Viral Video: আইসক্রিম, চিলি সস সহযোগে চাউমিন তৈরি! ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের
Offbeat Video: টিকটকের পর এই ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামেও। সেখানে প্রায় ৬.৪ মিলিয়ন ভিউ পেয়েছে এই ভিডিও, ১ লক্ষের ওপর লাইক মিলেছে। সেই সঙ্গে গুচ্ছ গুচ্ছ কমেন্ট তো বটেই।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া (Social Media) এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। সেখানে একাধিক আজব জিনিস দেখতে পাওয়াও নেহাত অবাক করা কিছুই নয়। এই সবের মধ্যে মনে গেঁথে যায় বোধ হয় খাবার নিয়ে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষাগুলোই (food experiments)। ঠিক যখন আপনি ভাববেন যে এর থেকে খারাপ কিছু হতে পারে না, তখনই নতুন কোনও এক্সপেরিমেন্টাল খাবার চলে আসবে আপনার নজরে। যেমন ধরুন, ডাল মাখানি আইসক্রিম রোল বা চকোলেট ম্যাগি বা মশলা জিলিপি, ইত্যাদি প্রভৃতি। এবার ভাইরাল নতুন খাবার, আইসক্রিম ও চিলি সস দিয়ে এক বিক্রেতাকে চাউমিন (noodles) তৈরি করতে দেখা গেল। ভাইরাল হল ভিডিও (viral video)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন খাবার
টিকটক হ্যান্ডল 'ফুডমেকার১৬৮' থেকে আন্দ্রে সারওনো প্রথম এই ভিডিওটি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'নুডল আইসক্রিম খুবই অনন্য...'।
ভিডিওয় দেখা যাচ্ছে একটা বড় কড়াইয়ে দুটো আইসক্রিম কোন দিয়ে দিলেন। গরম কড়াইয়ে সঙ্গে সঙ্গে তা গলে যায়। এরপর তাতে দিলেন সিদ্ধ চাউমিন, নুন, চিলি সস। এরপর সবকিছু একসঙ্গে ভাল করে মিশিয়ে রেঁধে নিলেন। সবশেষে একটা প্লেটে গোটাটা ঢেলে পরিবেশন করলেন, তৈরি ভ্যানিল ফ্লেভারের চাউমিন।
টিকটকের পর এই ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামেও। সেখানে প্রায় ৬.৪ মিলিয়ন ভিউ পেয়েছে এই ভিডিও, ১ লক্ষের ওপর লাইক মিলেছে। সেই সঙ্গে গুচ্ছ গুচ্ছ কমেন্ট তো বটেই।
View this post on Instagram
এক নেটিজেন লিখেছেন, 'এই রেসিপির জন্য নরকে একেবারে আলাদা ধরনের শাস্তি থাকা উচিত।' অপর একজন লেখেন, 'এটা দেখার পর মনে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছি।' অপর একজন লেখেন, 'আসলে এই রেসিপিটা কিন্তু ভালই, অনেকেই স্প্যাগেটি তৈরিতে ক্রিম বা দুধ ব্যবহার করেন, আইসক্রিম তো তারই কাছাকাছি এবং আইসক্রিম যেহেতু আমি তো চেষ্টা করবই এটা।' আরেকজন লেখেন, 'যদি এটা খাওয়ার কথা ভেবে থাকেন তাহলে আগে হাসপাতালে গিয়ে ইমার্জেন্সি বুকিং করে আসুন।' আবার একজন লেখেন, 'বাড়িতে ইঁদুর মারার বিষ তৈরির উপায়'।
আরও পড়ুন: Viral News: পাশ করেছে পড়ুয়া নাকি Passed Away? বিভ্রাটে ভাইরাল রিপোর্ট কার্ড
ভিডিও দেখে বাড়িতে তৈরির চেষ্টা করবেন কি না ভেবে দেখতে পারেন, কিন্তু একেবারেই নিজের দায়িত্বে।