এক্সপ্লোর
Daily Horoscope: কেমন কাটবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন
Daily Astrology: কেমন কাটবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন
![Daily Astrology: কেমন কাটবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/836b54edc520affaf88334f4d74085f0167513018750851_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/12
![মেষ- বিনোদনে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। বাড়িতে খুশির পরিবেশ বজায় থাকবে। তাতে চিন্তামুক্তি হবে। প্রেমের জীবন সুখকর হবে। আত্মীয়দের সহযোগিতা পাবেন। নিজের জন্য সময় বের করুন। বৈবাহিক জীবন সুখের হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/fead50a264026c5987e0de4e41db5c09463d5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মেষ- বিনোদনে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। বাড়িতে খুশির পরিবেশ বজায় থাকবে। তাতে চিন্তামুক্তি হবে। প্রেমের জীবন সুখকর হবে। আত্মীয়দের সহযোগিতা পাবেন। নিজের জন্য সময় বের করুন। বৈবাহিক জীবন সুখের হবে।
2/12
![বৃষ- স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ। অযাচিত ব্যয়ের ফলে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। সম্পর্কের বন্ধন দৃঢ় করার আদর্শ দিন। নতুন কোনও কিছু শুরুর উদ্যোগ নিতে পারেন। দিনের শুরুটা খুব ভাল না হলেও, সারাদিন বিভিন্ন কাজে ভাল ফল পেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/e05ce2978fbf03bd42803de20a402528cc621.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃষ- স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ। অযাচিত ব্যয়ের ফলে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। সম্পর্কের বন্ধন দৃঢ় করার আদর্শ দিন। নতুন কোনও কিছু শুরুর উদ্যোগ নিতে পারেন। দিনের শুরুটা খুব ভাল না হলেও, সারাদিন বিভিন্ন কাজে ভাল ফল পেতে পারেন।
3/12
![মিথুন- দ্রুত মেজাজ হারানোর ফলে সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত ব্যয়ে রাশ। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। কাজের সূত্রে বিদেশে যোগাযোগ বাড়বে। মোবাইল ফোন ব্যবহার কমানো প্রয়োজন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/d306ae52d3074475df2c81d683994f5486045.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মিথুন- দ্রুত মেজাজ হারানোর ফলে সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত ব্যয়ে রাশ। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। কাজের সূত্রে বিদেশে যোগাযোগ বাড়বে। মোবাইল ফোন ব্যবহার কমানো প্রয়োজন।
4/12
![কর্কট- সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। এরকম পরিস্থিতিতে শান্ত থাকা প্রয়োজন। এনার্জি বজায় রাখতে বিশ্রাম নিন। জমি সংক্রান্ত বিবাদ মিটতে পারে। কারোর জীবনে আপনি মুশকিল আসান হতে পারেন। নতুন যোগাযোগ কেরিয়ারে দিশা দেখাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/f99ec58de00cdebf4ad045bfe3b178791aa25.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্কট- সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। এরকম পরিস্থিতিতে শান্ত থাকা প্রয়োজন। এনার্জি বজায় রাখতে বিশ্রাম নিন। জমি সংক্রান্ত বিবাদ মিটতে পারে। কারোর জীবনে আপনি মুশকিল আসান হতে পারেন। নতুন যোগাযোগ কেরিয়ারে দিশা দেখাবে।
5/12
![সিংহ- আজ কোনও ভাল খবর পেতে পারেন। পরিবারের বড় কারোর সঙ্গে কথা বললে মন ভাল থাকতে পারে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর্থিক কারণে চাপ বাড়বে। সঙ্গীর সঙ্গে বন্ধন দৃঢ় হবে। কোনও বিষয়ে কথা বলার আগে উল্টো দিকের মানুষের কথা শুনুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/8f4fcad91357d8d8903f487ecb2aff0b957a9.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সিংহ- আজ কোনও ভাল খবর পেতে পারেন। পরিবারের বড় কারোর সঙ্গে কথা বললে মন ভাল থাকতে পারে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর্থিক কারণে চাপ বাড়বে। সঙ্গীর সঙ্গে বন্ধন দৃঢ় হবে। কোনও বিষয়ে কথা বলার আগে উল্টো দিকের মানুষের কথা শুনুন।
6/12
![কন্যা- আজ আত্মবিশ্বাস বজায় থাকবে। ইতিবাচক মনোভাবের জেরে দিন ভাল কাটবে। বন্ধুদের জন্য বেশি টাকা খরচের কারণে আর্থিক সমস্যা বাড়তে পারে। ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ। গল্পের বই বা ম্যাগাজিন পড়ে দিন কাটবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/9863e809f2b30c3526a95f8cf92f19bd7f455.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কন্যা- আজ আত্মবিশ্বাস বজায় থাকবে। ইতিবাচক মনোভাবের জেরে দিন ভাল কাটবে। বন্ধুদের জন্য বেশি টাকা খরচের কারণে আর্থিক সমস্যা বাড়তে পারে। ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ। গল্পের বই বা ম্যাগাজিন পড়ে দিন কাটবে।
7/12
![তুলা- হাসির মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। কোনও আত্মীয়র আগমনে আজ আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ব্যক্তিগত কোনও বিষয়ে কারোর সঙ্গে শেয়ার করবেন না। ব্যবসার নতুন সুযোগ আসতে পারে। কাজের চাপ কাটিয়ে সঙ্গীকে সময় দেওয়ার সুযোগ আসবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/2cd91459290fae99b3cc9847e8f7d2add8c5f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তুলা- হাসির মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। কোনও আত্মীয়র আগমনে আজ আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ব্যক্তিগত কোনও বিষয়ে কারোর সঙ্গে শেয়ার করবেন না। ব্যবসার নতুন সুযোগ আসতে পারে। কাজের চাপ কাটিয়ে সঙ্গীকে সময় দেওয়ার সুযোগ আসবে।
8/12
![বৃশ্চিক- হতাশা বিপদ ডেকে আনতে পারে। জীবনে সাফল্য পেতে গেলে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক হতে পারে। আগের কোনও বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। সঙ্গীর আচরণে জীবনে সুখকর হবে। কাজের জন্য সহকর্মীদের প্রশংসা পাবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/3acee813e393e878a8373d177c62e37809d62.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃশ্চিক- হতাশা বিপদ ডেকে আনতে পারে। জীবনে সাফল্য পেতে গেলে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক হতে পারে। আগের কোনও বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। সঙ্গীর আচরণে জীবনে সুখকর হবে। কাজের জন্য সহকর্মীদের প্রশংসা পাবেন।
9/12
![ধনু- কাজের চাপের মধ্যেও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আর্থিক সমস্যার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। তাঁদের উপদেশে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতে পারে। আপনার আচরণে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/3282198ff7620f861f706aa93ae4dd7afa4b2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনু- কাজের চাপের মধ্যেও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আর্থিক সমস্যার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। তাঁদের উপদেশে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতে পারে। আপনার আচরণে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।
10/12
![মকর- স্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলো করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি করতে আজ থেকেই বিনিয়োগে মনে দিন। সামাজিক কোনও অনুষ্ঠানে আপনিই নজর কাড়বেন। সহকর্মীদের আচরণে কর্মক্ষেত্রে চাপ বাড়বে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/62fc20f8ea40c8ad1c48c546f5076d8d1f588.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মকর- স্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলো করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি করতে আজ থেকেই বিনিয়োগে মনে দিন। সামাজিক কোনও অনুষ্ঠানে আপনিই নজর কাড়বেন। সহকর্মীদের আচরণে কর্মক্ষেত্রে চাপ বাড়বে।
11/12
![কুম্ভ- আজ কাজে এনার্জি থাকবে ভরপুর। আপনার আচরণে বাড়িতে শান্তি বজায় থাকবে। পরিস্থিতি সামাল দিতে প্রত্যেকের কথা শুনুন। সঙ্গীকে চমক দিতে কোনও কিছু পরিকল্পনা করে ফেলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/4ef6110016d1647f43b604c67855bde7393a2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কুম্ভ- আজ কাজে এনার্জি থাকবে ভরপুর। আপনার আচরণে বাড়িতে শান্তি বজায় থাকবে। পরিস্থিতি সামাল দিতে প্রত্যেকের কথা শুনুন। সঙ্গীকে চমক দিতে কোনও কিছু পরিকল্পনা করে ফেলুন।
12/12
![মীন- কাজের ক্ষমতা বজায় রাখতে বিশ্রাম নিন। মায়ের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। ভালবাসার মানুষের সঙ্গে বিবাদ বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। অতিরিক্ত আশার ফলে বিবাহিত জীবনে অশান্তি বাড়তে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/7dc1463f12515111dd0ed3e3a0f43cfd88c09.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মীন- কাজের ক্ষমতা বজায় রাখতে বিশ্রাম নিন। মায়ের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। ভালবাসার মানুষের সঙ্গে বিবাদ বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। অতিরিক্ত আশার ফলে বিবাহিত জীবনে অশান্তি বাড়তে পারে।
Published at : 31 Jan 2023 07:31 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)