এক্সপ্লোর
Daily Astro:আইনি জটিলতায় পড়তে হতে পারে কোন রাশির জাতকদের? কী বলছে আজকের রাশিফল?
Ajker Rashifal:২ এপ্রিল, ২০২৪। ক্যালেন্ডার মতে, মঙ্গলবার। কেমন কাটবে ১২টি রাশির দিন? কী বলছে আপনার রাশিফল?
আইনি জটিলতায় পড়তে হতে পারে কোন রাশির জাতকদের? কী বলছে আজকের রাশিফল?
1/12

মোটের উপর দিনটি ভালই কাটার কথা। তবে কর্মক্ষেত্রে অকারণ জ্ঞান দেবেন না। কারণ সহকর্মীরা আপনার মন্তব্য নাও পছন্দ করতে পারেন। এমনকি এই জন্য আপনাকে কেউ মুখের উপর অপমানও করতে পারে। দেহে পিত্তের পরিমাণ বাড়ার আশঙ্কা থাকছে। তাই যতটা সম্ভব জলপানের চেষ্টা করুন। পেট সুস্থ রাখার দিকে নজর দিন। সুষম আহার জরুরি। যাঁরা ব্যবসা করেন, তাঁদের সামাজিক যোগাযোগের দিকটি খেয়াল রাখা জরুরি।
2/12

বড় শিল্পপতিদের এই মুহূর্তে বৃহত্তর লক্ষ্য না রাখাই ভাল। যে কোনও ধরনের কাজের জন্যই মানসিক প্রস্তুতি থাকা দরকার। গ্রহের অবস্থানের জন্য বৃষ রাশির জাতক-জাতিকারা খানিক অলস হয়ে পড়তে পারেন। এদিন পরিবারের লোকজনেদের সঙ্গে মতাদর্শগত বিরোধের আশঙ্কা থাকছে। তাই নিজের মতামত গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা না করাই ভাল
Published at : 02 Apr 2024 06:00 AM (IST)
আরও দেখুন






















