Viral Post: 'ভগবান হ্যায় কঁহা রে তু?' গান লিখে পরীক্ষার খাতা ভরালেন পড়ুয়া, পাল্টা দিলেন শিক্ষকও
Viral Video: দেখা গিয়েছে, ছাত্রটি মাত্র তিনটে উত্তর লিখেছিল। এর মধ্যে দুটি ছিল হিন্দি গান। প্রথম প্রশ্নের উত্তরে পড়ুয়া লিখেছেন, 'গিভ মি সাম সানসাইন, গিভ মি সাম রেইন'
নয়া দিল্লি: পরীক্ষায়, উত্তরপত্র ফাঁকা রেখে সেখানে গান লিখে দেওয়া, এবং ভুল উত্তরগুলি প্রায়শই দেখা যায়। এবার তেমনই একটি ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রের উত্তরপত্রের একটি সাম্প্রতিক ভিডিও ভাইরাল হয়েছে কারণ ছাত্রটি বিষয়ের প্রশ্নের উত্তরে হাস্যকর উত্তর লিখেছিল।
দেখা গিয়েছে, ছাত্রটি মাত্র তিনটে উত্তর লিখেছিল। এর মধ্যে দুটি ছিল হিন্দি গান। প্রথম প্রশ্নের উত্তরে পড়ুয়া লিখেছেন, 'গিভ মি সাম সানসাইন, গিভ মি সাম রেইন', থ্রি ইডিয়েটস এর এই গানটি খাতায় লিখে দেন পড়ুয়া।
View this post on Instagram
আরও পড়ুন, 'ব্যাঙ্কের ভুলে' বিড়ি বিক্রেতার অ্যাকাউন্টে এল ১ লক্ষ! তাঁকেই এবার গ্রেফতার করল পুলিশ
এই ভাইরাল উত্তরপত্র দেখে হেসে মজেছেন নেটপাড়া। তবে উত্তরপত্রে কেবল পড়ুয়া নয়, শিক্ষকের মন্তব্যও হাসির উদ্রেক ঘটিয়েছে। এমন উত্তর দেখে প্রথমে গোল্লা বসিয়েছেন তিনি। এরপর লিখেছেন, অত্যন্ত ভাল। কিন্তু এসব করে কোনও লাভ নেই। গান না লিখে সঠিক উত্তরটি লেখ।'
পরীক্ষার খাতার মতো সম্প্রতি ভাইরাল হয়েছিল একটি প্রেম পত্র। ১০ টাকার নোটে প্রেমিকাকে চিঠি লিখে অদ্ভুত দাবি করেছেন এক পাত্রী। বাড়ি থেকে ঠিক করে দেওয়া পাত্রকে বিয়ে করতে মোটেও রাজি নন তিনি। তাই প্রেমিককে চিঠি লিখে বিয়ে বাড়ি থেকে তাঁকে উঠিয়ে নিয়ে পালাতে আর্জি করেছেন ওই পাত্রী। ছবি থেকে দেখা গিয়েছে যে, ১০ টাকার নোটে বয়ফ্রেন্ড বিশালকে চিঠি লিখেছেন কনে। সেখানে বলা হয়েছে, "বিশাল আমার বিয়ে ২৬ এপ্রিল। আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে পালাও। আমি তোমাকে ভালবাসি। তোমার কুসুম।"
যদিও নেটিজেনদের মন্তব্য এই ছবি হয়তো ইচ্ছে করেই কেউ তৈরি করেছে। এই ছবি বা ভাইরাল খবরের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে এই ছবি নিয়ে মজা করতে ছাড়েনি ট্যুইটার ইউজাররা। এক ইউজার লিখেছে, টুইটার তোমার পাওয়ার সবাইকে দেখাও। কুসুমের এই বার্তা ২৬ এপ্রিলের আগে বিশালকে পৌঁছে দিতে হবে। দুই প্রেমিককে এক করতে হবে। সবাই শেয়ার করো।