Viral News: বিমানবন্দরে চিৎকার করে ফোনে কথা ভারতীয়র, 'কোনও সেন্স নেই, এঁদের জন্যই বদনাম হয়', দুষলেন আরেক ইন্ডিয়ান
সোশাল মিডিয়ায় এক ব্যক্তি একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে একজন অত্যন্ত জোরে জোরে ফোনে কথা বলছেন।

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেন হোক বা বাস এমনকী বিমানবন্দরেও অনেক সময়ই নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকি আমরা। যেমন দূরপাল্লার ট্রেনে রাতে অনেকসময়ই অনেকে জোরে জোরে গান শোনেন, কথা বলেন, যা মাঝেমধ্যেই বিরক্তির উদ্রেক করে। এবার বিমানবন্দরে এমন 'অসামাজিক' কাজ করা নিয়ে এক ভারতীয়কে নিশানা করলেন আরেক ভারতীয়।
সোশাল মিডিয়ায় এক ব্যক্তি একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে একজন অত্যন্ত জোরে জোরে ফোনে কথা বলছেন। যার জেরে বিঘ্নিত হচ্ছে বিমানবন্দরের স্বাভাবিক বাতাবরণ। অনেককেই দেখা যায় অত্যন্ত বিরক্তির সঙ্গে ওই ব্যক্তির আচরণ লক্ষ্য করছেন, নিজেদের মধ্যে নিয়ে কথাও বলছেন। যা দেখে সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করা ব্যক্তির দাবি, 'ন্যূনতম নাগরিক শিক্ষাটুকুও নেই'।
সোশাল মিডিয়ায় পোস্ট করা ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেছেন। যেখানে দেখা যায় যে তার পিছনের লোকটি বিমানবন্দর লাউঞ্জে ফোনে তার উচ্চস্বরে কথা বলছেন। এমনকী বারটেন্ডারের কাছ থেকে তাকে তার গলার শব্দ কমাতে বারবার অনুরোধ করা সত্ত্বেও, লোকটি জোরে কথা বলতে থাকে।
এই ঘটনার পর সোশাল মিডিয়া ভিডিওও পোস্ট করা ব্যক্তি বলেন, 'আমি প্রায় ১০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম। গত ৬ মাস ধরে দক্ষিণ কোরিয়াতে আছি। এই ধরনের ঘটনার বেশ অনেকবার সম্মুখীন হয়েছি। সব ভারতীয়দের কথা বলছি না। কিন্ত কয়েকজনের জন্যই বাকিদের নাম খারাপ হয়। সামান্য নাগরিক জ্ঞানটুকুও নেই, কোথায় কি করতে হয়। ফোনে লাউডস্পিকারে কথা বলছেন, ইউটিউবে লাউডস্পিকারে কন্টেন্ট দেখছেন কেন? আশেপাশের যে নীরবতা, তা যে বিঘ্নিত হচ্ছে সেটা তো বুঝতে পারছে না! কোনও সচেতনতাই নেই।'
View this post on Instagram
আরও পড়ুন, কলকাতায় ২ দিন থেকেই ওষ্ঠাগত প্রাণ! 'মুম্বই বেস্ট' মহিলার পোস্টে বিতর্ক তুঙ্গে
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ওই ব্যক্তি বলেন যে, দক্ষিণ কোরিয়ায় পাবলিক প্লেসে উচ্চস্বরে কথা না বলা সেখানকার সাধারণ রীতি। সকলেই সেটা মেনে চলে। কিন্তু অনেক ভারতীয়রা সেটা বুঝেও না বুঝে চলেন বলে তাঁর দাবি। তাঁর মতে, পাবলিক প্লেসে সকলের কথাই ভাবতে হবে।
ওই ভিডিওটি পোস্ট করে তিনি জিজ্ঞেস করেছেন, 'যারা তাদের আশেপাশের লোকদের কথা না ভেবে পাবলিক প্লেসে ফোনে জোরে কথা বলে তাদের সম্পর্কে আপনার কী মনে হয়? আমরা কেন এটা করি?"
অনেক নেটিজেনরাই ওই ব্যক্তির সঙ্গে সহমত পোষণ করেছেন সোশাল মিডিয়ায়। এখনও পর্যন্ত এই ভিডিওটি প্রায় ১ লক্ষ ৫৩ হাজারের বেশি ভিউজ পেয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
