Viral Video: মাঝ-রাস্তায় তরোয়াল হাতে 'স্টান্ট' ! যুবককে ভয়ঙ্কর 'শাস্তি' দিল পুলিশ, ভাইরাল ভিডিও
Viral News: এক্স মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই ঘটনা লস এঞ্জেলসের। জানা গিয়েছে, গত ১৩ জুলাই এই ঘটনা ঘটেছে।

Viral Video: মাঝ-রাস্তায় এক শিখ ব্যক্তিকে গুলি করে মেরে ফেলেছে লস এঞ্জেলস পুলিশ। একটি ভিডিও শেয়ার করা হয়েছে লস এঞ্জেলস পুলিশ বিভাগের তরফে। সেখানে দেখা গিয়েছে, ওই শিখ ব্যক্তি মাঝ-রাস্তায় Gatka পারফর্ম করছিলেন। এই Gatka হল একটি ঐতহ্যবাহী শিখ মার্শাল আর্ট। জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম গুরপ্রীত সিং। বয়স ৩৬ বছরের আশপাশে। পুলিশ জানিয়েছে, লস এঞ্জেলসের ডাউনটাউনে Crypto.com Arena- র কাছে মাঝ-রাস্তায় একটি ধারাল অস্ত্র (machete) নিয়ে Gatka পারফর্ম করছিলেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি অস্ত্র নামাতে, নিজের কার্যকলাপ থামাতে রাজি হননি। উল্টে পুলিশদেরই আক্রমণ করতে গিয়েছিল। আর তাই তাঁকে গুলি করা হয়েছে। যে ধারাল অস্ত্র ওই শিখ ব্যক্তির হাতে ছিল, তা একটি khanda, বলে জানিয়েছে পুলিশ। এই khanda আসলে দু'দিকে ধার থাকা একটি তরোয়াল। দু'দিকে ধারাল এই তরোয়াল ব্যবহার করা হয় ভারতীয় মার্শাল আর্ট প্রদর্শনের সময়।
জানা গিয়েছে, গত ১৩ জুলাই এই ঘটনা ঘটেছে। সেদিন লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টে একাধিকবার ৯১১ নম্বরে ফোন এসেছিল। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল, এক ব্যক্তি ব্যস্ত রাস্তার মাঝে একটি ধারালো অস্ত্র পথচারীদের দিকে তাক করে ক্রমাগত ঘুরিয়ে চলেছে। কার্যত ওই ধারালো অস্ত্র নিয়ে Figueroa Street এবং Olympic Boulevard- এই দুই ব্যস্ত রাস্তার মাঝে ওই শিখ ব্যক্তি খেলা দেখানোর ছলে পারফর্ম করছিলেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মাঝ রাস্তাতেই গাড়ি দাঁড় করিয়ে ধারালো তরোয়াল জাতীয় অস্ত্রটি হাতে নিয়ে একনাগাড়ে পারফর্ম করে যাচ্ছিলেন। পুলিশ একাধিকবার তাঁকে হুঁশিয়ারি দেয় অস্ত্র ফেলে দেওয়ার জন্য। কিন্তু তা করেননি ওই শিখ ব্যক্তি। বরং একসময় নিজের জিভ কাটারও চেষ্টা করছিলেন ওই শিখ ব্যক্তি।
Los Angeles police shot dead Gurpreet Singh, 35, after he stopped his car in the middle of an intersection and allegedly swung a machete at people.
— THE SKIN DOCTOR (@theskindoctor13) August 29, 2025
Now compare this with India. Here, mobs can assault police, humiliate them into folding hands, circulate those images as “victory,”… pic.twitter.com/N2Hsyuif9V
পুলিশ জানিয়েছে, যখন তারা গুরপ্রীত সিংয়ের দিকে এগিয়ে গিয়েছিল, তখন প্রথমে সে একটা বোতল ছুঁড়েছিল পুলিশের দিকে। একইসঙ্গে এলাকা ছেড়ে পালানোর চেষ্টাও করেন ওই ব্যক্তি। গাড়ি নিয়ে পালাতে থাকেন গুরপ্রীত সিং। পুলিশ যখন তাঁকে ধাওয়া করছিল, তখন বেশ অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালচ্ছিলেন গুরপ্রীত। অন্য একটি পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় গুরপ্রীত সিংয়ের গাড়ির। এরপর আবার পুলিশের দিকে ধারালো অস্ত্রটি নিয়ে আক্রমণ করতে যাচ্ছিল গুরপ্রীত। সেই সময়েই তাঁকে গুলি করে পুলিশ। মৃত্যু হয় শিখ ব্যক্তিটির। পুলিশ জানিয়েছে, প্রায় ২ ফুট লম্বা একটি machete উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। প্রমাণ হিসেবে সেটা সংগ্রহ করেছে পুলিশ। আহত অবস্থায় গুরপ্রীতকে হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। তবে সেখানে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কোনও সাধারণ মানুষ কিংবা কোনও পুলিশ আধিকারিক আহত হননি।






















