Starbucks Coffee: গরম কফিতে পুড়ল গা! ব্যক্তিকে ৪৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিল স্টারবাকস
শ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। স্টারবাকস হল একটি আমেরিকান বহুজাতিক কফিহাউস এবং রোস্টারি রিজার্ভ চেইন কোম্পানি

নয়া দিল্লি: আমেরিকার কফি চেইন স্টারবাকসকে ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলার ৪৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এ অর্থ দিতে হবে একজন ডেলিভারি ড্রাইভারকে। স্টারবাকসের একটি গরম কফির ঢাকনা সুরক্ষিত না থাকায় গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি।
বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। স্টারবাকস হল একটি আমেরিকান বহুজাতিক কফিহাউস এবং রোস্টারি রিজার্ভ চেইন কোম্পানি, যা বিশ্বের বৃহত্তম কফিহাউস চেইন এবং একটি বিখ্যাত ব্র্যান্ড হিসাবে পরিচিত। সিএনএন জানিয়েছে, ডেলিভারি ড্রাইভার মাইকেল গার্সিয়া লস অ্যাঞ্জেলেসের একটি ‘ড্রাইভ-থ্রু’ থেকে কফি সংগ্রহ করার সময় গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন। এতে তার চেহারায় বিকৃতি ঘটে এবং তার যৌনাঙ্গের ক্ষতি হয়। ২০২০ সালে ক্যালিফোর্নিয়া সুপিরিয়র কোর্টে করা ওই মামলায় স্টারবাকসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, প্রতিষ্ঠানটি যথাযথভাবে ঢাকনা সুরক্ষিত না করে দায়িত্ব লঙ্ঘন করেছে।
গার্সিয়ার আইনজীবী মাইকেল পার্কার জানিয়েছেন, তার মক্কেল তিনটি কফি সংগ্রহ করছিলেন এবং একটি গরম কফি সম্পূর্ণরূপে পাত্রের ভেতরে প্রবেশ করানো হয়নি। স্টারবাকসের কর্মী যখন গার্সিয়াকে অর্ডারটি দেন, তখন একটি কফি পাত্রের বাইরে পড়ে যায় এবং তা গার্সিয়ার শরীরে গুরুতর ক্ষতি করে।
স্টারবাকস কর্তৃপক্ষ বলেছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা গার্সিয়ার প্রতি সহানুভূতিশীল। তবে আমরা জুরির সিদ্ধান্তের সঙ্গে একমত নই যে এই ঘটনার জন্য আমরা দায়ী। আমরা বিশ্বাস করি, প্রদত্ত ক্ষতিপূরণ অনেক বেশি হয়ে গেছে। আমরা সবসময় আমাদের স্টোরগুলোয় সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
A California delivery driver has been awarded 50 million dollars in damages from Starbucks after a hot drink fell from a takeaway container onto his lap at a drive-through. pic.twitter.com/UKSicrdgfW
— Sky News (@SkyNews) March 17, 2025
উল্লেখ্য। এই মামলাটি ১৯৯৪ সালের একটি বিখ্যাত মামলার কথা মনে করিয়ে দেয়। ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে সেই মামলায় স্টেলা লিবেক নামের এক মহিলা দুর্ঘটনাবশত গরম কফি তার কোলে ফেলে দিয়েছিলেন। এতে তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন। সেই মামলায় আদালত তাকে প্রায় ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















