এক্সপ্লোর
Mahashivratri 2025 : রাত পোহালেই শিবরাত্রি, যে ভুলগুলি করলে মাটি হতে পারে সব পূজার্চনা
জ্যোতিষী অনীশ ব্যাস মনে করেন, সমুদ্র মন্থন থেকে নারকেলের উৎপত্তি । এটিকে দেবী লক্ষ্মীর এক রূপ বলে মনে করা হয়।
রাত পোহালেই শিবরাত্রি
1/9

ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উদযাপিত হতে চলেছে। মহাশিবরাত্রি পালন করেন পুরুষ , মহিলা উভয়ই। ভগবান শিব স্বল্পেই তুষ্ট, বলা হয় এমনটাই । কিন্তু কিছু নিয়ম না মানলেই নয়। কয়েকটি ভুল করলে ভগবান রুষ্ট হন বলে মনে করা হয়।
2/9

কেউ কেউ মনে করেন, শিবলিঙ্গে পুজো করার সময় নারকেল নিবেদন করা উচিত নয়। হিন্দু ধর্মে নারকেল নিবেদন করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধারণত, সব আচার-অনুষ্ঠান এবং শুভ অনুষ্ঠানে নারকেল উৎসর্গ করা হয়। কিন্তু এই ফলটি শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়।
Published at : 25 Feb 2025 03:56 PM (IST)
আরও দেখুন






















