এক্সপ্লোর
Shanidev: শনিদেবের কৃপা পেতে আজ করুন এই ৮ কাজ, মুক্তি মিলবে সব ঝামেলা থেকে!
Shanidev Puja: শনিদেবের কৃপা পেতে আজ করুন এই ৮ কাজ, মুক্তি মিলবে সব ঝামেলা থেকে!
শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়
1/7

শাস্ত্র মতে, শনিদেব হলেন কর্মফলের দেবতা। তিনি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। খারাপ কাজ করলে শনির রোষে জীবন ছারখার হয়ে যায়, আবার ভালো কাজ করলে শনির আশীর্বাদে জীবনে শুভ সময়ও আসে। শনিদেবকে তুষ্ট করতে প্রতি শনিবার তাঁর বিশেষ পূজার্চনা করা হয়। জেনে নিন, শনিবার কোন কোন কাজ করলে শনিদেব তুষ্ট হন এবং তাঁর শুভ দৃষ্টি আমাদের উপর পড়ে।
2/7

শনিবার সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছের পূজা করে জল নিবেদন করুন। এর পর সেখানে তেলের প্রদীপ জ্বালান। এতে শনিদেব প্রসন্ন হবেন। তাঁর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে।
Published at : 30 May 2023 01:42 PM (IST)
আরও দেখুন






















