Viral Video: তীব্র গতিতে শিকারকে ধাওয়া চিতার, ভাইরাল ভিডিও দেখে চমকে উঠলেন নেটিজেনরা
Viral: নেটিজেনরা চিতাবাঘের এমন তীব্র গতি দেখে হতবাক হয়ে গিয়েছেন। শিকার ধরার জন্য যে চিতাবাঘ এভাবে এত গতিতে ছুটতে পারে তা অনেকেরই ধারণা ছিল না।
Viral Video: চিতাবাঘ (Leopard) ঠিক কতটা ক্ষিপ্র তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারবেন না। বিশেষ করে শিকার ধরার সময়, শিকারকে ধাওয়া করতে গিয়ে একটি চিতাবাঘ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তারই একটি নিদর্শন পাওয়া গিয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে ট্যুইটারে। সেখানে দেখা গিয়েছে, তীব্র গতিতে শিকারের পিছনে ধাওয়া করেছে একটি চিতাবাঘ। তার গতি যেন সুপারসোনিক মিসাইলের মতো। বিদ্যুতের বেগে শিকারের পিছনে ছুটছে সে। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটতে দেখা গিয়েছে আকার আয়তনে অনেকটাই ছোট একটি প্রাণীকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিতাবাঘটি ছুটে এসে ধরে ফেলেছে তার শিকার। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, চিতাবাঘটি এত জোরে ছুটে এসেছে যে শিকারটিকে পেরিয়ে গিয়ে তার দৌড় থেমেছে। একরাশ ধুলো উড়িয়ে গতি নিয়ন্ত্রণ করেছে চিতাবাঘটি। তারপর থাবা দিয়ে নিমেষে ধরাশায়ী করেছে শিকারকে।
ট্যুইটারে এই ভিডিওর ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। নেটিজেনরা চিতাবাঘের এমন তীব্র গতি দেখে হতবাক হয়ে গিয়েছেন। শিকার ধরার জন্য যে চিতাবাঘ এভাবে এত গতিতে ছুটতে পারে তা অনেকেরই ধারণা ছিল না। দেখে নিন সেই ভাইরাল ভিডিও।
Velocidad y fuerza pic.twitter.com/AlULiTLctA
— Solo para Curiosos (@Solocuriosos_1) March 4, 2023
এর আগেও চিতাবাঘের একটি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে এক সাইকেল আরোহীর উপর ঝাঁপিয়ে পড়েছিল চিতাবাঘ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল হাইওয়ে ধরে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রাস্তার পাশে রয়েছে ঘন জঙ্গল। আচমকা সেখান থেকেই একটি চিতাবাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওই ব্যক্তির সাইকেলের উপর। ওভাবে যে ঝোপের ভিতর থেকে সটান চিতাবাঘ বেরিয়ে আক্রমণ করতে পারে তা বোধহয় কেউই দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবেন না। কারণ ভিডিওতে দেখা গিয়েছে ওই হাইওয়ে যথেষ্টই ব্যস্ত। অবাধে চলাচল করছে গাড়ি-সাইকেল। এই ভাইরাল ভিডিওর সবচেয়ে বড় চমক হল চিতাবাঘ আক্রমণ করলেও ওই ব্যক্তির কোনও চোট, আঘাত লাগেনি। যখন ঝোপ থেকে চিতাবাঘটি আচমকা বেরিয়ে এসেছিল এবং ওই ব্যক্তির সাইকেলের পিছনের চাকায় ঝাঁপিয়ে পড়েছিল তখন এক ঝটকায় হাইওয়ের উপর পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। চিতাবাঘটিও সঙ্গে সঙ্গে ঢুকে গিয়েছিল ঝোপের ভিতর। কয়েক মুহূর্ত সাইকেল নিয়ে থম মেরে দাঁড়িয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তারপর সাইকেল ঘুরিয়ে সোজা দৌড় দিয়েছেন। একটু পরে সাইকেল চালিয়ে চলে এসেছেন একদম উল্টো দিকে। এদিকে এমন ঘটনা দেখে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন কয়েকজন পথচারী। গোটা ঘটনার আকস্মিকতায় সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন।