Viral Video: বাঘের বাচ্চাদের সঙ্গে খেলায় মেতেছে ছোট্ট শিম্পাঞ্জি, ভাইরাল ভিডিও দেখে মন খুশি নেটিজেনদের
Viral: কে অন্যকে জড়িয়ে ধরে সে কী খেলা তাদের। দেখে মনেই হচ্ছে বেশ গাঢ় বন্ধুত্ব রয়েছে এই তিনজনের মধ্যে।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Socila Media) আজকাল ভাইরাল (Viral Video) হয় পশুপাখীদের বিভিন্ন মজার ভিডিও (Animal Video)। বন্যপ্রাণীদের এইসব মিষ্টি মুহূর্ত (Adorable Video) দেখে মুগ্ধ হন নেটিজেনরা। কোথাও বা দেখা যায় পোষ্যেরা খেলায় মেতেছে তাদের মালিক বা মালকিনের সঙ্গে। তবে সম্প্রতি একদম অন্যরকমের একটি মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে বাঘের বাচ্চার সঙ্গে খেলা করছে একটি ছোট্ট শিম্পাঞ্জি। একঝলক এই ভিডিও দেখলে আপনার মন ভাল হতে বাধ্য। বাঘের বাচ্চা বলে মোটেই ভয় পায়নি ছোট্ট শিম্পাঞ্জিটি। বরং দিব্যি মিলেমিশে খেলা করতে দেখা গিয়েছে তাদের। একটি সাদা বাঘের বাচ্ছা, একটি হলুদ-কালো ডোরাকাটা বাঘের ছানা এবং বাচ্চা শিম্পাঞ্জিটিকে একসঙ্গে খেলা করতে দেখা গিয়েছে। একে অন্যকে জড়িয়ে ধরে সে কী খেলা তাদের। দেখে মনেই হচ্ছে বেশ গাঢ় বন্ধুত্ব রয়েছে এই তিনজনের মধ্যে। নাহলে এমন মজা করে খেলা করতে পারত না তারা। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা।
দেখুন সেই মজার ভাইরাল ভিডিও
View this post on Instagram
সাধারণত বাঘের বাচ্চা বলতে চলতি কথার প্রবাদ অনুসারে বেশ বলশালী কাউকে বোঝানো হয়। তবে এই ভাইরাল ভিডিওতে যে বাঘের বাচ্চাদের দেখা গিয়েছে তারা শক্তপোক্ত হওয়ার পাশাপাশি বড়ই আদুরে। নেটিজেনদের অনেকেই বলেছেন যে একবার দেখেই ওদের কোলে নিয়ে আদর করতে ইচ্ছে হবে। অন্যদিকে শিম্পাঞ্জিরা যে বেশ বুদ্ধিমান হয় তার প্রমাণ এর আগেও বিভিন্ন ভাইরাল ভিডিওতে পাওয়া গিয়েছে। কোথাও দেখা গিয়েছে দিব্যি মানুষের মতোই স্মার্টফোন ঘাঁটছে শিম্পাঞ্জি। কোথাও বা তাদের হাবেভাবে মানুষের আরও অনেক লক্ষণও প্রকাশ পেয়েছে। এই শিম্পাঞ্জির বাচ্চাটিও কিছু কম যায় না। বাঘের বাচ্চাদের সঙ্গে পাল্লা দিয়ে দিব্যি খেলা করেছে সে। তিন বন্ধুর এমন মিলমিশ দেখে অবাক নেট দুনিয়া। এই ধরনের ভাইরাল ভিডিও এক নিমেষে মন ভাল করে দেয় বলেও দাবি করেছেন নেটিজেনদের অনেকে।
আরও পড়ুন- ফুচকা খাচ্ছে হাতি! ভাইরাল ভিডিও দেখে অবাক নেট দুনিয়া