Viral Video: টর্চ জ্বালতেই সরে গেল 'অশরীরী'! ভূত না অন্য কিছু?
Viral News: হানাহ তাঁর ফেসবুক পোস্টে এই ঘটনাটি লিখে সেই ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেন, 'বোঝা যাচ্ছে আজ প্রাতঃভ্রমণে আমরা একা ওই এলাকায় ছিলাম না।'
নয়া দিল্লি: ভূত (Ghost) আছে কি না, তা বিতর্কের বিষয়। অনেকেই বলেন , বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু এবার যে ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় তা দেখে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমেছে অনেকেরই।
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। জানা যায়, হানাহ এবং ডেভ রাওয়েত কুকুর নিয়ে ভোরবেলা ঘুরতে বেরিয়েছিলেন। হাতে ছিল টর্চ। অন্ধকারে টর্চ জ্বালিয়েই রাস্তা দিয়ে হাঁটছিলেন। আচমকা সেই আলো রাস্তার একদিকে ফেলতেই চমক। সাদা ধোঁয়ার মতো কী যেন সরে গেল পাশে।
হানাহ তাঁর ফেসবুক পোস্টে এই ঘটনাটি লিখে সেই ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেন, 'বোঝা যাচ্ছে আজ প্রাতঃভ্রমণে আমরা একা ওই এলাকায় ছিলাম না।' দম্পতি ফেসবুকে লেখেন, তাঁরা সেই সময় দেখেন যে আবছায়া কী একটা যেন হাওয়ার মতো তাঁদের সামনে দিয়ে চলে গেল।
আরও পড়ুন, ছবির মধ্যে মিশে রয়েছে চিতাবাঘ! খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে সকলকেই
এই ভিডিওটি দেখার পর অনেকেই নানা কথা বলেছেন। ইতিমধ্যেই লাইক ও রিশেয়ারের বন্যায় ভেসেছে ভিডিওটি। যদিও অনেকে বলেছেন, এটি কোনও ভূতুড়ে বিষয় নয়। সিগারেটের ধোঁয়া মোবাইলে ওমন এসেছে।
আপনাদের জন্য রইল সেই ভিডিও, দেখুন তো আপনাদেরও কী তাই মত?
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, চোখের সামনে এমন ঘটনায় ভয় পেয়ে অজ্ঞান হওয়ার অবস্থা তাঁদের। ভয়ে হাত-পা ঠান্ডা হওয়ার পরিস্থিতি তৈরি হয়। অনেকে বলেছেন এটি কুকুর কিংবা শিয়াল হতে পারে। অনেকের মতে, ভাগ্য থাকলে এমন সাক্ষী হওয়া যায়। যদিও বেশিরভাগেরই মত এটা কোনও ধোঁয়া। স্লো-মোশনে তোলা হয়েছে বলে এমন ভূতের মতো দেখাচ্ছে। আদতে তা নয়।