Viral Video: আকাশে উড়ছে জ্বলন্ত বিমান! দৃশ্য দেখে ভয়ে কাঁটা
Plane Catches Fire: আগুন লেগেছে বিমানে। কোনওমতে উড়ছে সেটি। মাঝ আকাশে উড়ন্ত বিমানের ভিডিও ভাইরাল। কোথায় ঘটেছে এমন ঘটনা?
কলকাতা: হঠাৎ দেখলে মনে হবে যেন কোনও ক্ষেপণাস্ত্র। দ্রুতগতিতে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছে-- আর লেজের পিছনে জ্বলছে আগুন। কিন্তু কিছুক্ষণ দেখেই চমকে উঠতে হয়। কারণ ওই কোনও বিমান নয়, আস্ত একটি উড়োজাহাজ। সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি ভিডিও (Viral Video) ভাইরাল হয়েছে শুক্রবার।
বিভিন্ন সূত্রের খবর, ঘটনাটি আমেরিকার। একটি পণ্যবাহী উড়োজাহাজে (Cargo Plane) আগুন জ্বলে (Plane Catches Fire) উঠেছিল। ওড়ার পরপরই বিমানে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনা এড়াতে অ্যাটলাম এয়ার বোয়িং ৭৪৭-৮ কার্গো বিমানটিকে আপৎকালীন অবতরণ করানো হয় মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে (miami international airport)।
সূত্রের খবর, বিমান সংস্থার তরফে জানানো হয়েছে বিমানকর্মীরা সব পদক্ষেপ সুষ্ঠুভাবে মেনে চলে বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে। রয়টার্স সূত্রের খবর, আমেরিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
Flightware এর তথ্য় অনুযায়ী যে বিমান এই দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি Boeing 747-8। এই ধরনের বিমান চারটি জেনারেল ইলেকট্রিক GEnx ইঞ্জিনে চলে। সূত্রের খবর, এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা নেই।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটির একটি ডানা থেকে ক্রমাগত আগুনের শিখা বেরোচ্ছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ।
💥#BREAKING: Atlas Air Boeing 747-8 catches fire with sparks shooting out during mid flight.#Miami | #Florida #boeing7478 #atlasair pic.twitter.com/3IO5xFvMr6
— Noorie (@Im_Noorie) January 19, 2024
JUST IN: Engine Failure On Boeing 747 Flight Departing Miami pic.twitter.com/g7F8LP4K7H
— Lucky Burglar 🇺🇸 🏴☠️ (@lucky_burglar) January 19, 2024
এর আগে ৫ জানুয়ারি, পোর্টল্যান্ড, ওরেগন থেকে উড়ানের পরপরই আলাস্কা এয়ারলাইন্সের বিমানের একটি অংশ ভেঙে যায়।
সম্প্রতি জাপানে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। যেখানে ফ্লাইটের একটি বোয়িং 737 বিমানের ককপিটের জানালায় একটি ফাটল দেখা গিয়েছিল। তার ফলে বিমানটিকে বিমানবন্দরে ফিরতে হয়। প্রতিবেদনে বলা হয়েছিল, ক্রু ছাড়াও বিমানটিতে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। যতদিও কেউ হতাহত হননি সেইবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চাঁদে জাপান! কিন্তু ভারতের সাফল্য ছুঁল কী? এখনও ধোঁয়াশা