এক্সপ্লোর
Kumbha Trigrahi Yog : কুম্ভে হাতে হাত বুধ, শনি, সূর্যের, ত্রিগ্রহী যোগে শিকে ছিঁড়বে কোন কোন রাশির ভাগ্যে?
Astrology : বুধ, সূর্য এবং শনি ত্রিগ্রহের সম্মেলন হয়েছে কুম্ভ রাশিতে। এর প্রভাব পড়বে সব রাশির উপরই।
ত্রিগ্রহী যোগে কোন কোন রাশির সম্মেলন?
1/13

একই রাশিতে তিন গ্রহের অবস্থানকে ত্রিগ্রহী যোগ বলা হয়। বর্তমানে কুম্ভ রাশিতে তিনটি গ্রহ একসঙ্গে রয়েছে। বুধ, সূর্য এবং শনি ত্রিগ্রহের সম্মেলন হয়েছে সেখানে। এর প্রভাব পড়বে সব রাশির উপরই। বিশেষত মেষ, তুলা, মকর এবং কুম্ভ সহ ১২টি রাশির প্রত্যেকটির উপরই কিছু না কিছু সুপ্রভাব আছে।
2/13

মেষ: রাশি মেষ হলে, অনেকদিন ধরে পড়ে থাকা কাজ সম্পন্ন হবে। কিছু শুভ ফলাফল পেতে পারেন। বিতর্কিত বিষয়ে জয় আপনার হতে পারে। দীর্ঘদিন ধরে চলা কোনও বিরোধের অবসান হতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে।
Published at : 17 Feb 2025 03:00 PM (IST)
আরও দেখুন






















