Viral News: বিমানবন্দরে এক প্লেট ম্যাগির দাম ১৯৩ টাকা! 'উড়ানের জ্বালানি' দিয়ে তৈরি নাকি? কটাক্ষ নেটিজেনদের
Maggi Price: ট্যুইটারে এখন জোর তরজা। এক মহিলা ট্যুইটারে বিমানবন্দর থেকে কেনা মশলা ম্যাগি নুডলসের ইনভয়েসের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি ওই ম্যাগির জন্য ১৯৩ টাকা ব্যয় করেছেন। তারপর?
নয়াদিল্লি: এক প্লেট ম্যাগির (Maggi Price) দাম ১৯৩ টাকা! শুনেই চোখ কপালে তো? এক নেটিজেন তাঁর সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডলে এমনই একটি বিলের ছবি পোস্ট করেছেন। সেখানে ম্যাগির দাম দেখে রীতিমতো শোরগোল নেট দুনিয়ায়। বিমানবন্দর (airport) থেকে এক প্লেট ম্যাগি কিনেছেন তিনি ১৯৩ টাকা দিয়ে! ভাবতে পারেন?
ম্যাগির দাম ১৯৩ টাকা, চোখ কপালে নেটিজেনদের
ট্যুইটারে এখন জোর তরজা। এক মহিলা ট্যুইটারে বিমানবন্দর থেকে কেনা মশলা ম্যাগি নুডলসের ইনভয়েসের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি ওই ম্যাগির জন্য ১৯৩ টাকা ব্যয় করেছেন। হুড়মুড়িয়ে নেটিজেনদের কমেন্ট।
সেজল সুদ নামের ওই মহিলা বিলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমি এইমাত্র বিমানবন্দরে ১৯৩ টাকা দিয়ে ম্যাগি কিনলাম। এবং আমি সত্যিই জানি না আমার কী প্রতিক্রিয়া দেওয়া উচিত, কেউ কেন ম্যাগির মতো একটা জিনিস এত চড়া দামে বিক্রি করবে।'
I just bought Maggi for ₹193 at the airport
— Sejal Sud (@SejalSud) July 16, 2023
And I don’t know how to react, why would anyone sell something like Maggi at such an inflated price 🥲 pic.twitter.com/oNEgryZIxx
সেজলের এই পোস্টে অনেকেই লিখেছেন বেশিরভাগ স্থানেই এক বাটি ম্যাগি কিনতে খুব বেশি হলে ৫০ টাকা দাম লাগে। এই পোস্টে কীভাবে প্রতিক্রিয়া দিলেন নেটিজেনরা? একজন লেখেন, 'আমার মনে হয় এই ম্যাগি বোধ হয় উড়ানের জ্বালানি দিয়েই তৈরি হয়েছে! মানে হতেই পারে!' অপর একজন লেখেন, 'তবুও কোনও বিমানবন্দরে খাওয়ার জন্য এটাই সবচেয়ে সস্তা অপশন! খুবই আশ্চর্যের কিন্তু এটাই সত্যি।' অনেকেই বলেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের এক্ষেত্রে হস্তক্ষেপ প্রয়োজন এবং বাড়তি দামের প্রথা বন্ধ করা উচিত। অপর এক নেটিজেন লেখেন, 'ইন্ডিগো ফ্লাইটে ২৫০ টাকা করে বিক্রি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের উচিত ক্রেতাদের পকেট বাঁচাতে ও খিদে মেটাতে জিনিসপত্রের দাম বেঁধে দেওয়া।'
আরও পড়ুন: Viral Video: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'
অপর এক নেট ব্যবহারকারী লিখেছেন, 'ম্যাম, ম্যাগির দাম ৫০ টাকা, কিন্তু ওই একই জিনিস বিমানবন্দরে বিক্রি করতে গেলে অনেকটা খরচ হয় কারণ যে ক্যাফে ম্যাগি বিক্রি করছে তাদের বিশাল পরিমাণ একটা টাকা ওই জায়গা সেটআপ করতে ডিপোজিট দিতে হয়, বিশাল ভাড়া দিতে হয় এবং লাভেরও খানিক অংশ বিমানবন্দরকে দিতে হয়। এরপর যাঁরা কাজ করছেন তাঁদের বেতন ও ইনভেস্টমেন্টের জন্য খানিক লাভ রাখা। এরকমই পাঁচতারা হোটেলেও হয়। তাই পরেরবার বিমানবন্দরে গেলে, বাড়ি থেকে টিফিন বক্স নিয়ে যান যদি না সংস্থা আপনাকে ট্র্যাভেল অ্যালাওয়েন্স দেয়।'
সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন ভাইরাল। তবে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial