এক্সপ্লোর
Daily Astrology: বদলাচ্ছে গ্রহের অবস্থান, অন্ধকার ঘুচবে এবার, ঘর আলো করে আসবে নতুন অতিথি ! কর্মস্থানে বড় সাফল্য, কপাল ফিরছে এবার এই রাশির জাতকদের
Daily Astrology Prediction : মেষ থেকে মীন, কেমন যাবে দিন ? দেখুন একনজরে
অন্ধকার ঘুচবে এবার, ঘর আলো করে আসবে নতুন অতিথি ! কর্মস্থানে বড়সড় সাফল্য, কপাল ফিরছে এবার এই রাশির জাতকদের
1/12

আজ আর্থিক বিষয়ে অনুকূল ফল পাওয়া যাবে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ থাকবে এবং বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে আলোচনা করবেন। সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য আসবে। পরিবার এবং জীবনসঙ্গীর সঙ্গ ভাগ্য বৃদ্ধি করবে। সন্ধ্যায় বাইরে ঘোরাঘুরি বা খাওয়া-দাওয়ার প্রোগ্রাম হতে পারে। প্রেম জীবনে সংবেদনশীলতা বজায় রাখুন, অন্যথায় কথা কাটাকাটি হতে পারে।শুভ সংখ্যা ১০, শুভ রং ধূসর, শনিদেবকে সরিষার তেল অর্পণ করুন এবং কালো তিল দান করুন।
2/12

আজকের দিনটি আপনার জন্য শুভ হবে। যে কাজে আপনি চেষ্টা করছেন, তাতে সাফল্য পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায় নতুন অংশীদারিত্ব লাভ দেবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হবে। ভাগ্যবান সংখ্যা ৯, ভাগ্যবান রং মুক্তোর মতো সাদা, চাল এবং দুধ দিয়ে চন্দ্রকে অর্ঘ্য দিন।
Published at : 29 Oct 2025 06:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















