এক্সপ্লোর
Daily astrology: আজকের রাশিফল- বড় কোম্পানিতে প্লেসমেন্টের সম্ভাবনা কার, মন অশান্ত থাকবে কোন রাশির
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/09/5787d21150afb3d8ab8e4c66ba050959_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
horoscope
1/12
![মেষ-প্রগতির পথে এগোতে মেলামেশার পরিধি বাড়ান। সঙ্গীতে যাঁদের রুচি রয়েছে, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। অফিসে অহঙ্কার নিয়ে কারুর সঙ্গে কথাবার্তা বলবেন না। ব্যবহার সংযমিত ও মৃদু রাখা দরকার।তরুণ ও পড়ুয়াদের জন্য দিনটি ভালো যাবে। রক্তচাপজনিত সমস্যা থাকলে তা বৃদ্ধির আশঙ্কা। এজন্য চিকিৎসকের সঙ্গে সম্পর্ক করে সমস্যার সমাধান করা দরকার। যোগাযোগের অভাব আপনজনদের সঙ্গে সম্পর্কে দূরত্ব নিয়ে আসতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/1e4253b80599460be637186648036ba684eb0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেষ-প্রগতির পথে এগোতে মেলামেশার পরিধি বাড়ান। সঙ্গীতে যাঁদের রুচি রয়েছে, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। অফিসে অহঙ্কার নিয়ে কারুর সঙ্গে কথাবার্তা বলবেন না। ব্যবহার সংযমিত ও মৃদু রাখা দরকার।তরুণ ও পড়ুয়াদের জন্য দিনটি ভালো যাবে। রক্তচাপজনিত সমস্যা থাকলে তা বৃদ্ধির আশঙ্কা। এজন্য চিকিৎসকের সঙ্গে সম্পর্ক করে সমস্যার সমাধান করা দরকার। যোগাযোগের অভাব আপনজনদের সঙ্গে সম্পর্কে দূরত্ব নিয়ে আসতে পারে।
2/12
![বৃষ-আজ আলস্য থেকে দূরে থেকে হাতেরা কাজ শেষ করার চেষ্টা করা দরকার। কলাক্ষেত্রের সঙ্গে জড়িতদের নয়া সুযোগ আসতে পারে। অফিসের কাজে কোনও গাফিলতি নেই। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। বাবার প্রয়োজনের দিকে খেয়াল রাখুন। কারুর অসুস্থতার কথা জানলে অবশ্যই খোঁজখবর নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/4ecb65362098e95b3dccc841ac57cc0b1e77a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃষ-আজ আলস্য থেকে দূরে থেকে হাতেরা কাজ শেষ করার চেষ্টা করা দরকার। কলাক্ষেত্রের সঙ্গে জড়িতদের নয়া সুযোগ আসতে পারে। অফিসের কাজে কোনও গাফিলতি নেই। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। বাবার প্রয়োজনের দিকে খেয়াল রাখুন। কারুর অসুস্থতার কথা জানলে অবশ্যই খোঁজখবর নিন।
3/12
![মিথুন-আজ ভাগ্য পুরোপুরি সঙ্গে থাকতে পারে। কাজে বাধা কাটিয়ে সাফল্যের সম্ভাবনা। প্রয়োজন অনুসারে দরিদ্রদের সাহায্য করা উচিত। অফিসে কাজের ক্ষেত্রে নয়া টেকনিক কাজে আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে মাথাব্যাথা ও চোখে জ্বালা করার সমস্যা থাকতে পারে। পরিবারে সুখপ্রদ আবহ থাকতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/84d3231e6d5b3a759a46cd16ab5aced543b6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মিথুন-আজ ভাগ্য পুরোপুরি সঙ্গে থাকতে পারে। কাজে বাধা কাটিয়ে সাফল্যের সম্ভাবনা। প্রয়োজন অনুসারে দরিদ্রদের সাহায্য করা উচিত। অফিসে কাজের ক্ষেত্রে নয়া টেকনিক কাজে আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে মাথাব্যাথা ও চোখে জ্বালা করার সমস্যা থাকতে পারে। পরিবারে সুখপ্রদ আবহ থাকতে পারে।
4/12
![কর্কট- গোপন কথা কাউকে শেয়ার করবেন না। অন্যের বহিরাবরণ দেখে মন প্রভাবিত হতে পারে। এমনটা কিন্তু এড়িয়ে চলাই ভালো। যাঁরা কেরিয়ার গড়তে চাইছেন, তাঁদের আজ কাজে দ্রুততা দেখাতে হবে। চাকরি বদল করতে চাইলে সিনিয়রদের পরামর্শ অবশ্যই নিন। হাই বিপি সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে। বিয়ের কোনও সম্বন্ধ এলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/70b8f71726979370b8bac50e1f57ef4dcc995.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্কট- গোপন কথা কাউকে শেয়ার করবেন না। অন্যের বহিরাবরণ দেখে মন প্রভাবিত হতে পারে। এমনটা কিন্তু এড়িয়ে চলাই ভালো। যাঁরা কেরিয়ার গড়তে চাইছেন, তাঁদের আজ কাজে দ্রুততা দেখাতে হবে। চাকরি বদল করতে চাইলে সিনিয়রদের পরামর্শ অবশ্যই নিন। হাই বিপি সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে। বিয়ের কোনও সম্বন্ধ এলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
5/12
![সিংহ- আজ কঠিন কাজ উৎসাহ সরকারে করুন। অফিসের কাজে অভিজ্ঞতার সম্পূর্ণ ব্যবহার করুন। কিন্তু কাজে কোনও গাফিলতি যেন না হয়। আগে থেকে আঘাত লাগলে ওই স্থানে ফের আঘাত লাগার আশঙ্কা। সেজন্য সতর্ক থাকুন। পুরানো রোগও সমস্যায় ফেলতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/f8221d8061519e593c34432dfa67189c8f122.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিংহ- আজ কঠিন কাজ উৎসাহ সরকারে করুন। অফিসের কাজে অভিজ্ঞতার সম্পূর্ণ ব্যবহার করুন। কিন্তু কাজে কোনও গাফিলতি যেন না হয়। আগে থেকে আঘাত লাগলে ওই স্থানে ফের আঘাত লাগার আশঙ্কা। সেজন্য সতর্ক থাকুন। পুরানো রোগও সমস্যায় ফেলতে পারে।
6/12
![কন্যা- অজ্ঞাত কারুর কথায় খুব বেশি প্রভাবিত হবেন না। বর্তমান সময়ে বড়দের আশীর্বাদ আরোগ্যতা ও সুখ-সমৃদ্ধি বাড়াবে। গবেষণার সঙ্গে যুক্তদের ভালো সময়। গ্রহের পরিস্থিতি ইতিবাচক, তরুণরা উচ্চশিক্ষা নিয়ে গুরুত্ব দিন। খাওয়া-দাওয়ায় সংযম বজায় রাখুন, বেশি খেলে ডিহাইড্রেশনজনিত সমস্যা ভোগাতে পারে। পরিবারে দায়িত্ব বাড়বে। তা পালন করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/e535ef6720b31a6aff9cfcda133bb4e0fff2d.png?impolicy=abp_cdn&imwidth=720)
কন্যা- অজ্ঞাত কারুর কথায় খুব বেশি প্রভাবিত হবেন না। বর্তমান সময়ে বড়দের আশীর্বাদ আরোগ্যতা ও সুখ-সমৃদ্ধি বাড়াবে। গবেষণার সঙ্গে যুক্তদের ভালো সময়। গ্রহের পরিস্থিতি ইতিবাচক, তরুণরা উচ্চশিক্ষা নিয়ে গুরুত্ব দিন। খাওয়া-দাওয়ায় সংযম বজায় রাখুন, বেশি খেলে ডিহাইড্রেশনজনিত সমস্যা ভোগাতে পারে। পরিবারে দায়িত্ব বাড়বে। তা পালন করুন।
7/12
![তুলা- আজ আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। সেইসঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। অফিসের কাজের চাপ খুব বেশি থাকবে না। কিন্তু দায়িত্ব পালনে গাফিলতি করা যাবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটে জ্বলন, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। এজন্য তেল-ঝালমশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন। সন্তানের ভবিষ্যতের জন্য পরিকল্পনার উপযুক্ত সময়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/7a8256549c5a602ffc1440b63775c8d1e9b64.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তুলা- আজ আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। সেইসঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। অফিসের কাজের চাপ খুব বেশি থাকবে না। কিন্তু দায়িত্ব পালনে গাফিলতি করা যাবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটে জ্বলন, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। এজন্য তেল-ঝালমশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন। সন্তানের ভবিষ্যতের জন্য পরিকল্পনার উপযুক্ত সময়।
8/12
![বৃশ্চিক-আজ ঋণশোধের উচিত সুযোগ মিলতে পারে। সম্ভব হলে ছোটখাটো ঋণ শোধ করার চেষ্টা করুন। নিজের সম্পর্কে কোনও নেতিবাচক ভাবনাচিন্তা এড়িয়ে চলুন। পড়ুয়ারা লেখার অভ্যেস রাখলে পড়া মনে রাখার ক্ষেত্রে সুবিধা। স্বাস্থ্যের ক্ষেত্রে ওজন বৃদ্ধিতে সমস্যা। দীর্ঘ সময় ধরে চলে আসা সম্পর্কে টানাপোড়েনের অবসান হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/aedecb32fe8aeec057dd05902661cd2f9f0a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃশ্চিক-আজ ঋণশোধের উচিত সুযোগ মিলতে পারে। সম্ভব হলে ছোটখাটো ঋণ শোধ করার চেষ্টা করুন। নিজের সম্পর্কে কোনও নেতিবাচক ভাবনাচিন্তা এড়িয়ে চলুন। পড়ুয়ারা লেখার অভ্যেস রাখলে পড়া মনে রাখার ক্ষেত্রে সুবিধা। স্বাস্থ্যের ক্ষেত্রে ওজন বৃদ্ধিতে সমস্যা। দীর্ঘ সময় ধরে চলে আসা সম্পর্কে টানাপোড়েনের অবসান হতে পারে।
9/12
![ধনু- আজ ব্যর্থ চিন্তা ও আর্থিক পরিস্থিতি দুর্বল হওয়ার ভয়ে মন অশান্ত থাকতে পারে। মানসিক অস্থিরতার কারণে মনের ওপর চাপ বাড়তে দেবেন না। কারণ, এতে স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। ইতিবাচক মনোভাবে পরিস্থিতির বদল ঘটতে পারে। লেনদেনে ধার দেওয়ার ক্ষেত্রে সমঝদারি দেখাতে হবে। কাজে মনোনিবেশ বাড়ালে পেশার ক্ষেত্রে নয়া উৎস মেলার ইঙ্গিত। তরুণদের উচ্চশিক্ষায় ব্যাঘাতের আশঙ্কা। ধৈর্য্য রেখে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মহিলাদের হরমোনজনিত সমস্যা ভোগাতে পারে। পরিবারে মায়ের বিশেষ স্নেহ মিলতে পারে ও পরিজনদের সঙ্গে সময় কাটালে ভালো হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/eeab4bcb747e588d0b8abe4d085cbcf90d946.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনু- আজ ব্যর্থ চিন্তা ও আর্থিক পরিস্থিতি দুর্বল হওয়ার ভয়ে মন অশান্ত থাকতে পারে। মানসিক অস্থিরতার কারণে মনের ওপর চাপ বাড়তে দেবেন না। কারণ, এতে স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। ইতিবাচক মনোভাবে পরিস্থিতির বদল ঘটতে পারে। লেনদেনে ধার দেওয়ার ক্ষেত্রে সমঝদারি দেখাতে হবে। কাজে মনোনিবেশ বাড়ালে পেশার ক্ষেত্রে নয়া উৎস মেলার ইঙ্গিত। তরুণদের উচ্চশিক্ষায় ব্যাঘাতের আশঙ্কা। ধৈর্য্য রেখে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মহিলাদের হরমোনজনিত সমস্যা ভোগাতে পারে। পরিবারে মায়ের বিশেষ স্নেহ মিলতে পারে ও পরিজনদের সঙ্গে সময় কাটালে ভালো হবে।
10/12
![মকর- আজ ইতিবাচক চিন্তাভাবনা ও উৎসাহের সঙ্গে এগোতে হবে। অফিসের কাজে সতর্ক থাকুন। ব্যবসা কিছুটা ঢিমে হতে পারে। কোথাও যাত্রা করতে হলে নিরাপত্তা সংক্রান্ত দিকটি আগে সম্পূর্ণ করে রাখুন। তরুণ ও পড়ুয়াদের দিন স্বাভাবিক থাকবে। কিন্তু পরিশ্রমে খামতি দেওয়া চলবে না। জীবনসঙ্গীর চিন্তাভাবনাকে গুরুত্ব দিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/3e7999d121dbadd68eea6e7db24101b57798f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মকর- আজ ইতিবাচক চিন্তাভাবনা ও উৎসাহের সঙ্গে এগোতে হবে। অফিসের কাজে সতর্ক থাকুন। ব্যবসা কিছুটা ঢিমে হতে পারে। কোথাও যাত্রা করতে হলে নিরাপত্তা সংক্রান্ত দিকটি আগে সম্পূর্ণ করে রাখুন। তরুণ ও পড়ুয়াদের দিন স্বাভাবিক থাকবে। কিন্তু পরিশ্রমে খামতি দেওয়া চলবে না। জীবনসঙ্গীর চিন্তাভাবনাকে গুরুত্ব দিন।
11/12
![কুম্ভ- আজ ব্যবহারে রুক্ষ্মতা যেন না থাকে। এতে পরিজনদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। অনলাইনে কাজ করলে আলস্য ছেড়ে কাজে মনোনিবেশ করতে হবে। ডেটার নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন। তরুণ ও পড়ুয়ারা পরিশ্রম বজায় রেখেই এগোতে হবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। সর্দি-কাশি ভোগাতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/e8f8944063f7b1d4746f3b70d57673b93a14a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কুম্ভ- আজ ব্যবহারে রুক্ষ্মতা যেন না থাকে। এতে পরিজনদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। অনলাইনে কাজ করলে আলস্য ছেড়ে কাজে মনোনিবেশ করতে হবে। ডেটার নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন। তরুণ ও পড়ুয়ারা পরিশ্রম বজায় রেখেই এগোতে হবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। সর্দি-কাশি ভোগাতে পারে।
12/12
![মীন- আজ কাজের গুণমান আপনার মনে প্রসন্নতা এনে দিতে পারে। নিজেকে প্রমাণ করতে কাউকে মিথ্যে কথা বলা উচিত নয়। আর্থিক পরিস্থিতিতে উন্নতির যোগ।ব্যবসা ও চাকরিতে লাভের সম্ভাবনা। তরুণদের কেরিয়ারে গুরুত্ব দিতে হবে। বড় কোম্পানিতে প্লেসমেন্টের সম্ভাবনা। পড়ুয়ারা কঠিন বিষয়ে নজর দিন। স্বাস্থ্যজনিত পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়িতে মঙ্গলময় অনুষ্ঠানের আয়োজন হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/02be175b52b1ac28b7d25dc044cefbfff24de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মীন- আজ কাজের গুণমান আপনার মনে প্রসন্নতা এনে দিতে পারে। নিজেকে প্রমাণ করতে কাউকে মিথ্যে কথা বলা উচিত নয়। আর্থিক পরিস্থিতিতে উন্নতির যোগ।ব্যবসা ও চাকরিতে লাভের সম্ভাবনা। তরুণদের কেরিয়ারে গুরুত্ব দিতে হবে। বড় কোম্পানিতে প্লেসমেন্টের সম্ভাবনা। পড়ুয়ারা কঠিন বিষয়ে নজর দিন। স্বাস্থ্যজনিত পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়িতে মঙ্গলময় অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
Published at : 14 Mar 2022 07:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)