Viral Video: চলন্ত ট্রেনে বৃদ্ধার গলার চেন ছিনতাইয়ের চেষ্টা যুবকের, দেখুন কী হল তারপর !
Viral Video: ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে একজন যুবক ট্রেনের গেটের পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধার গলার চেন টেনে ছিনিয়ে (chain snatching) নেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত সেই চেষ্টাতে সফলও হয় সে।
ট্রেনের মধ্যে চুরি-ছিনতাইয়ের (theft) ঘটনা ক্রমশই বেড়ে চলেছে ভারতে (India)। যার মধ্যে বেশ কয়েকটি ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই রকমেই একটি ঘটনার ভিডিও ধরা পড়েছে একটি চলন্ত ট্রেনের (moving train) গেটের ধারে থাকা সিসি ক্যামেরায় (CCTV footage)। যাতে দেখা যাচ্ছে, একজন যুবক ট্রেনের গেটের পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধার গলার চেন টেনে ছিনিয়ে (chain snatching) নেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত সেই চেষ্টাতে সফলও হয় সে। কিন্তু তারপরই ঘটে যায় বিপত্তি। গলার চেন ছিনতাই করতে গিয়ে সে যে চলন্ত ট্রেনের গেটের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তা মনে হয় মাথাতেই ছিল না। যার ফল মেলে হাতে-নাতে। চেনের চক্করে ট্রেন থেকেই পড়ে যায় ওই যুবক।
*While traveling in a train be careful* pic.twitter.com/6EDtRiEhXS
— Narayanan R (@rnsaai) March 26, 2024
সিসিটিভি ফুটেজটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে একজন লিখেছেন, "যখন ট্রেনে ভ্রমণ করবেন তখন সতর্ক থাকুন।" যারপরই এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন করেছেন, "ওই চোরটি আদতে কী করার চেষ্টা করছিল?" কেউ আবার লিখেছেন, "হাতে-নাতে ফল বা সঙ্গে সঙ্গে বিচার (instant justice)।"
*While traveling in a train be careful* pic.twitter.com/6EDtRiEhXS
— Narayanan R (@rnsaai) March 26, 2024
একজন লিখেছেন, "আমার মনে হয় ও দরজা বন্ধ হয়ে পড়ে গেছে।" অন্য একজন আবার প্রশ্ন করেছেন, "ও কী করছিল?"
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরে এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি বার সেটি দেখা হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত কোন ট্রেনে বা কোথায় ঘটনাটি ঘটেছে সেসম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Viral Video: গলায় ঝোলানো কিউআর কোড, অভিনব কায়দায় ভিক্ষা করতে দেখে তোলপাড় সমাজমাধ্যম