এক্সপ্লোর
Daily Horoscope: শনিবারে কপালে 'শনি', নাকি উন্নতি ? দেখুন রাশিফলে...
Horoscope For Saturday : কিছু রোগ সমস্যায় ফেলতে পারে মেষ রাশির জাতকদের, কেরিয়ার গড়ার ক্ষেত্রে বড়দের থেকে উৎসাহ পেতে পারেন মিথুন রাশির জাতকরা, বাকি রাশিদের কেমন কাটবে শনিবার ? রাশিফলে দেখে নিন।
প্রতীকী ছবি
1/12

মেষ রাশি (Aries Horoscope)- শনিবার দিনটা একটু সমস্যায় কাটতে পারে। অফিসে কোনও কাজ না হওয়ায় মানসিক চাপে থাকবেন। ধৈর্য ধরুন। আপনার কাজও ধীরে ধীরে সম্পন্ন হবে। তবে, ব্যবসায়ীদের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসা খুব ভাল হবে। নির্ধারিত কাজ শেষ করতে আরও বেশি সময় দিতে হতে পারে তরুণদের। সময়মতো কাজ শেষ করতে হবে, গাফিলতি করবেন না। অন্যথা, সুনাম নষ্ট হতে পারে। জীবনসঙ্গীকে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলার পরামর্শ দিতে হবে। কিছু রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে। রোগের ব্যাপারে গাফিলতি করা উচিত নয়। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বন্ধুকে উপহারও দিতে পারেন যা তাঁকে খুব খুশি করবে।
2/12

বৃষ রাশি (Taurus Horoscope)- অফিসের কাজের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাজের খতিয়ান চাইতে পারেন বস। তাই, আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। প্রতিষ্ঠানে পণ্য মজুত রেখে ব্যবসা করুন। যাতে গ্রাহকরা অবিলম্বে পণ্য পেয়ে যান। কোনও বিষয় তরুণ-তরণীদের চিন্তিত করে তুলতে পারে। ভ্রমণের সময় একটু সতর্ক থাকতে হবে। উঁচু থেকে পা পিছলে পড়ে গিয়ে আহত হতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। কোনও ঝামেলা থাকলে আগে থেকে সতর্ক থাকতে হবে । সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলে সাফল্য অর্জন করতে পারবেন। অন্যথা, আপনি এই সমস্যায় আটকে থাকবেন।
Published at : 30 Dec 2023 06:05 AM (IST)
আরও দেখুন






















