এক্সপ্লোর
Zodiac Signs: নিজের মর্জিতে বাঁচার অধিকার, মেয়েকে স্বনির্ভর হতে শেখান এই রাশির জাতকরা
Astrology: মা-বাবাই পারেন মেয়েকে স্বাধীন এবং স্বনির্ভর হওয়া শেখাতে। এ ক্ষেত্রে এগিয়ে কিছু রাশির জাতক।
ছবি: পিক্সাবে।
1/10

এক দিকে ঘর-সংসার, অন্য দিকে চাকরি, আজের দিনে একসঙ্গে দুই দিকই সামলে চলেছেন মেয়েরা। কিন্তু সংসার এবং ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে আজও কোথাও না কোথাও প্রথমটিকেই প্রাধান্য দিতে হয় মেয়েদের।
2/10

এর নেপথ্যে নিজের ভাবনা যতটা না কাজ করে, সমাজ-সংস্কৃতির প্রভাব থাকে অনেক বেশি। কারণ মেয়েদের আত্মবিশ্বাসী হতে, স্বাধীন হতে শেখাতে পারেন মা-বাবাই। আজও সনাতনী প্রথা থেকে বেরোতে পারেন না অনেকেই। তবে কিছু অভিভাবক রয়েছেন, যাঁরা ছোট থেকেই মেয়েকে স্বাধীন ভাবে বাঁচার পাঠ শেখান।
Published at : 20 Apr 2023 04:59 PM (IST)
আরও দেখুন






















