![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Viral Video: জোর করে দরজা খুললেই বেরিয়ে আসবে কেউটে! বেনজির 'সিকিউরিটি' রাখলেন গৃহকর্তা
Viral News: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দরজার পাশে রয়েছে কেউটে। এমনই তার অবস্থান যে দরজা খুলে কেউ ঢুকতে গেলে একেবারে কপালে ছোবল মারতে পারে এই 'সিকিউরিটি'।
![Viral Video: জোর করে দরজা খুললেই বেরিয়ে আসবে কেউটে! বেনজির 'সিকিউরিটি' রাখলেন গৃহকর্তা Viral Video Cobra Sticking Out From Door Terrifies Internet Viral Video: জোর করে দরজা খুললেই বেরিয়ে আসবে কেউটে! বেনজির 'সিকিউরিটি' রাখলেন গৃহকর্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/28/b1a8fe5da9c51b25a41463a2e2f92c391672223896356223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাড়ি সুরক্ষিত রাখতে কে না চায়? তার জন্য অনেকেই টাকা খরচ করে সিকিউরিটি রাখেন। কিন্তু এবার এক ব্যক্তি এমন এক সিকিউরিটি রাখলেন যা দেখে শিউরে উঠছেন সকলেই। জোর করে দরজা খুলে ঢুকতে গেলেই এক ছোবলে ছবি হয়ে যেতে পারেন। হ্যাঁ, শুনতে এমন লাগলেও এটাই ঘটেছে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দরজার পাশে রয়েছে কেউটে। এমনই তার অবস্থান যে দরজা খুলে কেউ ঢুকতে গেলে একেবারে কপালে ছোবল মারতে পারে এই 'সিকিউরিটি'। এই ভিডিওটি এখন তোলপাড় ফেলেছে সোশাল মিডিয়ায়।
এই ভিডিওতে প্রথমে বোঝা যায়নি সাপটি নকল না আসল। কিন্তু পড়ে যখন সাপটি নড়াচড়া শুরু করে, তখনই চক্ষুচড়কগাছ হয় সকলের। ইএরপর যখন ভিডিওটি যিনি করছিলেন তাকেও ছোবল মারতে উদ্যোগী হয় সাপটি। যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা।
The safest security system! 😂 pic.twitter.com/QwSesTD7HE
— Figen (@TheFigen_) December 26, 2022
ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার ভিউজ হয়েছে ভিডিওটির। যদিও এমন সিকিউরিটি রাখা নিয়ে অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন। টুইটারের এক ইউজার লিখেছেন, "এমন ঘটলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত।" আরেক ইউজার লিখেছেন, "এত বড় কোবরা? কীভাবে দরজার পাশ দিয়ে সাপটি বেরিয়ে এসেছে? এই সাপটি কি ভারতের না কি দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলয়া থেকে আনান হয়েছে?"
I would simply have heart attack and be done
— troy pachner (@CoachPachner) December 26, 2022
Yeah - No. I'm never going in that house.
— Edward Bourque (@EdwardBourque2) December 27, 2022
আরও পড়ুন, টর্চ জ্বালতেই সরে গেল 'অশরীরী'! ভূত না অন্য কিছু?
অনেকে নেটিজেনের মতে কেউটেকে এভাবে সিকিউরিটি রাখা বিপজ্জনক। কারণ যে কোনও সময় এই সিকিউরিটি প্রাণঘাতী হতে পারে। আরেকজন লিখেছেন আমি কোনওদিন এই বাড়িতে যেতাম না। আরেক নেটিজেনের কথায়, "এই সিকিউরিটির থেকে আক্রমণাত্মক কুকুরও অনেক ভাল।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)