Viral Video: অস্ত্রোপচারের সূচ-সুতো দিয়েই নিজের জুতো সেলাই করছেন মেডিকেল ছাত্র, ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল চাঞ্চল্য
Viral Video of Medical Student: একটি টুলের উপর এক পা তুলে বসে সেই ছাত্রটি নিজের জুতো সেলাই করছিলেন। এমনকী সে এই কাজে এতটাই নিবিষ্ট হয়েছিল যে অন্যদিকে তাঁর খেয়ালও ছিল না।

কলকাতা: সমাজমাধ্যমই যেন আমাদের যুগকে নিয়ন্ত্রণ করছে। নানা সময়য় সমাজমাধ্যমের নানাবিধ কনটেন্ট ভাইরাল হয়ে পড়ে আর তা নিয়েই চর্চা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে। আর এই সমাজমাধ্যমের দৌলতেই কোনও ঘটনাই আমাদের নজর (Viral Video) এড়ায় না। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা এবারে প্রকাশ্যে এল। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে দেখা গেল এক মেডিকেল ছাত্র অস্ত্রোপচারের সূচ-সুতো দিয়ে অনায়াসে হাসপাতালের মধ্যে বসেই নিজের জুতো সেলাই করছেন। এই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। আর কিছুক্ষণের মধ্যেই তা তুমুল ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যায় এক রোগী হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, আর তাঁর সামনেই চেয়ারে বসে অস্ত্রোপচারের সূচ-সুতো দিয়ে আরামে নিজের ছেঁড়া জুতো, বলা ভাল চপ্পল সেলাই করে চলেছেন। আর এই ভিডিয়োতে সবথেকে বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে সেই ছাত্রের রুচি বা কাজের ধরন নিয়ে। সাধারণ সূচের বদলে সে একই কাজ সেরে নিচ্ছে অস্ত্রোপচারের সূচ-সুতো দিয়ে যা কিনা রোগীর ক্ষত সেলাই করার জন্য আলাদা করে রাখা থাকে।
একটি টুলের উপর এক পা তুলে বসে সেই ছাত্রটি নিজের জুতো সেলাই করছিলেন। এমনকী সে এই কাজে এতটাই নিবিষ্ট হয়েছিল যে অন্যদিকে তাঁর খেয়ালও ছিল না। এত যত্ন নিয়ে সে জুতো সেলাই করছিল যেন আদপেই কোনও রোগীর ক্ষত সেলাই করছে সে।
এই হাসপাতাল ঠিক কোথায় তা সম্পর্কে এখনও জানা যায়নি। তিন-চারদিন আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিয়ো পোস্ট করা হয় আর তারপর থেকে তুমুল ভাইরাল এটি। লক্ষ মানুষ ইতিমধ্যেই এটি দেখে ফেলেছেন। আর ভিডিয়ো দেখে তাদের একেকজন একেক রকম অদ্ভুত কমেন্ট করেছেন।
একজন লিখেছেন কমেন্টে, 'ডাক্তার থেকে মুচির যাত্রা এখান থেকেই শুরু হল'। আবার একজন নেটিজেন লেখেন, 'তিনি আসলে অভ্যাস করছেন'।
১০০ গ্রামের সোনার বার মিলল শিশুর পেটে
চিনের জিয়াংসু প্রদেশের এক ১১ বছরের ছেলেটিকে ঘিরে তাজ্জব ঘটনা। ছেলেটির নাম সংবাদমাধ্যমে জানা গিয়েছে কুইয়ান। তাঁর বাবা-মা এই অযথা পেট ফোলার কারণে তাঁকে নিয়ে যান সুঝোউ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপুষ্ট শিশু হাসপাতালে। চিকিৎসকেরা সেই ছেলেটির পেটের একটি এক্স-রে করতেই দেখা যায় ছেলেটির অন্ত্রে আটকে আছে ভারী কোনও ধাতব পদার্থ। আরও পরীক্ষার পরে দেখা যায় এই পদার্থটি আসলে আর কিছু নয়, একটা ১০০ গ্রাম ওজনের আস্ত সোনার বার।





















