Viral News: ভারতীয়দের পদবি নিয়ে কটাক্ষর মাশুল, ১০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হল কানাডার সংস্থাকে
Offbeat News: কানাডিয়ান ব্র্যান্ডের এমন কটাক্ষ নিয়ে স্বরগরম হয়েছে সোশাল মিডিয়া
নয়া দিল্লি: ভারতীয়দের পদবি নিয়ে সোশাল মিডিয়ায় কটাক্ষ করে বড় ক্ষতির মুখে কানাডার এক অ্যাকসেসরিজ ব্র্যান্ড। অ্যাপলের ম্যাকবুক কিনে সমস্যায় পড়েছিলেন এক ভারতীয় ব্যক্তি। তখন অ্যাকসেসরিজ কেনার জন্য ওই কানাডিয়ান ব্র্যান্ডের শরণাপন্ন হন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে কী করবেন তা জানতে চেয়ে পোস্ট করেন এরপরই ওই ব্যক্তির পদবি নিয়ে সোশাল মিডিয়ায় কটাক্ষ করে ব্র্যান্ড।
কানাডিয়ান ব্র্যান্ডের এমন কটাক্ষ নিয়ে স্বরগরম হয়েছে সোশাল মিডিয়া। ভুবন চিত্রনাশ (Bhuwan Chitransh) নামের ওই ব্যক্তি ম্যাকবুকের স্কিন নিয়ে অভিযোগ জানান। তিনি বলেন মাত্র দু'মাস হয়েছে তিনি ডিব্র্যান্ড ত্থেকে ম্যাকবুকের উপর ওই স্কিনটি লাগিয়েছেন। কিন্তু হঠাৎই দেখেন যে ওই স্কিনটির রঙের পরিবর্তন ঘটছে।
এই পোস্টের পরই ওই কানাডিয়ান ব্র্যান্ডের তরফে পাল্টা সোশাল পোস্ট করা হয়েছে। সেখানে তাঁরা ভুবনের পদবী নিয়ে রীতিমত কটাক্ষ করেন। তাঁরা লেখেন, 'আপনার পদবী একদম ***, একটু সতর্ক হন।'
Your last name is basically shit rash, be serious https://t.co/SmQd5So5bS
— dbrand (@dbrand) April 9, 2024
সংস্থার এই প্রতিক্রিয়া দ্রুত মাইক্রোব্লগিং সাইটে ভাইরাল হয়ে যায় এবং ইউজাররা এটি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে। একজন ইউজার বলেন, "এটা আমার কাছে বিস্ময়কর যে পূর্ণ বয়স্ক প্রাপ্তবয়স্করা কীভাবে ২০২৪ সালে বর্ণবাদ এখনও ঠিক আছে বলে মনে করে। সাধারণ শালীনতা বোঝার জন্য সংখ্যালঘু হতে হবে না। সংস্থাটি নিজেদের লাইন অতিক্রম করেছে।"
আরেকজন নেটিজেন লেখেন, 'কেউ, কেন, কীভাবে কারও পদবী নিয়ে কটাক্ষ করতে পারে? এটা ভয়ঙ্কর অপরাধ। এরকম কখনও কাস্টমর সার্ভিস হতে পারে না। হওয়া উচিতও নয়'।
এদিকে ওই সংস্থা পরে ক্ষমা চেয়েছে সোশাল মিডিয়ায়। যদিও তাঁরা এমন রসিকতা প্রায়ই করে বলে জানিয়েছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে