এক্সপ্লোর
Astronaut: মরীচিকার মত চোখে ধাঁধা লাগে, অদ্ভুত শব্দ বাজতে থাকে কানে ! দীর্ঘসময় মহাকাশে কাটালে মহাকাশচারীদের মস্তিষ্কে কী প্রভাব পড়ে ?
Astronauts' Brain Changes Return To Earth: মহাকাশে রেডিয়েশনের কারণে মানুষের মস্তিষ্ক অন্যরকমভাবে কাজ করতে থাকে মহাকাশে। একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি।
মহাকাশচারীদের মস্তিষ্কে কী প্রভাব পড়ে ?
1/9

ভারতের মহাকাশচারী শুভাংশু শুল্ক ১৪ দিনের অভিযানে মহাকাশে পাড়ি দিয়েছেন। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথাও বলেছেন।
2/9

এর আগে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস দীর্ঘ ৯ মাস ১৩ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছিলেন।
3/9

সুনীতা উইলিয়ামস জানিয়েছিলেন যে এত দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে তিনি হাঁটতে, বসতে এমনকী ঘুমোতেও ভুলে গিয়েছিলেন।
4/9

মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকার কারণে বেশ কিছু প্রতিক্রিয়া দেখা যায় শরীরে। ৬ মাস মহাকাশে কাটিয়ে ফিরলে তাঁর শরীরে অনেক পরিবর্তন দেখা যায়।
5/9

মহাকাশে যাওয়ার আগে ও পরে মহাকাশচারীদের মস্তিষ্ক স্ক্যান করে রিপোর্টে দেখা গিয়েছে যে মহাকাশ থীক ফিরে আসার পরে তাদের মস্তিষ্কের পেরিভাসকুলার অংশে কিছু বদল ঘটেছে।
6/9

ডোনাল্ড পেটিট নামের এক মহাকাশচারী জানিয়েছেন যে মহাকাশ থেকে ফিরে চোখ বন্ধ করলেই তিনি অদ্ভুত মরীচিকা দেখতে পেতেন, কানে শুনতে পেতেন অদ্ভুত এক শব্দ।
7/9

যখন ঘুম থেকে জেগে উঠতেন তখন তাঁর চোখের সামনে তীব্র আলোকছটা দেখতে পেতেন তিনি। একই মন্তব্য আরও বহু মহাকাশচারী করেছেন।
8/9

মহাকাশে রেডিয়েশনের কারণে মানুষের মস্তিষ্ক অন্যরকমভাবে কাজ করতে থাকে মহাকাশে। একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি।
9/9

একইসঙ্গে বেশ কিছু মহাকাশচারী জানিয়েছেন যে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে তারা খুবই ক্লান্ত বোধ করছেন। অনেকের মধ্যে পৃথিবীতে ফেরার পরে অ্যানিমিয়ার লক্ষণও প্রকট হতে দেখা গিয়েছে।
Published at : 01 Jul 2025 12:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























