Viral Video: খোলা জানালাই ভরসা ! ভিড় ঠেলে কীভাবে ট্রেনে উঠলেন যাত্রীরা ? দেখুন ভিডিয়ো
Train Passenger: ভিড়ের চাপে ট্রেনে উঠতে না পেরে, জানালা দিয়েই ভিতরে ঢুকে পড়লেন যাত্রীরা। এমারজেন্সি এক্সিটের জানালাই হয়ে উঠল তাদের এমারজেন্সি এন্ট্রান্সের রাস্তা। উজ্জ্বয়িনী রেলস্টেশনের ভিডিয়ো দেখুন।
কলকাতা: ট্রেনের ভিড় কেমন হয় তা কলকাতার মানুষ অনেকেই দেখেছেন। তাছাড়া সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো এর আগেও দেখা গিয়েছিল যেখানে প্ল্যাটফর্মে ভিড়ের ঠেলায় কেউই প্রায় উঠতে পারছেন না ট্রেনে। আর এবার ভিড়ের চাপে ট্রেনে উঠতে না পেরে, জানালা দিয়েই ভিতরে ঢুকে পড়লেন যাত্রীরা। এমারজেন্সি এক্সিটের জানালা মুহূর্তের মধ্যে হয়ে গেল এমারজেন্সি এন্ট্রান্স (Emergency Entrance)! উজ্জ্বয়িনী রেলস্টেশনের এই ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল (Viral Video) হয়ে যায়। কী ঘটেছিল রেলস্টেশনে?
ভিডিয়োতে কী দেখা যাচ্ছে?
ইনস্টাগ্রাম এবং ট্যুইটারে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। দেখা যাচ্ছে, প্রবল ভিড়ের চাপ রেলস্টেশনে। একটা ট্রেন এসে দাঁড়াল প্ল্যাটফর্মে। আর সেই ট্রেনের ভিতরেও বেশ ভিড়। তবু যাত্রীদের তো যেতে হবে গন্তব্যে। অগত্যা শুরু হল ভিড় ঠেলাঠেলি। দরজা দিয়ে চেপে চেপে ভিতরে ঢোকার চেষ্টা। সেভাবেও অনেকে সুবিধে করে উঠতে পারলেন না। আর তারপরেই দেখা গেল এক মহিলা যাত্রী ট্রেনের এমারজেন্সি এক্সিটের জানালা দিয়ে টুক করে ভিতরে ঢুকে পড়লেন। তাঁকে দেখে আরও এক মহিলা যাত্রী কষ্ট করে ঢুকে পড়েন ট্রেনের ভিতরে। ভিড় তাতেও কিছু কমেনি। যাত্রীদের এই কাণ্ড দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ।
কী বলছে নেটিজেন ?
ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট হতেই অনেকে কমেন্ট করেন যে এভাবে জানালা দিয়ে ট্রেনে ঢোকা খুবই বিপজ্জনক। অনেকে কমেন্টে প্রশ্ন করেন যে কেন এত ভিড় হচ্ছে? এর উত্তরে কেউ কেউ জানান যে নতুন হিট অ্যান্ড রান আইনের বিরোধিতায় ট্রাকচালকদের প্রতিবাদ আর ধর্মঘটের কারণেই এই ভিড় জমায়েত। বাস না পেয়ে তাই শয়ে শয়ে তীর্থযাত্রী দাঁড়িয়েছিলেন এই ভিড়ের মধ্যে। ট্রেনের মাধ্যমেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। আবার এর সঙ্গে অটো এবং ট্যাক্সি চালকরাও ধর্মঘটে যোগ দেওয়ায় অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে।
এক্স হ্যান্ডলে এই ভিডিয়োর কমেন্টে অনেকে লেখেন, 'এই জানালাগুলিকে উইন্ডো না বলে বলা উচিত উইন্ডোরস'। আবার কেউ কমেন্ট করেন, 'এমারজেন্সি এক্সিট টার্নড এমারজেন্সি এন্ট্রান্স।' তবে ভিডিওটি কবেকার , সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
এদিকে, কিছুদিন আগেই বিহারের বঢ় রেলস্টেশনে এক পথচারীর মোবাইলে তোলা ভিডিয়োতে দেখা গিয়েছিল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেললাইনের নিচে পড়ে আছেন এক মহিলা আর তাঁর সামনে শক্ত করে ঢালের মত তিনি আড়াল করে রয়েছেন তাঁর দুই সন্তানকে। আর বীভৎসভাবে সেই মহিলার গায়ের প্রায় উপর দিয়েই ছুটে চলেছে ট্রেন। কোনওভাবে ট্রেনে উঠতে না পেরে যাত্রীদের ধাক্কায় দুই সন্তানকে নিয়ে রেললাইনের উপর পরে গিয়েছিলেন সেই মহিলা। আর তারপর সন্তানদের বাঁচাতে তাঁর দুর্মর প্রচেষ্টা দেখে সকলেই হতবাক।
আরও পড়ুন: Viral Video: ট্রেনের নিচে চাপা পরেও মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা ও ২ সন্তান! কীভাবে দেখুন