Viral Video: মাঝ আকাশে খুলল বিমানের দরজা! ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি যাত্রীরা
Viral News: ভিডিতে দেখা যাচ্ছে, দরজার কাছে লাগেজ এবং যন্ত্রপাতি স্তুপ করে রাখা হয়েছিল। হঠাৎই দরজা খুলে যায় বিমানের, ভিডিওর এক পর্যায়ে বিমানের নিচে মেঘও দেখা যায়।

নয়া দিল্লি: বিপদ বলে আসে না একথা ঠিক। তবে তা যদি চোখের সামনে ঘটে তা যেন আর মারাত্মক। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মাঝ আকাশে একটি বিমানের কার্গো দরজাটি হঠাৎই খুলে যায়। দেখা যায়, বিমানের ভিতরে মারাত্মকভাবে বাতাস বইছে। এক ব্যক্তি এই গোটা ঘটনাটির ভিডিও করেন।
রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলিয়ান গায়ক এবং গীতিকার টাইরি তার সতীর্থদের সঙ্গে ফ্লাইটে ছিলেন। ভিডিওটি ১২ জুন সাও লুইস থেকে সালভাদর যাওয়ার একটি ব্রাজিলিয়ান বিমানে রেকর্ড করা হয়েছিল।
ভিডিতে দেখা যাচ্ছে, দরজার কাছে লাগেজ এবং যন্ত্রপাতি স্তুপ করে রাখা হয়েছিল। হঠাৎই দরজা খুলে যায় বিমানের, ভিডিওর এক পর্যায়ে বিমানের নিচে মেঘও দেখা যায়। কিন্তু ভিডিওটিতে এও দেখা যায়, যাত্রীরা শান্ত হয়ে বসে ছিল। যদিও প্রবল বাতাসে বিমানের ভিতরে এক অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ভয়ঙ্কর ভিডিওটি ব্রেকিং এভিয়েশন নিউজ ও ভিডিও শেয়ার করেছে। ফ্লাইটের ক্যাপশনে লেখা আছে, "ব্রাজিলীয় গায়ক এবং গীতিকার টাইয়েরির বিমানটি ফ্লাইটে কার্গো দরজা খোলার পরে নিরাপদে সাও লুইস বিমানবন্দরে অবতরণ করে।"
The aircraft of Brazilian singer and songwriter Tierry safely lands at São Luís Airport after the cargo door opens in flight. pic.twitter.com/VIx79ABtdX
— Breaking Aviation News & Videos (@aviationbrk) June 14, 2023
এই পোস্টটি করার পর থেকে ভিডিওটি ১.৪ লক্ষ ভিউ এবং কয়েক হাজার লাইক পেয়েছে। এক ইউজার অবশ্য লিখেছেন, "আমি হতবাক হয়েছি, কীভাবে ক্যামেরাম্যান সহ সবাই খুব শান্ত ছিল সেই পরিস্থিতিতে।" আরেক ইউজার লিখেছেন, 'সবাই ফ্লাইটে ফ্লাই করেছে'। তবে এই ভিডিও যে ভয়ঙ্কর তা এক বাক্যে সকলেই স্বীকার করে নিয়েছেন।






















