এক্সপ্লোর
Horoscope Today: আপনার ভাগ্যে আজ কী আছে? তারই ইঙ্গিত লুকিয়ে আজকের রাশিফলে
Astro Tips:কেমন যাবে আজকের দিন? কী বলছে আজকের রাশিফল?
![Astro Tips:কেমন যাবে আজকের দিন? কী বলছে আজকের রাশিফল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/b7496bdb1ce2991de053fbff26e610571703529129369385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র
1/12
![যাঁরা চাকরি করছেন তাঁরা অফিসে সম্মানিত হতে পারেন। বাকি থাকা টাকা হাতে আসতে পারে। ব্যবসায়ীরা চিন্তা করবেন না, অর্ডার ভাল থাকবে। নতুন কোনও সম্পর্কে তাড়াহুড়ো করা ঠিক হবে না। কোমর ব্য়থা নিয়ে কেউ কেউ ভুগতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদে জড়াবেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/bc628bdb6f865d5ea5fb63df856ffda592987.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
যাঁরা চাকরি করছেন তাঁরা অফিসে সম্মানিত হতে পারেন। বাকি থাকা টাকা হাতে আসতে পারে। ব্যবসায়ীরা চিন্তা করবেন না, অর্ডার ভাল থাকবে। নতুন কোনও সম্পর্কে তাড়াহুড়ো করা ঠিক হবে না। কোমর ব্য়থা নিয়ে কেউ কেউ ভুগতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদে জড়াবেন না।
2/12
![চাকরিজীবীরা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে চিন্তা করবেন। ব্য়বসার অবস্থা ভাল করার জন্য অনেকটাই পরিশ্রম করতে হবে। মূল্যবোধকে গুরুত্ব দিন তরুণরা। আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেন। পায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/9bf73d11e73fb0b969c8647c7d36bab9ef10c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
চাকরিজীবীরা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে চিন্তা করবেন। ব্য়বসার অবস্থা ভাল করার জন্য অনেকটাই পরিশ্রম করতে হবে। মূল্যবোধকে গুরুত্ব দিন তরুণরা। আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেন। পায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে।
3/12
![খুচরো ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। নিজের পরিচিতদের মধ্য দিয়েই ভাল যোগাযোগ তৈরি হবে। অতিরিক্ত খরচ করা ঠিক হবে না। বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকে নজর দিন। কোনও কারণে শরীরে সমস্যা মনে হলে ফেলে রাখবেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/34475b3b0344f5f2a72908252559c4798698b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
খুচরো ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। নিজের পরিচিতদের মধ্য দিয়েই ভাল যোগাযোগ তৈরি হবে। অতিরিক্ত খরচ করা ঠিক হবে না। বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকে নজর দিন। কোনও কারণে শরীরে সমস্যা মনে হলে ফেলে রাখবেন না।
4/12
![কাজের জায়গা থেকে কোনও সুখবর মিলতে পারে। পদোন্নতির সুযোগ রয়েছে। চিকিৎসা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য ভাল দিন। বিনিয়োগ করতে পারেন। প্রিয়জনের সঙ্গে রাগারাগি এড়িয়ে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/71dc7437a17d96281eece54e0fca8f48a43d5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কাজের জায়গা থেকে কোনও সুখবর মিলতে পারে। পদোন্নতির সুযোগ রয়েছে। চিকিৎসা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য ভাল দিন। বিনিয়োগ করতে পারেন। প্রিয়জনের সঙ্গে রাগারাগি এড়িয়ে চলুন।
5/12
![দিনটি ভাল যাবে। ব্যবসায়ীরা গ্রাহকের সঙ্গে চাহিদামতো জোগান দেওয়া নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। বাবা-মায়ের প্রতি সম্মান বজায় রাখুন এবং আরও পরিশ্রম করুন, তাতেই উন্নতি হবে। শরীরের ছোটখাট সমস্যাকে উপেক্ষা করবেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/34475b3b0344f5f2a72908252559c4799adb5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দিনটি ভাল যাবে। ব্যবসায়ীরা গ্রাহকের সঙ্গে চাহিদামতো জোগান দেওয়া নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। বাবা-মায়ের প্রতি সম্মান বজায় রাখুন এবং আরও পরিশ্রম করুন, তাতেই উন্নতি হবে। শরীরের ছোটখাট সমস্যাকে উপেক্ষা করবেন না।
6/12
![নতুন কিছু শিখতে পারেন আপনি। তার মধ্যেই লুকিয়ে রয়েছে সাফল্যের বীজ। স্নায়ু সংক্রান্ত কোনও সমস্যা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। জীবনসঙ্গীর থেকে সবরকম সমর্থন পাবেন। নিজের ব্যবহারের দিকে নজর রাখুন যাতে কারও মনে আঘাত না লাগে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/a682815c0db1b0938882b6613ad13f2a83885.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন কিছু শিখতে পারেন আপনি। তার মধ্যেই লুকিয়ে রয়েছে সাফল্যের বীজ। স্নায়ু সংক্রান্ত কোনও সমস্যা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। জীবনসঙ্গীর থেকে সবরকম সমর্থন পাবেন। নিজের ব্যবহারের দিকে নজর রাখুন যাতে কারও মনে আঘাত না লাগে।
7/12
![কাজের জায়গায় যে দায়িত্ব দেওয়া হবে তা সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। সেই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর খুশি হবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্য়বসায়ীরা তাঁদের পণ্যের গুণগত মানের দিকে নজর দিন। ওষুধ খাওয়ার হলে নিয়মমতো সেটা খেতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/6af34352b3b0769bfb26aab426a3833cd4cc8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কাজের জায়গায় যে দায়িত্ব দেওয়া হবে তা সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। সেই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর খুশি হবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্য়বসায়ীরা তাঁদের পণ্যের গুণগত মানের দিকে নজর দিন। ওষুধ খাওয়ার হলে নিয়মমতো সেটা খেতে হবে।
8/12
![দিনটি ভাল যাবে। যাঁরা নতুন কাজ শুরু করতে চান তাঁদের জন্য় দিনটি ভাল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নেকনজরে থাকবেন আপনি। ব্যবসায় ছোট ছোট বিনিয়োগ থেকে আরও বেশি মুনাফা অর্জন করতে পারেন। পরিবারকে সময় দিন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/3f470f4979716e5990868563ae2a674cd7406.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দিনটি ভাল যাবে। যাঁরা নতুন কাজ শুরু করতে চান তাঁদের জন্য় দিনটি ভাল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নেকনজরে থাকবেন আপনি। ব্যবসায় ছোট ছোট বিনিয়োগ থেকে আরও বেশি মুনাফা অর্জন করতে পারেন। পরিবারকে সময় দিন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
9/12
![কাজের জায়গায় চেষ্টা করে যান, ফল মিলবেই। হার্ডওয়ার সংক্রান্ত ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত তাঁরা লাভ দেখতে পারেন। আলস্য ত্যাগ করতেই হবে। কঠোর পরিশ্রম করলে কেরিয়ার এগিয়ে যাবে। নেতিবাচক চিন্তা আসতে দেবেন না মনে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/28af7aa4980194c1f585013ad7f49aee8bdff.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কাজের জায়গায় চেষ্টা করে যান, ফল মিলবেই। হার্ডওয়ার সংক্রান্ত ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত তাঁরা লাভ দেখতে পারেন। আলস্য ত্যাগ করতেই হবে। কঠোর পরিশ্রম করলে কেরিয়ার এগিয়ে যাবে। নেতিবাচক চিন্তা আসতে দেবেন না মনে।
10/12
![কর্মরত ব্যক্তিদের জন্য শুভ দিন। কাজের লক্ষ্যমাত্রা সহজেই পূরণ করতে পারবেন। ডেয়ারি সংক্রান্ত ব্যবসায়ীরা সমস্যার দিকে নজর দিন। পরিবারের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। নিজের রোজের রুটিনে যোগাসন যুক্ত করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/49c196f7edc91b5ffb4594b3652793b96cad5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্মরত ব্যক্তিদের জন্য শুভ দিন। কাজের লক্ষ্যমাত্রা সহজেই পূরণ করতে পারবেন। ডেয়ারি সংক্রান্ত ব্যবসায়ীরা সমস্যার দিকে নজর দিন। পরিবারের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। নিজের রোজের রুটিনে যোগাসন যুক্ত করুন।
11/12
![পদোন্নতি সম্ভাবনা রয়েছে। নিজস্ব নেটওয়ার্কের উপর ভরসা করলেই উন্নতির মুখ দেখবেন ব্যবসায়ীরা। খেলাধুলো নিয়ন্ত্রণ করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে পড়ুয়াদের। বাড়ির বয়স্ক ব্যক্তিগের স্বাস্থ্যের যত্ন নিন। বাড়ি থেকে বেরনোর সময় সাবধানতা অবলম্বন করুন। আপনি আপনার হাসি দিয়েই মানুষের মন জয় করবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/89ac2b2c0951aef02c4aefda60ebebe4c98f6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
পদোন্নতি সম্ভাবনা রয়েছে। নিজস্ব নেটওয়ার্কের উপর ভরসা করলেই উন্নতির মুখ দেখবেন ব্যবসায়ীরা। খেলাধুলো নিয়ন্ত্রণ করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে পড়ুয়াদের। বাড়ির বয়স্ক ব্যক্তিগের স্বাস্থ্যের যত্ন নিন। বাড়ি থেকে বেরনোর সময় সাবধানতা অবলম্বন করুন। আপনি আপনার হাসি দিয়েই মানুষের মন জয় করবেন।
12/12
![যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। তাঁদের বেতনও অনেকটা বেড়ে যাবে। ব্য়বসায়ীরা তাঁদের ব্যবসায় বৃদ্ধি দেখতে পাবেন। ব্যবহারে নম্রতা বজায় রাখুন। সামাজিক কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/51ab791d53272266a2daad0b191806a529b8f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। তাঁদের বেতনও অনেকটা বেড়ে যাবে। ব্য়বসায়ীরা তাঁদের ব্যবসায় বৃদ্ধি দেখতে পাবেন। ব্যবহারে নম্রতা বজায় রাখুন। সামাজিক কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।
Published at : 26 Dec 2023 05:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)