এক্সপ্লোর
Astrology: নিজেকে আর হতভাগা লাগবে না, ৩ গ্রহ কপাল খুলে দিচ্ছে এইসব রাশির; হাতে লাগবে কুবেরের খাজানা
বুধ, সূর্য ও শনি মিলে ত্রিগ্রহী যোগ গঠিত হয়েছে।
প্রতীকী ছবি
1/12

মেষ রাশি- বর্তমানে কুম্ভ রাশিতে তিনটি বড় গ্রহ একসঙ্গে বসে আছে। বুধ, সূর্য ও শনি মিলে ত্রিগ্রহী যোগ গঠিত হয়েছে। এর ফলে মেষ রাশির আটকে থাকা কাজ শেষ হবে। ভালো ফল পাওয়ার পাশাপাশি সাফল্য আসবে। কর্মক্ষেত্রে প্রসার ঘটবে। বিতর্কিত বিষয়ে পক্ষ শক্তিশালী হবে। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো বিবাদের অবসান হতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে।
2/12

বৃষ রাশি- পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। বিচক্ষণতায় সুফল পাবেন। সংকল্প শক্তিশালী থাকবে এবং আপনি শুভ ফল পাবেন। আপনাকে স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ দিতে হবে এবং ঋণ গ্রহণ এড়াতে হবে।
Published at : 14 Feb 2025 09:09 PM (IST)
আরও দেখুন






















