতালিকার সাজেশন মেনে 'ইউ আর মাই লাইফ' নামের একটি ডেটিং অ্যাপ ডাউনলোড করেছিলেন সেই ব্যক্তি। আর এর মাধ্যমেই এপ্রিল মাসে মিত্রা নামের এক মহিলার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। মিত্রা নামের সেই মহিলাও নিজেকে বিবাহ-বিচ্ছিন্না হিসেবে পরিচয় দেন এবং তিনিও যে একইভাবে একজন যোগ্য জীবনসঙ্গী খুঁজছেন তা জানান মিত্রা। ফলে কিছুদিনের মধ্যেই তিনি ও মিত্রা একে অপরের খুব ভাল বন্ধু হয়ে ওঠেন এবং তারপরেই এই সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা ভাবতে থাকেন তিনি।
সেই ব্যক্তি জানান যে তাঁর কিছু অপরিশোধিত ঋণ রয়েছে, একটি চাকরিও খুঁজছেন তিনি। মিত্রা তখন তাঁকে ফরেক্স ট্রেডিং করতে উৎসাহ দেন যাতে তাঁকে বোঝান যে অনেক বেশি টাকা রোজগার করা যাবে এখান থেকে। এর জন্য ব্যাঙ্ক থেকে আরও ঋণ নিয়ে তিনি বিনিয়োগ শুরু করেন। একটি ব্রোকিং ফার্মের সঙ্গেও ঐ ব্যক্তিকে পরিচয় করিয়ে দেন সেই মহিলা। প্রথম দিকে বোনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে বিনিয়োগ শুরু করেন তিনি। লাভ হচ্ছিল ভালই এবং মিত্রা তাঁকে আরো টাকা বিনিয়োগ করার জন্য প্রণোদিত করতে থাকেন। আর সেইমত ব্যাঙ্ক থেকে ২১ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পুরোটাই তিনি বাজারে বিনিয়োগ করেন সেই ব্রোকারেজ ফার্মের মাধ্যমে।
কিছুদিন পরেই সেই মেয়েটি এবং সেই ব্রোকারেজ ফার্ম তাঁকে সম্পূর্ণরূপে ব্লক করে দেয় এবং তিনি তাঁর টাকা আর তুলতে পারেন না। তারপর বুঝতে পারেন তিনি যে তাঁকে ফাঁসানো হয়েছে, জালিয়াতির শিকার তিনি। সেই মহিলা ও ব্রোকারেজ ফার্মের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Book Reading: নিয়মিত বই পড়েন? জেনে নিন বই পড়ার উপকারিতা