এক্সপ্লোর
Guru Vakri 2025: গুরু বক্রীতে ১২০ দিন ধরে 'গোল্ডেন টাইম'! হাতে আসবে নতুন চাকরি, বাড়ি-গাড়ির কেনার শুভ যোগ
গুরু বক্রী 2025: ১১ নভেম্বর গুরু কর্কট রাশিতে বক্রী হয়েছেন, ১১ মার্চ 2026 পর্যন্ত থাকবেন। গুরু ১২০ দিন বক্রী থেকে রাশিদের শুভ ফল দেবেন।
গুরু বক্রীতে ১২০ দিন ধরে 'গোল্ডেন টাইম'
1/6

জ্যোতিষশাস্ত্রে জ্ঞান, সমৃদ্ধি, আধ্যাত্মিকতা ইত্যাদির কারক গুরু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গুরু যখন বক্রী অবস্থায় থাকে, তখন এর প্রভাব সব রাশির উপর পড়ে। উল্লেখ্য, ১১ নভেম্বর ২০২৫ থেকে ১১ মার্চ ২০২৬ পর্যন্ত গুরু বক্রী থাকবে।
2/6

আজ ১১ নভেম্বর রাত ১০১১ থেকে গুরু কর্কট রাশিতে বক্রী অর্থাৎ উল্টো পথে চলবে। এরপর ৫ ডিসেম্বর ২০২৫ থেকে বক্রী অবস্থাতেই মিথুন রাশিতে প্রবেশ করবে। বক্রী অবস্থায় গুরু অনেক রাশির ভাগ্য পরিবর্তন করবে।
Published at : 11 Nov 2025 02:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















