এক্সপ্লোর
Budh Gochar 2024: ধনু রাশিতে প্রবেশ করবে বুধ, ৭ জানুয়ারি-১ ফেব্রুয়ারি সময়টা কেমন কাটবে আপনার ?
Astrology: ৭ জানুয়ারি রাত ১০টা ৪ মিনিটে এহেন বুধ বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে।
বুধ বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে
1/13

গ্রহের রাজপুত্র বুধের মিথুন ও কন্যা রাশির উপর আধিপত্য। এর পাশাপাশি বুধ অশ্লেষা, জ্যৈষ্ঠ এবং রেবতী নক্ষত্রেরও অধিপতি। জন্মলগ্নে বুধের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। যদিও বুধ দ্বারা প্রভাবিত ব্যক্তিরা শারীরিকভাবে খুব শক্তিশালী নন, তবে তাঁরা মানসিকভাবে খুব উর্বর এবং তীক্ষ্ণ হন। এঁরা বড় প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সাহস রাখেন। ৭ জানুয়ারি রাত ১০টা ৪ মিনিটে এহেন বুধ বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে। বুধ এই রাশিতে থাকবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি পূর্বাষাদা নক্ষত্রে এবং ৩০ জানুয়ারি উত্তরাষাধা নক্ষত্রে পরিবর্তিত হবে। আসুন জেনে নেওয়া যাক মেষ থেকে মীন রাশির সকল রাশির উপর বুধ গ্রহের ট্রানজিট কী প্রভাব ফেলবে।
2/13

মেষ- বুধ তৃতীয় ও ষষ্ঠ ঘরের দেবতা, নবম ঘরে বসে আছেন। এতে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। পরিশ্রমের ফল পাবেন। অন্যদের প্রতি আপনার আচরণ এবং মনোভাব পরিবর্তন করলে জীবনে অনেক উন্নতি হবে। মানুষের সঙ্গে মেলামেশা বাড়বে যা অবশ্যই আপনাকে সামাজিক উন্নতির দিকে নিয়ে যাবে। মার্কেটিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা।
Published at : 03 Jan 2024 10:40 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















