Viral Video: পাট দিয়ে তৈরি প্লাজো প্যান্ট, দেখতে একেবারেই চটের বস্তার মতো, দাম নাকি ৬০ হাজার টাকা!
Viral Video: সোশাল মিডিয়ায় রীতিমতো আলোচনা শুরু হয়েছে একটি বিশেষ প্লাজো প্যান্ট নিয়ে।

Viral Video: ফ্যাশন ফিয়েস্তারা বলে থাকেন, যে পোশাকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা পরলেই সবচেয়ে ভাল ফ্যাশন ট্রেন্ড (Fashion Trend) সেট করা যায়। কী পোশাক পরবেন এর চয়েস বা পছন্দ ব্যক্তি বিশেষে নির্ভর করে। তবে আজকাল বেশিরভাগ মহিলারই পছন্দের তালিকায় রয়েছে প্লাজো (Palazzo Pant) প্যান্ট। ঢিলেঢালা এই পোশাক পরিধান করা এবং সেটা সারাদিন ঠিকভাবে সামাল দেওয়া বেশ সহজ। বিশেষ করে গরমের দিনে এই প্লাজো প্যান্ট সত্যিই স্বস্তিদায়ক পোশাক। তবে সম্প্রতি এই প্লাজো প্যান্ট নিয়েই শুরু হয়েছে হইচই। সোশাল মিডিয়ায় রীতিমতো আলোচনা শুরু হয়েছে একটি বিশেষ প্লাজো প্যান্ট নিয়ে। আর হবে নাই বা কেন। জানা গিয়েছে, ওই প্লাজো প্যান্ট তৈরি হয়েছে জুট অর্থাৎ পাট থেকে। দেখতে একেবারেই চটের বস্তার মতো। শুধু প্লাজো প্যান্টের মতো কাটিং থাকায় দেখে বোঝা যাচ্ছে যে এটি প্লাজো প্যান্ট।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
View this post on Instagram
পাট দিয়ে প্লাজো প্যান্ট তৈরি হয়েছে, সেটা এখানে বড় কথা নয়। তার দাম শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। জানা গিয়েছে, জুট অর্থাৎ পাটের তৈরি এই প্লাজো প্যান্টের দাম নাকি ৬০ হাজার টাকা। একথা শুনে আপনি যেভাবে চমকে গিয়েছেন, সকলে ঠিক সেভাবেই চমকেছেন। কার্যত চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে নেটিজেনদের। ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে জুট ব্যাগ যে ধরনের উপকরণ দিয়ে তৈরি হয়, সেই জাতীয় উপকরণ দিয়েই তৈরি হয়েছে এই প্লাজো প্যান্ট। কিন্তু তার দাম ৬০ হাজার টাকা কেন? নেটিজেনদের সকলেই বলেছেন এই দাম অহেতুক ধার্য করা হয়েছে। যে ইনস্টাগ্রাম ইউজার এই ভিডিও শেয়ার করেছেন তিনিও এই প্লাজো প্যান্টের এমন দাম শুনে অবাক হয়েছেন। তাই বারবার জুম করে দেখিয়েছেন পোশাকের গায়ে আটকানো দামের ট্যাগ।
নেটিজেনদের অনেকেই বলেছেন এই প্লাজো প্যান্ট দেখতে একদম বস্তার মতো লাগছে। বিনামূল্যে দিলেও এটা কেনা উচিত নয়। সেখানে এমন আকাশছোঁয়া দাম দিয়ে কারা এই প্লাজো প্যান্ট কিনবেন সেটাই রহস্যজনক। নেটিজেনদের অনেকেই আবার এই অদ্ভুত দেখতে প্লাজো প্যান্ট নিয়ে মশকরা বলেছেন যে এই পোশাক নিশ্চয় উরফি জাভেদের। উল্লেখ্য, হালফিলে সোশাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চা হয় উরফি জাভেদের পোশাক নিয়ে। অনেকক্ষেত্রেই দেখা যায়, অদ্ভুত সব উপকরণ দিয়ে পোশাক তৈরি করে সেটাই পরে নেন উরফি। আর তাই নিয়েই চালু থাকে চর্চা।
আরও পড়ুন- ড্রোনে করে বাড়িতে এল পেনশন! পঞ্চায়েত প্রধানের উদ্যোগে খুশি বিশেষভাবে সক্ষম গ্রাহক






















