এক্সপ্লোর
Kalker Rashifal: শেয়ার বাজারে বিনিয়োগের ভাল সময়? কেমন থাকবে স্বাস্থ্য? কী বলছে সোমবারের রাশিফল?
Daily Horoscope: কেমন যাবে আপনার সপ্তাহের প্রথম দিন? কী অপেক্ষা করছে সোমবার?
![Daily Horoscope: কেমন যাবে আপনার সপ্তাহের প্রথম দিন? কী অপেক্ষা করছে সোমবার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/09784f2b207f013967d2f42100fe82bc1721569736797229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২২ জুলাই ২০২৪, সোমবারের রাশিফল
1/12
![মেষ- যাঁদের ব্যবসা আছে, তাঁরা ব্যবসার ক্ষেত্রে একটি নতুন প্রকল্পে কাজ করতে পারবেন। যাঁরা বিদেশ থেকে ব্যবসা করছেন তাঁরা ভাল কোনও খবর পেতে পারেন। বাড়ির লোকজন আপনার কোনও অভ্যাস নিয়ে চিন্তিত হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে সবসময় নিজের ইচ্ছে মেনে চললে হবে না। চারপাশের পরিবেশ ভাল থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/ca5b5f679ff929f69752e7a4c1597f4983ac8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেষ- যাঁদের ব্যবসা আছে, তাঁরা ব্যবসার ক্ষেত্রে একটি নতুন প্রকল্পে কাজ করতে পারবেন। যাঁরা বিদেশ থেকে ব্যবসা করছেন তাঁরা ভাল কোনও খবর পেতে পারেন। বাড়ির লোকজন আপনার কোনও অভ্যাস নিয়ে চিন্তিত হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে সবসময় নিজের ইচ্ছে মেনে চললে হবে না। চারপাশের পরিবেশ ভাল থাকবে।
2/12
![বৃষ- দিনটি আনন্দের হতে চলেছে। আপনি যদি চাকরিতে কোনও পরিবর্তন করতে চান তাহলে তা করতে পারেন। কিন্তু মানসিক চাপ থাকবে, আপনি বিরক্ত হতে পারেন তার জন্য। স্বাস্থ্য নিয়ে অসর্তক হবেন না, নয়তো সমস্যা বাড়তে পারে। আগেভাগেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন। স্ত্রীর পরামর্শে ব্যবসা ভাল হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/e3259c8525ea715d47b38c676c06842b6116b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃষ- দিনটি আনন্দের হতে চলেছে। আপনি যদি চাকরিতে কোনও পরিবর্তন করতে চান তাহলে তা করতে পারেন। কিন্তু মানসিক চাপ থাকবে, আপনি বিরক্ত হতে পারেন তার জন্য। স্বাস্থ্য নিয়ে অসর্তক হবেন না, নয়তো সমস্যা বাড়তে পারে। আগেভাগেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন। স্ত্রীর পরামর্শে ব্যবসা ভাল হবে।
3/12
![মিথুন- যে কোনও আইনি বিষয়ে এদিন ভাল ফল দেবে। কর্মক্ষেত্রে আপনার কাজের মাধ্যমে একটি নতুন পরিচয় তৈরি করতে পারেন। কারও কাছ থেকে পরামর্শ নিতে হবে না। বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে কোনও কাজ শুরু করলে তা আপনার জন্য মঙ্গলজনক হবে। যাঁরা অনলাইনে কাজ করছেন তাঁরা বড় অর্ডার পেতে পারেন। পরিবারে বিভেদ নিরসনের জন্য আপনাকে একসঙ্গে বসে কথা বলতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/e5ae9c25962bfeb2402ef042b65a9af1b216e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মিথুন- যে কোনও আইনি বিষয়ে এদিন ভাল ফল দেবে। কর্মক্ষেত্রে আপনার কাজের মাধ্যমে একটি নতুন পরিচয় তৈরি করতে পারেন। কারও কাছ থেকে পরামর্শ নিতে হবে না। বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে কোনও কাজ শুরু করলে তা আপনার জন্য মঙ্গলজনক হবে। যাঁরা অনলাইনে কাজ করছেন তাঁরা বড় অর্ডার পেতে পারেন। পরিবারে বিভেদ নিরসনের জন্য আপনাকে একসঙ্গে বসে কথা বলতে হবে।
4/12
![কর্কট- কোনওরকম বিতর্ক থেকে এদিন সতর্ক থাকুন। কোনও বড় কাজের পরিকল্পনা করতে পারে, তা আপনার জন্য ভাল হবে। ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত ব্যক্তিরা কিছু নতুন প্রকল্প সম্পর্কে জানতে পারেন। শেয়ারবাজারে বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। দ্রুত নিজের কাজ করে ফেলতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/d43e94894af54d54dd90f85f0a5379b0df681.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্কট- কোনওরকম বিতর্ক থেকে এদিন সতর্ক থাকুন। কোনও বড় কাজের পরিকল্পনা করতে পারে, তা আপনার জন্য ভাল হবে। ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত ব্যক্তিরা কিছু নতুন প্রকল্প সম্পর্কে জানতে পারেন। শেয়ারবাজারে বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। দ্রুত নিজের কাজ করে ফেলতে হবে।
5/12
![সিংহ- সম্পত্তি সংক্রান্ত দিক থেকে আপনার ভাল দিন আসছে। সম্পত্তি নিয়ে কোনওরকম লড়াই করলে তা সমাধান হয়ে যাবে এদিন। শিক্ষার্থীরা পড়াশোনায় কোনওরকম বাধা পেলে সিনিয়রদের সাহায্য পাবেন। খ্যাতি ও সম্মান বৃদ্ধি পেতে পারে। কাজের জায়গায় পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/7c0196d718fb3f918faa42feaf3b86007cb74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিংহ- সম্পত্তি সংক্রান্ত দিক থেকে আপনার ভাল দিন আসছে। সম্পত্তি নিয়ে কোনওরকম লড়াই করলে তা সমাধান হয়ে যাবে এদিন। শিক্ষার্থীরা পড়াশোনায় কোনওরকম বাধা পেলে সিনিয়রদের সাহায্য পাবেন। খ্যাতি ও সম্মান বৃদ্ধি পেতে পারে। কাজের জায়গায় পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
6/12
![কন্যা- কাজের পরিকল্পনা যেমন ছিল, সেভাবেই এগিয়ে যেতে হবে। আয় ও ব্যয়ের দিকে গভীরভাবে মনোযোগ দিন। ব্যয় নিয়ন্ত্রণ করে কিছুটা অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করতে হবে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিপদ চলে যাবে। নতুন কোনও কাজ শুরু করা আপনার জন্য ভাল হবে। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক থাকুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/dfb3033e620f7dbe7777ad479d9c8cf8afad6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কন্যা- কাজের পরিকল্পনা যেমন ছিল, সেভাবেই এগিয়ে যেতে হবে। আয় ও ব্যয়ের দিকে গভীরভাবে মনোযোগ দিন। ব্যয় নিয়ন্ত্রণ করে কিছুটা অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করতে হবে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিপদ চলে যাবে। নতুন কোনও কাজ শুরু করা আপনার জন্য ভাল হবে। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক থাকুন।
7/12
![তুলা- ব্যবসায় বড় কোনও লেনদেন করার হলে খুব ভেবেচিন্তে করতে হবে। স্বাস্থ্যের দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। বাড়ির কোনও সমস্যা নিয়ে চিন্তা থাকতে পারে, তবে সেগুলো মায়ের সাহায্যে সমাধান হতে পারে। কোনও কাজের ব্যাপারে আপনার সন্তানের পরামর্শ নিতে হতে পারে। কারও গাড়ি এদিন চালাবেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/1d36c11e1b9a3a538ab0c8d517a3acfd82b16.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তুলা- ব্যবসায় বড় কোনও লেনদেন করার হলে খুব ভেবেচিন্তে করতে হবে। স্বাস্থ্যের দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। বাড়ির কোনও সমস্যা নিয়ে চিন্তা থাকতে পারে, তবে সেগুলো মায়ের সাহায্যে সমাধান হতে পারে। কোনও কাজের ব্যাপারে আপনার সন্তানের পরামর্শ নিতে হতে পারে। কারও গাড়ি এদিন চালাবেন না।
8/12
![বৃশ্চিক- এদিন এই রাশির জাতক-জাতিকারা বিশেষ কিছু কাজ করতে পারেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। সন্তানের কর্মজীবন সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, তাঁরা এদিন নতুন চাকরি পেতে পারেন। বাড়ির বড় কোনও সদস্যের শারীরিক সমস্যা নিয়ে চিন্তা হতে পারে। আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/3aed832f102f8b3308b003423ec53732be66b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃশ্চিক- এদিন এই রাশির জাতক-জাতিকারা বিশেষ কিছু কাজ করতে পারেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। সন্তানের কর্মজীবন সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, তাঁরা এদিন নতুন চাকরি পেতে পারেন। বাড়ির বড় কোনও সদস্যের শারীরিক সমস্যা নিয়ে চিন্তা হতে পারে। আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে।
9/12
![ধনু- সামাজিক ক্ষেত্রে যাঁরা কাজ করেন, কোথাও চাকরি করেন তাঁদের জন্য এদিনটি শুভ হতে পারে। কাজের জায়গায় আপনার দায়িত্ব বাড়তে পারে। আপনার অগ্রগতির পথে কোনও বাধা এলেও তা দূর হয়ে যাবে, কাজের ক্ষেত্রে ভুলও এড়াতে পারবেন। ব্যাঙ্কিং সেক্টরে যাঁরা কাজ করছেন তাঁরা পদোন্নতি পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথাকে পূর্ণ গুরুত্ব দিতে হবে এদিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/03402d693f836827e5cf1ba698fa6c8fdb7e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনু- সামাজিক ক্ষেত্রে যাঁরা কাজ করেন, কোথাও চাকরি করেন তাঁদের জন্য এদিনটি শুভ হতে পারে। কাজের জায়গায় আপনার দায়িত্ব বাড়তে পারে। আপনার অগ্রগতির পথে কোনও বাধা এলেও তা দূর হয়ে যাবে, কাজের ক্ষেত্রে ভুলও এড়াতে পারবেন। ব্যাঙ্কিং সেক্টরে যাঁরা কাজ করছেন তাঁরা পদোন্নতি পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথাকে পূর্ণ গুরুত্ব দিতে হবে এদিন।
10/12
![মকর- অন্য দিনের তুলনায় এদিনটি ভাল কাটবে। ব্যবসার কোনও পরিকল্পনা থাকলে তা নিয়ে আগেভাগেই সতর্ক থাকুন। সেভাবেই কাজের পরিকল্পনা করে রাখতে হবে। পুরনো কোনও অমীমাংসিত কাজ শেষ হবে। কাউকে ধার দিয়ে থাকলে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগের আগে জীবনসঙ্গীর সঙ্গে ভাল করে পরামর্শ করে নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/5aeb81429cda7d7fed06c18cea54983510c45.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মকর- অন্য দিনের তুলনায় এদিনটি ভাল কাটবে। ব্যবসার কোনও পরিকল্পনা থাকলে তা নিয়ে আগেভাগেই সতর্ক থাকুন। সেভাবেই কাজের পরিকল্পনা করে রাখতে হবে। পুরনো কোনও অমীমাংসিত কাজ শেষ হবে। কাউকে ধার দিয়ে থাকলে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগের আগে জীবনসঙ্গীর সঙ্গে ভাল করে পরামর্শ করে নিন।
11/12
![কুম্ভ- ভাল ভাবে চিন্তাভাবনা করে তবেই কাজ করতে হবে এদিন। যদিও কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আগেভাগে সতর্ক থাকুন। যানবাহন থাকলে তার জন্য খরচ হতে পারে এদিন। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। অংশীদারিত্ব নতুন কিছু শুরু করতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/2102190236cfc02e1afc3be4ca5b644aa831a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কুম্ভ- ভাল ভাবে চিন্তাভাবনা করে তবেই কাজ করতে হবে এদিন। যদিও কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আগেভাগে সতর্ক থাকুন। যানবাহন থাকলে তার জন্য খরচ হতে পারে এদিন। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। অংশীদারিত্ব নতুন কিছু শুরু করতে পারেন।
12/12
![মীন- ভাল-মন্দ মিশিয়ে দিনটি যাবে। অর্থের অভাবে কোনও কাজ শেষ করতে কোনও সমস্যার মুখে পড়তে পারেন। চাকরি সংক্রান্ত কোনো বড় অর্ডার আপনার হাত থেকে ফস্কে যেতে পারে যদি সতর্ক না হন। টাকা নিয়ে কোনও বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কাজের জায়গায় মহিলা বন্ধুদের থেকে সতর্ক থাকুন। পরিবারের জন্যও সময় বের করতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/aa6805849f25cd5d25bd63f13580a1b93b58b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মীন- ভাল-মন্দ মিশিয়ে দিনটি যাবে। অর্থের অভাবে কোনও কাজ শেষ করতে কোনও সমস্যার মুখে পড়তে পারেন। চাকরি সংক্রান্ত কোনো বড় অর্ডার আপনার হাত থেকে ফস্কে যেতে পারে যদি সতর্ক না হন। টাকা নিয়ে কোনও বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কাজের জায়গায় মহিলা বন্ধুদের থেকে সতর্ক থাকুন। পরিবারের জন্যও সময় বের করতে হবে।
Published at : 21 Jul 2024 07:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)