Viral Video: বিয়েবাড়ি যাওয়ার জন্য আস্ত একটা প্লেন ভাড়া! ভাইরাল ভিডিয়ো দেখে অবাক নেট দুনিয়া
Viral: বোনের বিয়েতে যাওয়ার জন্য গোটা প্লেন ভাড়া করেছেন দিদি! দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো।
Viral Video: বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং (Big Fat Indian Wedding)- একথা আজকাল প্রায়শই শোনা যায়। চাক্ষুষ করার সৌভাগ্য হয়তো সকলের হয় না। তবে আজকাল ইন্টারনেটের দৌলতে প্রায় সবকিছুই দেখতে পান আপনি। সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োর (Viral Video) মাধ্যমেই বিলাসবহুল এক বিয়েবাড়ির সাক্ষী থেকেছেন নেটিজেনরা। বিয়ের আসরের ঝলক না পাওয়া গেলেও আন্দাজ করা গিয়েছে ষোলোআনা। কারণ এক দম্পতি পরিবারের সঙ্গে বিয়েবাড়িতে যাবেন বলে একটা গোটা প্লেন ভাড়া করে নিয়েছেন। সম্প্রতি এই কথাই প্রকাশ্যে এসেছে। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, প্লেনে চড়ে পরিবারের সমস্ত সদস্যের সঙ্গে বিয়েবাড়ি যাচ্ছেন ওই দম্পতি। শোনা যাচ্ছে, এই কাণ্ড হয়েছে রাজস্থানের জয়শলমীরে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসও তাঁদের 'ডেস্টিনেশন ওয়েডিং'- এর জন্য রাজস্থানকেই বেছে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে রাজস্থানের অনেক বিলাসবহুল বিয়েবাড়ির ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে।
বোনের বিয়েতে যাওয়ার জন্য গোটা প্লেন ভাড়া করেছেন দিদি! দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো
View this post on Instagram
ডেস্টিনেশন ওয়েডিং অনেকদন ধরেই ট্রেন্ডে রয়েছে। কিন্তু তাই বলে বিয়েবাড়ি যাওয়ার জন্য গোটা একটা প্লেন ভাড়া নেওয়ার মতো ঘটনা সচরাচর শোনা যায় না। কিন্তু এবার তেমনই হয়েছে। ইনস্টাগ্রামে শ্রেয়া শাহ নামের এক তরুণী এই ভিডিয়ো শেয়ার করেছেন। জানা গিয়েছে, তিনি তাঁর বোনের বিয়ের জন্য একটা গোটা প্লেন ভাড়া করেছেন। সেই প্লেনে চড়েই পরিবারের সকলকে নিয়ে বিয়েবাড়ি গিয়েছেন তিনি। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, প্লেনের ভিতরে বসে রয়েছেন শ্রেয়ার পরিবারের সদস্যরা। সকলে হাত নেড়ে বেশ বুঝিয়ে দিয়েছেন যে এমন এলাহী আয়োজনে বেশ খুশি হয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিয়োর ভিউ ১০ মিলিয়ন পার হয়েছে।
আরও পড়ুন- রাস্তা দিয়ে সার বেঁধে এগোচ্ছে একের পর গাড়ি, যানজটের লেশমাত্র নেই, ভাইরাল ভিডিয়ো