এক্সপ্লোর
Horoscope Today: পেটের সমস্যায় ভুগতে পারেন মিথুন রাশির জাতকেরা, কী বলছে আপনার রাশিফল?
Daily Horoscope: আজ ২৩ অগাস্ট, মঙ্গলবার। সপ্তাহের দ্বিতীয় দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? দেখে নিন এখনই।
![Daily Horoscope: আজ ২৩ অগাস্ট, মঙ্গলবার। সপ্তাহের দ্বিতীয় দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? দেখে নিন এখনই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/fc3a53fc2abaf57ccc5720f7e952d8cd1661223002451229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজকের রাশিফল
1/12
![আজ আর্থিক সমস্যা মিটতে পারে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক লাভ হতে পারে। কাজের ব্যস্ততার জন্য পরিবারকে সময় দিতে পারবেন না, ফলে বাড়ির লোক অসন্তুষ্ট হতে পারেন। ব্যবসার সমস্যার ক্ষেত্রে বড়দের পরামর্শ নিতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/f4b8870e3add70a588123286ae3ebe8e04167.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ আর্থিক সমস্যা মিটতে পারে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক লাভ হতে পারে। কাজের ব্যস্ততার জন্য পরিবারকে সময় দিতে পারবেন না, ফলে বাড়ির লোক অসন্তুষ্ট হতে পারেন। ব্যবসার সমস্যার ক্ষেত্রে বড়দের পরামর্শ নিতে পারেন।
2/12
![আজ বেশ খরচ হতে পারে। পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হতে পারে আজ। বিদেশযাত্রার কথা যাঁরা ভাবছেন তাঁদের জন্যও বিশেষ সুযোগ আসতে পারে। কোনও কাজ ভাগ্যের ওপর ছেড়ে দেবেন না। পরে তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/bdd7d6a48a20e93100b7db1e21f0af078f2dd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ বেশ খরচ হতে পারে। পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হতে পারে আজ। বিদেশযাত্রার কথা যাঁরা ভাবছেন তাঁদের জন্যও বিশেষ সুযোগ আসতে পারে। কোনও কাজ ভাগ্যের ওপর ছেড়ে দেবেন না। পরে তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে।
3/12
![আজ আপনি নিজের মধ্যে মোহমুগ্ধ থাকবেন। পরিবারের সদস্যরাও আজ আপনার কথায় খুশি হবেন। পরিবারের সঙ্গে কিছুটা সময় একা কাটাবেন। কোনও অপ্রত্যাশিত আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। পেটের সমস্যা হতে পারে। খাওয়াদাওয়ার অভ্যাসে বদল প্রয়োজন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/b4e8c4981b2c6ef7fb4eb7bf4fb4fdbf1f053.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ আপনি নিজের মধ্যে মোহমুগ্ধ থাকবেন। পরিবারের সদস্যরাও আজ আপনার কথায় খুশি হবেন। পরিবারের সঙ্গে কিছুটা সময় একা কাটাবেন। কোনও অপ্রত্যাশিত আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। পেটের সমস্যা হতে পারে। খাওয়াদাওয়ার অভ্যাসে বদল প্রয়োজন।
4/12
![এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি কর্মক্ষেত্রে লাভজনক হবে। আপনার ব্যবসায় অর্থ উপার্জনের জন্য আপনাকে আপনার জুনিয়রদের কিছু ভুল উপেক্ষা করতে হবে। যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে। আজ প্রেমের ক্ষেত্রে খুবই ভাল কাটবে দিন। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/f08ca73540bcd427bf32974402609c977eb65.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি কর্মক্ষেত্রে লাভজনক হবে। আপনার ব্যবসায় অর্থ উপার্জনের জন্য আপনাকে আপনার জুনিয়রদের কিছু ভুল উপেক্ষা করতে হবে। যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে। আজ প্রেমের ক্ষেত্রে খুবই ভাল কাটবে দিন। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।
5/12
![আর্থিক দিক থেকে ভাল যাবে দিনটি। মা-বাবার আশীর্বাদে কোনও নতুন ব্যবসায়ে হাত দিতে পারবেন। সন্তানের থেকে কোনও বিশেষ আবদার পেতে পারেন। তা পূরণ করার চেষ্টা করবেন। চাকরির ক্ষেত্রে বাড়তি প্রশংসা পেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/4d165b87d114d9ce1c4abf28e6f770f99a9da.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আর্থিক দিক থেকে ভাল যাবে দিনটি। মা-বাবার আশীর্বাদে কোনও নতুন ব্যবসায়ে হাত দিতে পারবেন। সন্তানের থেকে কোনও বিশেষ আবদার পেতে পারেন। তা পূরণ করার চেষ্টা করবেন। চাকরির ক্ষেত্রে বাড়তি প্রশংসা পেতে পারেন।
6/12
![এই রাশির জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আজ। কিছু প্রয়োজনীয় কাজ শুরুতেই সেরে ফেলবেন। তবে আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। সেই কারণে তা সময় থাকতে শেষ করে ফেলা উচিত। বিশেষ কোথাও যাওয়ার সুযোগ পেতে পারেন। পরিবারের সমর্থনে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/c71ca3ba7f9aaa3528c4858f2e528f1ad531b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই রাশির জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আজ। কিছু প্রয়োজনীয় কাজ শুরুতেই সেরে ফেলবেন। তবে আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। সেই কারণে তা সময় থাকতে শেষ করে ফেলা উচিত। বিশেষ কোথাও যাওয়ার সুযোগ পেতে পারেন। পরিবারের সমর্থনে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
7/12
![আজ পরিবারের কোনও সদস্যের থেকে ভালমন্দ কথা শুনতে হতে পারে। মন খারাপ হতে পারে। বাবার স্বাস্থ্যের খেয়াল রাখুন আজ। চেকআপ অবশ্যই করিয়ে নিন। প্রেমের সম্পর্কে যাঁরা আছেন, সঙ্গীর কথায় কোনও স্থানে বিনিয়োগ করতে পারেন, পরে যার ক্ষতির ভাগও নিতে হতে পারে। শিক্ষার্থীরা পরিশ্রম করলেই পরীক্ষায় সাফল্য পাবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/006977b40dc76f525627be28ca1fb63ba872c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ পরিবারের কোনও সদস্যের থেকে ভালমন্দ কথা শুনতে হতে পারে। মন খারাপ হতে পারে। বাবার স্বাস্থ্যের খেয়াল রাখুন আজ। চেকআপ অবশ্যই করিয়ে নিন। প্রেমের সম্পর্কে যাঁরা আছেন, সঙ্গীর কথায় কোনও স্থানে বিনিয়োগ করতে পারেন, পরে যার ক্ষতির ভাগও নিতে হতে পারে। শিক্ষার্থীরা পরিশ্রম করলেই পরীক্ষায় সাফল্য পাবেন।
8/12
![আজ প্রয়োজনের অতিরিক্ত উদ্যমী হবেন, ফলে চিন্তা না করেই যে কোনও কাজ করতে প্রস্তুত থাকবেন। দ্রুত অর্থ উপার্জনের আশায় কোনও ভুল কাজে হাত দেবেন না। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। একসঙ্গে অনুষ্ঠানে যেতে পারেন। আত্মীয়দের সঙ্গে ভেবেচিন্তে কথা বলাই শ্রেয়। রাজনীতিতে নাম লেখাতে চলেছেন যাঁরা, তাঁদের মানসিক সমস্যা দেখা দিতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/dadd32ab21544601a60432ee00d36d0682b81.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ প্রয়োজনের অতিরিক্ত উদ্যমী হবেন, ফলে চিন্তা না করেই যে কোনও কাজ করতে প্রস্তুত থাকবেন। দ্রুত অর্থ উপার্জনের আশায় কোনও ভুল কাজে হাত দেবেন না। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। একসঙ্গে অনুষ্ঠানে যেতে পারেন। আত্মীয়দের সঙ্গে ভেবেচিন্তে কথা বলাই শ্রেয়। রাজনীতিতে নাম লেখাতে চলেছেন যাঁরা, তাঁদের মানসিক সমস্যা দেখা দিতে পারে।
9/12
![আজ সমস্যার সম্মুখীন হতে পারেন। মানসিক চাপের কারণে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হবে। দোটানায় থাকতে পারেন সিদ্ধান্তগ্রহণের ব্যাপারে। মায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। চাকরির সঙ্গে যুক্তরা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/de9d3d60ca74e1319cd6dfd062a6c3165534b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সমস্যার সম্মুখীন হতে পারেন। মানসিক চাপের কারণে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হবে। দোটানায় থাকতে পারেন সিদ্ধান্তগ্রহণের ব্যাপারে। মায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। চাকরির সঙ্গে যুক্তরা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন।
10/12
![আজকের দিনটি বেশ ভালই কাটবে। ইতিবাচক মনোভাবের জন্য মানুষের প্রতি তাঁদের ব্যবহার ভাল হবে। মানুষের দ্বারা প্রশংসিতও হতে দেখা যাবে। আগে কোনও প্রপার্টিতে বিনিয়োগ করে থাকলে আজ ভাল লাভ পাবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/644a9ce9227f1ef69a356efa1fb57056a2156.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজকের দিনটি বেশ ভালই কাটবে। ইতিবাচক মনোভাবের জন্য মানুষের প্রতি তাঁদের ব্যবহার ভাল হবে। মানুষের দ্বারা প্রশংসিতও হতে দেখা যাবে। আগে কোনও প্রপার্টিতে বিনিয়োগ করে থাকলে আজ ভাল লাভ পাবেন।
11/12
![দীর্ঘদিন ধরে পরিবারে চলা সমস্যার সমাধান হতে পারে। খুশি ফিরবে। পড়ুয়াদের পড়াশোনা থেকে সরে অন্যত্র মন যেতে পারে। পরিবারের আপনার প্রতি প্রত্যাশা বাড়তে পারে। বিবাহিতদের জীবনে সন্তান সম্পর্কিত কোনও সুখবর আসতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/6e852404809543b7d902985c4475b6e4ebd9b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘদিন ধরে পরিবারে চলা সমস্যার সমাধান হতে পারে। খুশি ফিরবে। পড়ুয়াদের পড়াশোনা থেকে সরে অন্যত্র মন যেতে পারে। পরিবারের আপনার প্রতি প্রত্যাশা বাড়তে পারে। বিবাহিতদের জীবনে সন্তান সম্পর্কিত কোনও সুখবর আসতে পারে।
12/12
![সুখবর আসতে পারে। কোনও জমির সংক্রান্ত মামলার সমাধান হবে আজ। আপনার সম্পত্তির পরিমাণও বাড়তে পারে। কোনও কাজ আজ ফেলে রাখবেন না। চাকরির খোঁজে যাঁরা রয়েছেন তাঁদেরও আজ সুখবর আসতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/2df154d30dc92d17d605676ee9aa5c26db4ca.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সুখবর আসতে পারে। কোনও জমির সংক্রান্ত মামলার সমাধান হবে আজ। আপনার সম্পত্তির পরিমাণও বাড়তে পারে। কোনও কাজ আজ ফেলে রাখবেন না। চাকরির খোঁজে যাঁরা রয়েছেন তাঁদেরও আজ সুখবর আসতে পারে।
Published at : 23 Aug 2022 08:20 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)