এক্সপ্লোর
Mahashivratri 2025 : রাত পোহালেই শিবরাত্রি, যে ভুলগুলি করলে মাটি হতে পারে সব পূজার্চনা
জ্যোতিষী অনীশ ব্যাস মনে করেন, সমুদ্র মন্থন থেকে নারকেলের উৎপত্তি । এটিকে দেবী লক্ষ্মীর এক রূপ বলে মনে করা হয়।

রাত পোহালেই শিবরাত্রি
1/9

ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উদযাপিত হতে চলেছে। মহাশিবরাত্রি পালন করেন পুরুষ , মহিলা উভয়ই। ভগবান শিব স্বল্পেই তুষ্ট, বলা হয় এমনটাই । কিন্তু কিছু নিয়ম না মানলেই নয়। কয়েকটি ভুল করলে ভগবান রুষ্ট হন বলে মনে করা হয়।
2/9

কেউ কেউ মনে করেন, শিবলিঙ্গে পুজো করার সময় নারকেল নিবেদন করা উচিত নয়। হিন্দু ধর্মে নারকেল নিবেদন করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধারণত, সব আচার-অনুষ্ঠান এবং শুভ অনুষ্ঠানে নারকেল উৎসর্গ করা হয়। কিন্তু এই ফলটি শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়।
3/9

জ্যোতিষী অনীশ ব্যাস মনে করেন, সমুদ্র মন্থন থেকে নারকেলের উৎপত্তি । এটিকে দেবী লক্ষ্মীর এক রূপ বলে মনে করা হয়। লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুরও স্ত্রী। তাই ভগবান শিবকে নারকেল নিবেদন করা ঠিক হয়।
4/9

ভগবান শিবকে কোনও ফল উৎসর্গ করার সময়, শুধুমাত্র গোটা ফলই ভগবানকে উৎসর্গ করুন। ভগবান শিবকে কাটা ফল নিবেদন করবেন না। শিবের পুজোয় পাঁচ ফল নিবেদনের রীতি আছে।
5/9

শিবলিঙ্গে পুজো করার সময় কোন কোন জিনিস নিবেদন করা নিষিদ্ধ তা জানা খুবই গুরুত্বপূর্ণ। শিবলিঙ্গে চাল নিবেদন করা হয় কিন্তু সূর্যাস্তের পরে শিবলিঙ্গে চাল নিবেদন করা শুভ নয়, বলে অনেকেরই মত।
6/9

এছাড়া চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় শিবলিঙ্গে চাল নিবেদন করা উচিত নয়। গ্রহণের সময় ভগবান শিবের পুজো নিষিদ্ধ মনে করেন অনেকে। এই সময়ে, ভুল করেও শিবলিঙ্গ স্পর্শ করা উচিত নয়।
7/9

ধর্মীয় বিশ্বাস , সকালে শিবলিঙ্গে পাঁচটি অক্ষত চাল অর্পণ করলে আর্থিক সমস্যা দূর হয়। জীবনে আসা বাধাগুলো দূর হয়ে যায়। মনে করা হয়, ভগবান শিব চাল খুব পছন্দ করেন কিন্তু ভাঙা চাল কখনও নয় !
8/9

যে কোনও পুজো তখনই সাফল্যমণ্ডিত হয়, যখন কেউ অন্যের প্রতি সদয় থাকেন। কাউকে খারাপ কথা বলা ঠিক নয়। সবসময় ভালো চিন্তাভাবনা করা দরকার।
9/9

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 25 Feb 2025 03:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
