(Source: ECI/ABP News/ABP Majha)
Drone Delivered Pension: ড্রোনে করে বাড়িতে এল পেনশন! পঞ্চায়েত প্রধানের উদ্যোগে খুশি বিশেষভাবে সক্ষম গ্রাহক
Pension: প্রতি মাসে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ২ কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হতো ওই ব্যক্তিকে। তারপর সরকারি পেনশন সংগ্রহ করতে পারতেন তিনি।
Odisha: পেনশন (Pension) তোলার জন্য আর যেতে হচ্ছে না সরকারি অফিসে। বরং ড্রোন (Drone) বাড়ি এসে পৌঁছে দিয়ে যাচ্ছে পেনশন। শুনে অবাক লাগছে? কিন্তু এমনটাই হয়েছে সম্প্রতি। আকাশপথে বাড়ির ঠিকানায় উড়ে এসেছে ড্রোন। সঙ্গে নিয়ে এসেছে পেনশনের টাকা। ওড়িশায় এক ব্যক্তির জন্য চালু হয়েছে এই বিশেষ সুবিধা। ওড়িশার প্রত্যন্ত গ্রামের এক বাসিন্দা যিনি বিশেষভাবে সক্ষম, তিনি পেয়েছেন এই পরিষেবা। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম হেতারাম সতনামি। বিশেষ ভাবে সক্ষম এই ব্যক্তি ওড়িশার পশ্চিম অংশের Nuapada জেলার একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করেন। প্রতি মাসে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ২ কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হতো এই ব্যক্তিকে। তারপর সরকারি পেনশন সংগ্রহ করতে পারতেন হেতারাম।
তবে এই মাসে আর পেনশন সংগ্রহের জন্য এত পরিশ্রম করতে হয়নি ওই ব্যক্তিকে। কারণ ড্রোনে করে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে পেনশনের টাকা। ভালেশ্বর পঞ্চায়েত এলাকার ভুতকাপাড়া গ্রামে থাকেন হেতারাম নামের বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি। এই গোটা কর্মকাণ্ডের পিছনে রয়েছে পঞ্চায়েত প্রধান। তিনিই ড্রোনে করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে পেনশনের টাকা পাঠানোর ব্যবস্থা করেছেন। এই কাজের জন্য পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদও জানিয়েছেন হেতারাম। ওড়িশায় রয়েছে মধু বাবু পেনশন যোজনা। সেই প্রকল্পেই টাকা পেতেন হেতারাম। কিন্তু সে জন্য নিজের বাড়ি থেকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ২ কিলোমিটার হেঁটে পঞ্চায়েত অফিসে যেতে হতো তাঁকে। বিশেষভাবে সক্ষম হওয়ায় প্রতি মাসে এভাবে যাতায়াত করা হেতারামের পক্ষে বেশ অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছিল।
জন্ম থেকেই কিছু শারীরিক সমস্যা রয়েছে হেতারামের। হাঁটাচলা করতে বেশ অসুবিধা হয় তাঁর। তার মধ্যে প্রতিমাসে অতটা পথ হেঁটে পেনশন নিয়ে যাওয়া বেশ সমস্যার ছিল এই ব্যক্তির কাছে। সেখানে পঞ্চায়েত প্রধানের এ হেন পদক্ষেপ হেতারামকে ঠিক কতটা সুবিধা দিয়েছে তা বোঝাই যাচ্ছে। পঞ্চায়েত প্রধান সরোজ আগরওয়াল নিজের উদ্যোগে ড্রোন কিনে হেতারামকে বাড়িতে পেনশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সরোজ আগরওয়াল জানিয়েছেন অন্যান্য দেশে তিনি এভাবে ড্রোনে করে জিনিস পৌঁছে দেওয়ার উদ্যোগ দেখেছেন। আর সেখান থেকেই হেতারামের জন্য এই পরিষেবা চালু করার কথা ভেবেছিলেন তিনি। ড্রোন কেনা থেকে শুরু করে পেনশনের টাকা পাঠানো, সবটাই নিজের উদ্যোগে করেছেন এই পঞ্চায়ের প্রধান। এই কাজে কোনও সরকারি সাহায্য পাননি তিনি।
আরও পড়ুন- মিড ডে মিলে মাংস ভাত খেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি একাধিক পড়ুয়া