এক্সপ্লোর
Holi 2024 : হোলিতে ৪ বিশেষ যোগের সমাপতন, কোন রাশি কোন রঙে দোল খেললে খুলে যাবে ভাগ্য?
Holi Lucky Colour : জ্যোতিষশাস্ত্রবিদরা বলেন, প্রতিটি রাশিরই কিছু পয়মন্ত রং থাকে। হোলির দিন সব রং তো খেলবেনই। কিন্তু রাশি অনুসারে যদি রং বেছে নেওয়া যায়, তাহলে সৌভাগ্য কেউ রুখতে পারবে না ।
কোন রাশি কোন রঙে দোল খেললে খুলে যাবে ভাগ্য?
1/8

২৪ মার্চ হোলিকা দহন। আর তার পর দিন দোল। এবার হোলিকা দহনের দিনই চার-চারটি শুভ যোগ তৈরি হচ্ছে। সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, গণ্ড যোগ ও বুধাদিত্য যোগ। এই শুভ যোগ তৈরি হচ্ছে হোলিকা দহনের দিন। এর ফলে প্রতিটি রাশিরই কিছু সুখ, সমৃদ্ধি ও উন্নতি হবে।
2/8

জ্যোতিষশাস্ত্রবিদরা বলেন, প্রতিটি রাশিরই কিছু পয়মন্ত রং থাকে। হোলির দিন সব রং তো খেলবেনই। কিন্তু রাশি অনুসারে যদি রং বেছে নেওয়া যায়, তাহলে সৌভাগ্য কেউ রুখতে পারবে না ।
Published at : 22 Mar 2024 04:31 PM (IST)
আরও দেখুন






















