এক্সপ্লোর
Daily astrology: আজকের রাশিফল- বড় কোম্পানিতে প্লেসমেন্টের সম্ভাবনা কার, মন অশান্ত থাকবে কোন রাশির
horoscope
1/12

মেষ-প্রগতির পথে এগোতে মেলামেশার পরিধি বাড়ান। সঙ্গীতে যাঁদের রুচি রয়েছে, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। অফিসে অহঙ্কার নিয়ে কারুর সঙ্গে কথাবার্তা বলবেন না। ব্যবহার সংযমিত ও মৃদু রাখা দরকার।তরুণ ও পড়ুয়াদের জন্য দিনটি ভালো যাবে। রক্তচাপজনিত সমস্যা থাকলে তা বৃদ্ধির আশঙ্কা। এজন্য চিকিৎসকের সঙ্গে সম্পর্ক করে সমস্যার সমাধান করা দরকার। যোগাযোগের অভাব আপনজনদের সঙ্গে সম্পর্কে দূরত্ব নিয়ে আসতে পারে।
2/12

বৃষ-আজ আলস্য থেকে দূরে থেকে হাতেরা কাজ শেষ করার চেষ্টা করা দরকার। কলাক্ষেত্রের সঙ্গে জড়িতদের নয়া সুযোগ আসতে পারে। অফিসের কাজে কোনও গাফিলতি নেই। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। বাবার প্রয়োজনের দিকে খেয়াল রাখুন। কারুর অসুস্থতার কথা জানলে অবশ্যই খোঁজখবর নিন।
Published at : 14 Mar 2022 07:35 AM (IST)
আরও দেখুন






















