এক্সপ্লোর
Daily Horoscope: বিতর্কিত মন্তব্য নয়, রয়েছে জিনিস চুরি হয়ে যাওয়ার আশঙ্কা, রইল কালকের রাশিফল
Daily Astrology: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল।
![Daily Astrology: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/2e93330cdbccaee32d692ff5bb96c24c170161236775151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/12
![আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। প্রতিদিনের জীবন থেকে ছুটি নিয়ে কোনও আত্মীয়র সঙ্গে সময় কাটান। সঙ্গীর সঙ্গে ভেবে কথা বলুন। মনোমালিন্য বাড়তে পারে। কোনও সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/922b6ae62220a80f6e1208e7dc374c4189248.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। প্রতিদিনের জীবন থেকে ছুটি নিয়ে কোনও আত্মীয়র সঙ্গে সময় কাটান। সঙ্গীর সঙ্গে ভেবে কথা বলুন। মনোমালিন্য বাড়তে পারে। কোনও সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন।
2/12
![নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন। না হলে বিপদ বাড়তে পারে। অতীতে বিপুল ব্যয়ে বর্তমানে সমস্যার কারণ হতে পারে। বাড়ির সাজসজ্জা পরিবর্তনের আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/8fcf80297b9c57be8122412a3d301bbe78685.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন। না হলে বিপদ বাড়তে পারে। অতীতে বিপুল ব্যয়ে বর্তমানে সমস্যার কারণ হতে পারে। বাড়ির সাজসজ্জা পরিবর্তনের আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা।
3/12
![সন্দেহভাজন মনোভাবে ক্ষতি হতে পারে। বন্ধুর সাহায্যে ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বিশ্বাসঘাতকতা করতে পারে কেউ। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য নতুন প্রযুক্তি শিখতে হবে। বিতর্কিত মন্তব্য করবেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/a2d71b8f9e3c767a9b850cd91a4b81c11ebc1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সন্দেহভাজন মনোভাবে ক্ষতি হতে পারে। বন্ধুর সাহায্যে ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বিশ্বাসঘাতকতা করতে পারে কেউ। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য নতুন প্রযুক্তি শিখতে হবে। বিতর্কিত মন্তব্য করবেন না।
4/12
![কথা বলার সময় সংকোচ বোধ করবেন না। আত্মবিশ্বাসের অভাবে সমস্যা হতে পারে। চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলে তা মিটিয়ে নিন। বিবাদে জড়িয়ে পড়তে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/6ab050ba5bebc3190122ea8de13e1f1183931.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কথা বলার সময় সংকোচ বোধ করবেন না। আত্মবিশ্বাসের অভাবে সমস্যা হতে পারে। চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলে তা মিটিয়ে নিন। বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
5/12
![মানসিক অশান্তির প্রভাব শরীরের উপরও পড়তে পারে। চ্যালেঞ্জের মুখোমুখি হলে আর্থিক দিক থেকে সমস্যা হবে না। বিনিয়োগে মন দিন। কোনও অজুহাত ছাড়া দ্রুত কাজ শেষ করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/289383eb014f7ab8da43777ec9d76a9f9c0e4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মানসিক অশান্তির প্রভাব শরীরের উপরও পড়তে পারে। চ্যালেঞ্জের মুখোমুখি হলে আর্থিক দিক থেকে সমস্যা হবে না। বিনিয়োগে মন দিন। কোনও অজুহাত ছাড়া দ্রুত কাজ শেষ করুন।
6/12
![আপনার উপস্থিতিতে চারপাশ সুন্দর হয়ে উঠবে। অতীতের বিনিয়োগ থেকে লাভ পাবেন আজ। নিজের মতামত সন্তানের উপর চাপিয়ে দেবেন না। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। সঙ্গীর সাহায্য পাবেন আজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/3ca45dcbb123900adb84555eb807148041e20.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আপনার উপস্থিতিতে চারপাশ সুন্দর হয়ে উঠবে। অতীতের বিনিয়োগ থেকে লাভ পাবেন আজ। নিজের মতামত সন্তানের উপর চাপিয়ে দেবেন না। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। সঙ্গীর সাহায্য পাবেন আজ।
7/12
![কাজের চাপের মধ্যেও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আয়ের পথ প্রশস্ত হবে এমন কাজ করুন। ব্যক্তিগত কারণে বন্ধু সাহায্য চাইতে পারে। রোম্যান্টিক মুহূর্ত কাটবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/f57c563c75eccce8bf23a8676426f8935acac.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কাজের চাপের মধ্যেও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আয়ের পথ প্রশস্ত হবে এমন কাজ করুন। ব্যক্তিগত কারণে বন্ধু সাহায্য চাইতে পারে। রোম্যান্টিক মুহূর্ত কাটবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে।
8/12
![আজ পর্যাপ্ত বিশ্রাম নিন। ব্যবসায় লাভের জন্য কোনও বন্ধুর সাহায্য চাইতে পারেন। পরিবারে কোনও সমস্যা আসতে পারে। অবহেলা করবেন না। প্রয়োজনে নিজের সঙ্গে সময় কাটান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/b0ed8802bf90de158dd65eb8324c88dc2a3a1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ পর্যাপ্ত বিশ্রাম নিন। ব্যবসায় লাভের জন্য কোনও বন্ধুর সাহায্য চাইতে পারেন। পরিবারে কোনও সমস্যা আসতে পারে। অবহেলা করবেন না। প্রয়োজনে নিজের সঙ্গে সময় কাটান।
9/12
![শারীরিক অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ নিন। ইতিবাচক মনোভাবে যে কোনও নেতিবাচক বিষয়ের সঙ্গে মোকাবিলা করতে পারবেন। আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে। স্ত্রীর মেজাজ বিগড়ে যেতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/586f5807837054f00c9ff03cb5063a1b29e7f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শারীরিক অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ নিন। ইতিবাচক মনোভাবে যে কোনও নেতিবাচক বিষয়ের সঙ্গে মোকাবিলা করতে পারবেন। আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে। স্ত্রীর মেজাজ বিগড়ে যেতে পারে।
10/12
![image 10aসামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন সময়ে পরিবারের সাহায্য পাবেন। নিজের জিনিস নিয়ে সতর্ক হতে হবে। চুরির আশঙ্কা আছে। ভালবাসার কথা সঙ্গীকে বলুন। যৌথ উদ্যোগে কোনও কাজ শুরু করতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/d63f4329e2bda9855696898b83a2b01e18279.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
image 10aসামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন সময়ে পরিবারের সাহায্য পাবেন। নিজের জিনিস নিয়ে সতর্ক হতে হবে। চুরির আশঙ্কা আছে। ভালবাসার কথা সঙ্গীকে বলুন। যৌথ উদ্যোগে কোনও কাজ শুরু করতে পারেন।
11/12
![ক্রীড়ায় অংশ নিলে শরীর সুস্থ থাকবে। আর্থিক বিনিয়োগ লাভজনক হবে আজ। কাজের চাপ থাকলেও পরিবারকে অবহেলা করবেন না। পরিবারের খুদে সদস্যের সঙ্গে সময় কাটান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/388ab6d1b5e55e3d687dfbc084f9ea464b8ca.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্রীড়ায় অংশ নিলে শরীর সুস্থ থাকবে। আর্থিক বিনিয়োগ লাভজনক হবে আজ। কাজের চাপ থাকলেও পরিবারকে অবহেলা করবেন না। পরিবারের খুদে সদস্যের সঙ্গে সময় কাটান।
12/12
![স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। লাভের মুখ দেখবেন। সন্তানের সঙ্গে সময় কাটালে খুশি থাকবেন। কর্মক্ষেত্রে কারোর থেকে সারপ্রাইজ পাবেন। অকারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/462aca79742f86ba626abcb32a772ebc74aa8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। লাভের মুখ দেখবেন। সন্তানের সঙ্গে সময় কাটালে খুশি থাকবেন। কর্মক্ষেত্রে কারোর থেকে সারপ্রাইজ পাবেন। অকারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন।
Published at : 03 Dec 2023 07:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)