Viral Video: ভুয়ো IAS সেজে ভোলেবাবার দর্শন পাওয়ার চেষ্টা, VVIP সুবিধা নিতেই বিপত্তি!
Sawan 2024:আইএএস এসেছেন এই ভেবে মন্দিরের ভিভিআইপি সুবিধাও দেওয়া হয় তাঁকে। লাইন ছাড়াই পুজো দিতে দেওয়া হয়, দেওয়া হয় বিশেষ প্রসাদ থালি।
বিহার: শ্রাবণ মাসে মহাদেবের দর্শন পেতে মন্দিরে মন্দিরে ভিড়। ভোলেনাথকে পুজো দিতে ভিড় উপচে পড়ছে দেশের একাধিক শিব মন্দিরে। এই সময়ই ভুয়ো IAS সেজে ভোলেবাবার দর্শন পাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি!
জানা যায়, বিহারে বাবা গরীব নাথ মন্দিরে ভিড় জমে শ্রাবণ মাসে। সেখানেই দর্শন করতে এসেছিলেন এক যুবক। জানা গিয়েছে তিনি এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। তবে তিনি নিজেকে আইএএস হিসেবে পরিচয় দেন। জানা গিয়েছে, তিনি এসে নিজেকে আইএএস পরিচয় দিয়ে ভিভিআইপি সুবিধা নেন।
আইএএস এসেছেন এই ভেবে মন্দিরের ভিভিআইপি সুবিধাও দেওয়া হয় তাঁকে। লাইন ছাড়াই পুজো দিতে দেওয়া হয়, দেওয়া হয় বিশেষ প্রসাদ থালি। তবে যুবকের শারীরিক ভাষা দেখে অবশ্য সন্দেহ হয় পুরোহিতের। এমন কিছু কাজ করছিলেন যা আইএএস হিসেবে যা চোখে পড়ে পুরোহিতের। তখনই তাঁর মনে হয় হয়তো এই যুবক আইএএস অফিসার নন।
এদিকে, সন্দেহ পুলিশকে জানানোর পরই ওই যুবককে আটক করে পুলিশ। পুলিশ জানতে পারে, ওই যুবক বুধবার রাতে পুজো দিতে যান। কিন্তু গিয়ে দেখেন বিশাল ভিড়, বিশাল লাইন ওই মন্দিরে। তখনই তাঁর মাথায় আসে তিনি যদি নিজেকে আইএএস পরিচয় দেন তাহলে ভিভিআইপি ট্রিটমেন্ট পাবেন। এই ভেবে ভুয়ো পরিচয় দেন তিনি।
আরও পড়ুন, মহিলা চিকিৎসকদের রুমে ঢুকেছিল মত্ত যুবকের দল! অতীতেও RG Kar-এ সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে
নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে শুরু করেন ওই যুবক। তিনি পুলিশকে বলেছিলেন যে তিনি ভেবেছিলেন মন্দিরে নিশ্চয়ই প্রচুর ভিড় হবে। এখন এমন পরিস্থিতিতে মহাদেবের দর্শন করা কঠিন, কিন্তু তখন তাঁর মনে এই ধারণা আসে যে দর্শন করা সহজ হবে অফিসার সাজলে। সেই কারণেই তিনি জানিয়েছেন যে তিনি একজন আইএএস অফিসার।
পুলিশের তরফে বলা হয়েছে, তার কাছে কোনও জাল আইডি বা নথি পাওয়া যায়নি। এ বিষয়ে কোনও মামলা করা যাবে না। তিনি তার ভুল স্বীকার করেছেন যার পর তাকে পিআর বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে