'সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম'- বিষয়: নবম শ্রেণির গণিত এবং দ্বাদশ শ্রেণির কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন
গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
কলকাতা: লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’ আয়োজন করেছে শিক্ষা দফতর। পড়ুয়ামহলে তা জনপ্রিয় হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে।
‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’-এ শুক্রবারের বিষয় ছিল মাধ্যমিকের গণিত ও দ্বাদশ শ্রেণি বাণিজ্য শাখার কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। আগামীকাল গণিতে নবম শ্রেণির - স্থানাঙ্ক জ্যামিতি: দূরত্ব নির্ণয়, দশম শ্রেণির - চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এবং দ্বাদশ শ্রেণির - কস্ট অফ মেটিরিয়ালস: প্রিপারেশন অফ স্টোরস লেজার অ্যাকাউন্ট, কম্পুটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি নিয়ে আলোচনা করবেন শিক্ষকরা।
এবিপি আনন্দের তরফে জানানো হচ্ছে, এই ক্লাসরুম নিয়ে গোটা রাজ্যের পড়ুয়াদের সাড়া পাওয়ার পর আমরা বাংলার শিক্ষা ক্লাসরুমের সংখ্যা বাড়িয়েছি। আগামী সোমবার থেকে সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৪টে দু’খানা ক্লাস হবে।
এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর থাকছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা, নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে।
হোয়াটসঅ্যাপ নম্বরটি হল - ৯৭৪৮২১৭২০১ ইমেল আইডি - bsclassroom2020@gmail.com
বাংলার শিক্ষা ক্লাসরুম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পড়ুয়ারা এগিয়ে থাকবে। স্কুল খুললে শিক্ষককে দেখাবে। এটা সামগ্রিক প্রচেষ্টা। ঐক্যবদ্ধ অ্যাকটিভিটি। লকডাউনের মধ্যে পড়ুয়াদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়া, সকলেই।
এবিপি আনন্দে আগামীকালের দুপুর ৩টেয় বাংলার শিক্ষা সরাসরি ক্লাসরুমে আগামীকালের বিষয় বাংলা। নবম শ্রেণির বিষয় ‘দাম’। দশম শ্রেণির বিষয়- ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’। আর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ‘কে বাঁচায় কে বাঁচে’, এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন শিক্ষকেরা।
পাশাপাশি আইসিএসই এবং আইএসসি পড়ুয়াদের জন্য ক্লাসরুম থাকছে আগামীকাল ও রবিবার বেলা ১২টায়। আগামীকাল ক্লাস টুয়েলভের জন্য পড়ানো হবে ম্যাথু আর্নল্ডের কবিতা ডোভার বিচ। রবিবার ক্লাস টেনের জন্য থাকছে ফ্রেন্ডলি লেটার রাইটিং, নোটিস রাইটিং এবং প্রেসি রাইটিং।