Viral News: সারাজীবন ফুচকা 'ফ্রি' একবার টাকা দিলেই! বিক্রেতার ভাইরাল অফারে থিকথিকে ভিড় দোকানে!
Pani Puri Viral Offer:

নাগপুর: ফুচকার নাম শুনলে জিভে জল আসে না, এমন মানুষ পাওয়াই দুষ্কর। মশলাদার জল এবং সুস্বাদু উপাদানে ভরা এই মুচমুচে স্ট্রিট ফুড আট থেকে আশি সকলেরই প্রিয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ায় ফুচকারও দাম বেড়েছে। আগে ১০ টাকায় যেখানে ৭-৮টা ফুচকা পাওয়া যেত এখন তা ৩-৪টেয় এসে ঠেকেছে। তবে জনপ্রিয়তা কমেনি এতটুকুও।
বরং এখন ফুচকাতেও হচ্ছে ফিউশন। একরকমের আলু-ছোলা দিয়েই নয়, মিষ্টি ফুচকা থেকে মাংস, চকোলেট এমনকী থাম্বস আপ ফুচকাও পাওয়া যায় নানা জায়গায়। এই আবহে এবার বড় অফার দিল এক ফুচকা বিক্রেতা। তিনি জানিয়েছেন এককালীন টাকা দিয়ে দিলে যত খুশি, যত বার ইচ্ছে সারাজীবন ধরে ফ্রি-তে ফুচকা খেতে পারা যাবে তার কাছে।
অনন্য এবং ভাইরাল মার্কেটিংয়ের এই অফারই জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায়। একবার টাকা দিয়ে সারাজীবন ফুচকা খাওয়ার অফার শুনেই ভিড় জমেছে ওই ফুচকার দোকানে। শুধু তাই নয় ঝড়ের গতিতে ওই পোস্টটি শেয়ার হয়েছে সোশাল মিডিয়ায়। অনেকেই এই প্রস্তাবের প্রতি তাদের মতামত জানিয়েছেন।
View this post on Instagram
এখন প্রশ্ন হচ্ছে কত টাকা দিলে এমন সুযোগ পাওয়া যাবে? ফুচকা বিক্রেতা জানিয়েছেন, এককালীন ৯৯ হাজার টাকা দিলেই এই ভাইরাল অফারটি পেয়ে যাবেন ক্রেতারা। সারাজীবন যখন খুশি এসে যত ইচ্ছে ফুচকা খেয়ে যেতে পারবেন তাঁরা।
আরও পড়ুন, দিদির বিয়েতে নাচতে গিয়ে লুটিয়ে পড়লেন মঞ্চে, স্টেজেই মর্মান্তিক মৃত্যু বোনের!
অনেক নেটিজেনরা বলেছেন, "এটা কি আমার জীবনের জন্য নাকি দোকানদারের জন্য?" অনেকে আবার এই চুক্তিকে মজাদার বলে মনে করেছেন। তাঁদের মতে, এই ধরনের অফার কেউই নিতে চাইবে না। নেটিজেনদের মতে, এত টাকা দিয়ে এই অফার নেবে না কেউ। কেউ কেউ এর বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অনেকে ইউজার বলেছেন, ফুচকা বিক্রেতা আসলেই চুক্তিটি মেনে চলবেন নাকি এককালীন অর্থ আদায়ের পর উধাও হয়ে যাবেন!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে























