Viral News: ছুটি কাটাতে পাকিস্তানে গিয়ে 'বিপদে'! মহিলাদের ঘিরে ধরল পুরুষরা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
ইন্টারনেটে ওই ভিডিওতে দেখা যায় পুরুষ এবং ছেলেদের বিশাল ভিড় ওই মহিলাদের ঘিরে, প্রত্যেকের চোখেমুখেই তীব্র কৌতূহল।

কলকাতা: রাজনৈতিক ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জের কারণে যেসব শহর ও দেশ সম্পর্কে এখনও অবগত নন, সেখানে ভ্রমণের জন্য বেশ কিছু ট্রাভেল ভ্লগার তাদের সীমাবদ্ধতা অতিক্রম করে কন্টেন্ট তৈরি করছেন এমনই অভিযোগ উঠছে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। এই অভিযোগ ওঠার কারণও আছে।
একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দু'জন তুর্কি মহিলা মোটরসাইকেলে পাকিস্তান ভ্রমণের একটি ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ভিডিও নিয়েই বিতর্কের জন্ম দিয়েছে। যা নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
এক এক্স ইউজার ভিডিওটি পোস্ট করেছে সোশাল মিডিয়ায়। @RsdioGenoa-এর শেয়ার করা ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে যে দু'জন মহিলা একটি খাবারের স্টলে গিয়েছেন। অনেক সময়ই যেমন ট্রাভেল ভ্লগাররা। স্থানীয় রাস্তার খাবার চেখে দেখতে নানা দোকানে যান। তেমনই ওই মহিলা দু'জনও গিয়েছিলেন স্থানীয় কয়েকটি দোকানে। এদিকে তাঁদের দেখেই ভিড় জমে যায় পুরুষদের।
ইন্টারনেটে ওই ভিডিওতে দেখা যায় পুরুষ এবং ছেলেদের বিশাল ভিড় ওই মহিলাদের ঘিরে, প্রত্যেকের চোখেমুখেই তীব্র কৌতূহল।
Turkish women tourists in Pakistan. How will this holiday end?pic.twitter.com/xy9jhbgFgY
— RadioGenoa (@RadioGenoa) March 15, 2025
আরও পড়ুন, গরম কফিতে পুড়ল গা! ব্যক্তিকে ৪৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিল স্টারবাকস
ভিডিওটি প্রায় সত্তর লক্ষ ভিউ হয়েছে, যা পাকিস্তানে নারীর নিরাপত্তা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ নারীদের তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার জন্য সমালোচনা করলেও, অন্যরা তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের কথা তুলে ধরেছেন। এক নেটিজেনের কথায়, 'আমি বুঝতে পারি না মানুষ, বিশেষ করে নারীরা, যারা এই দেশগুলিতে যান। সবাই জানে এই দেশগুলি কেমন, তারা এটা জানা সত্ত্বেও কেন যান?'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















