এক্সপ্লোর
Zodiac Facts: লটারি কিনলে অবধারিত পুরস্কার, এমন ভাগ্যের জোর কাদের?
Zodiac Signs:কিছু কিছু প্রাপ্তি রয়েছে যার পিছনে শুধুমাত্র ভাগ্যেরই অবদান রয়েছে। যেমন যে কোনও রকম লটারি জেতা।
![Zodiac Signs:কিছু কিছু প্রাপ্তি রয়েছে যার পিছনে শুধুমাত্র ভাগ্যেরই অবদান রয়েছে। যেমন যে কোনও রকম লটারি জেতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/ad335d4e3bb727f1998e596af8ce4fca1680623745192290_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতীকি চিত্র
1/9
![সৌভাগ্য কে না চায়? ভাল চাকরি বা ব্যবসায় আয়। পরীক্ষায় ভাল ফল বা কোনও পছন্দের জিনিস হাতে পাওয়া। মনের মতো কোনও কিছু পেতে গেলে ভাগ্য সহায় হতে হয়, এমনটা মনে করেন অনেকেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/26dc15158762e156c14c9c0a3f39ab905a576.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সৌভাগ্য কে না চায়? ভাল চাকরি বা ব্যবসায় আয়। পরীক্ষায় ভাল ফল বা কোনও পছন্দের জিনিস হাতে পাওয়া। মনের মতো কোনও কিছু পেতে গেলে ভাগ্য সহায় হতে হয়, এমনটা মনে করেন অনেকেই।
2/9
![এই ধরনের প্রাপ্তির পিছনে বহু শ্রম ও পরিকল্পনার অবদানও থাকে। কিন্তু কিছু কিছু প্রাপ্তি রয়েছে যার পিছনে শুধুমাত্র ভাগ্যেরই অবদান রয়েছে। যেমন যে কোনও রকম লটারি জেতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/fce706558b2d5a744770f67c0f32dd616b50f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ধরনের প্রাপ্তির পিছনে বহু শ্রম ও পরিকল্পনার অবদানও থাকে। কিন্তু কিছু কিছু প্রাপ্তি রয়েছে যার পিছনে শুধুমাত্র ভাগ্যেরই অবদান রয়েছে। যেমন যে কোনও রকম লটারি জেতা।
3/9
![লটারির টিকিট কাটার অভ্যাস অনেকেরই রয়েছে। তা ভাল নাকি খারাপ অভ্যাস, সেই আলোচনা আপাতত দূরে সরিয়ে রেখেই বলা যায়। একবার লটারি জিতলে অনেকটাই লাগাম পরানো যাবে আর্থিক টানাটানিকে, এমন ভাবনা থেকেই অনেকে লটারির টিকিট কাটেন। কিন্তু সবাই জেতেন না। জ্য়োতিষশাস্ত্র মতে কিছু কিছু রাশির জাতকের লটারি বা এইজাতীয় ক্ষেত্রে জয়ের সম্ভাবনা কিছুটা হলেও বেশি থাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/b7ce5ddc503b9521cd09654b5ca69535d92ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লটারির টিকিট কাটার অভ্যাস অনেকেরই রয়েছে। তা ভাল নাকি খারাপ অভ্যাস, সেই আলোচনা আপাতত দূরে সরিয়ে রেখেই বলা যায়। একবার লটারি জিতলে অনেকটাই লাগাম পরানো যাবে আর্থিক টানাটানিকে, এমন ভাবনা থেকেই অনেকে লটারির টিকিট কাটেন। কিন্তু সবাই জেতেন না। জ্য়োতিষশাস্ত্র মতে কিছু কিছু রাশির জাতকের লটারি বা এইজাতীয় ক্ষেত্রে জয়ের সম্ভাবনা কিছুটা হলেও বেশি থাকে।
4/9
![মকর রাশি: এই রাশির জাতকরা সাধারণত বুঝেশুনে পদক্ষেপ করে। হিসেব করে ঝুঁকি নেওয়ার অভ্যেস রয়েছে এদের। অকারণে জুয়ার মতো কোনও খেলা খেলে না এরা। তবে কোনও কিছুর সুযোগ নিতে ছাড়ে না। এসব দিক থেকে এরা সাধারণত সৌভাগ্যের অধিকারী হয়। লটারি জেতার সম্ভাবনা রয়েছে এই রাশির। তবে ফল যাই হোক, তা নিয়ে এরা বিশেষ ভাবিত হয় না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/49c196f7edc91b5ffb4594b3652793b9593bc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মকর রাশি: এই রাশির জাতকরা সাধারণত বুঝেশুনে পদক্ষেপ করে। হিসেব করে ঝুঁকি নেওয়ার অভ্যেস রয়েছে এদের। অকারণে জুয়ার মতো কোনও খেলা খেলে না এরা। তবে কোনও কিছুর সুযোগ নিতে ছাড়ে না। এসব দিক থেকে এরা সাধারণত সৌভাগ্যের অধিকারী হয়। লটারি জেতার সম্ভাবনা রয়েছে এই রাশির। তবে ফল যাই হোক, তা নিয়ে এরা বিশেষ ভাবিত হয় না।
5/9
![বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের অনেকেই সৌভাগ্যের অধিকারী হয়। প্রয়োজনের সময় ঠিক কাজটি হয়ে যায় এদের। অনেকসময়েই সেটা করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। যোগাযোগের মাধ্যমে কাজ হয়ে যায় এই রাশির জাতকদের। তবে অনেকসময়েই এরা স্বীকার করতে চায় না যে এরা সৌভাগ্যের অধিকারী। লটারি বা এই জাতীয় কোনও খেলায় জেতার সম্ভাবনা রয়েছে এই রাশির।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/3f470f4979716e5990868563ae2a674cd70c2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের অনেকেই সৌভাগ্যের অধিকারী হয়। প্রয়োজনের সময় ঠিক কাজটি হয়ে যায় এদের। অনেকসময়েই সেটা করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। যোগাযোগের মাধ্যমে কাজ হয়ে যায় এই রাশির জাতকদের। তবে অনেকসময়েই এরা স্বীকার করতে চায় না যে এরা সৌভাগ্যের অধিকারী। লটারি বা এই জাতীয় কোনও খেলায় জেতার সম্ভাবনা রয়েছে এই রাশির।
6/9
![ধনু রাশি: কোন কোন রাশির জাতকরা সৌভাগ্যবান। সেই তালিকা তৈরি করলে প্রথমদিকেই থাকবেন ধনু রাশির জাতকরা। কেন কেউ কেউ অন্য়দের তুলনায় একটু হলেও বেশি সৌভাগ্যের অধিকারী, তা বলা যায় না। কিন্তু সেরকম হয়েই থাকে। এই রাশির জাতকরা ইতিবাচক মনোভাবের অধিকারী। হয়তো সেই কারণেই এরা তুলনায় সৌভাগ্য়ের অধিকারী হন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/28af7aa4980194c1f585013ad7f49aeeb5263.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনু রাশি: কোন কোন রাশির জাতকরা সৌভাগ্যবান। সেই তালিকা তৈরি করলে প্রথমদিকেই থাকবেন ধনু রাশির জাতকরা। কেন কেউ কেউ অন্য়দের তুলনায় একটু হলেও বেশি সৌভাগ্যের অধিকারী, তা বলা যায় না। কিন্তু সেরকম হয়েই থাকে। এই রাশির জাতকরা ইতিবাচক মনোভাবের অধিকারী। হয়তো সেই কারণেই এরা তুলনায় সৌভাগ্য়ের অধিকারী হন।
7/9
![মীন রাশি: ভাগ্য় যেন নিজে এসেই ধরা দেয় এই রাশির জাতকদের কাছে। এরা লটারির টিকিট কিনতে পারেন। বাকি রাশির জাতকদের তুলনায় এদের লটারি জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। এই রাশির জাতকদের মধ্য়ে ভাল কিছু করার প্রবণতাও রয়েছে। লটারির মাধ্য়মে বহু টাকা জিতলে সামাজিক কোনও কাজে এরা ব্যবহার করে সেই টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/51ab791d53272266a2daad0b191806a5b485e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মীন রাশি: ভাগ্য় যেন নিজে এসেই ধরা দেয় এই রাশির জাতকদের কাছে। এরা লটারির টিকিট কিনতে পারেন। বাকি রাশির জাতকদের তুলনায় এদের লটারি জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। এই রাশির জাতকদের মধ্য়ে ভাল কিছু করার প্রবণতাও রয়েছে। লটারির মাধ্য়মে বহু টাকা জিতলে সামাজিক কোনও কাজে এরা ব্যবহার করে সেই টাকা।
8/9
![কন্যা রাশি: অত্যন্ত সতর্ক এবং চিন্তাশালী হন এই রাশির জাতকরা। অনেককিছু ভেবেই লটারির মতো বিষয়ে সময় এবং টাকা খরচ করার মতো সিদ্ধান্ত এড়িয়ে চলেন এরা। কিন্তু আদতে কন্য়া রাশির জাতকরা সৌভাগ্যের অধিকারী। ফলে লটারি জয়ের ভালরকম সম্ভাবনা রয়েছে এদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/a682815c0db1b0938882b6613ad13f2a82834.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কন্যা রাশি: অত্যন্ত সতর্ক এবং চিন্তাশালী হন এই রাশির জাতকরা। অনেককিছু ভেবেই লটারির মতো বিষয়ে সময় এবং টাকা খরচ করার মতো সিদ্ধান্ত এড়িয়ে চলেন এরা। কিন্তু আদতে কন্য়া রাশির জাতকরা সৌভাগ্যের অধিকারী। ফলে লটারি জয়ের ভালরকম সম্ভাবনা রয়েছে এদের।
9/9
![ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/d81fbedc869b1f5802f28145b27d5d6308d10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Published at : 13 Apr 2023 09:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)