এক্সপ্লোর
Shani Dev : সাড়েসাতি-ধাইয়া; ২০২৫-এ কেঁদে কুল পাবে না এই ৫ রাশি; বড়ঠাকুরের রোষ থেকে মুক্তি কাদের ?
প্রায় আড়াই বছরের ব্যবধানে এক রাশি থেকে অন্য রাশিতে শনির যাত্রা ঘটে। শনি একটি রাশিতে দীর্ঘ সময় থাকে।

শনিদেব
1/10

সাড়েসাতি ও ধাইয়া; ২০২৫-এ কেঁদে কুল পাবে না এই ৫ রাশি; বড়ঠাকুরের হাত থেকে মুক্তি কাদের ?
2/10

শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। কারণ, তিনি মানুষকে তাঁর কর্ম অনুযায়ী ফল দেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনির বিশেষ গুরুত্ব রয়েছে। সমস্ত গ্রহের মধ্যে শনি হল সবচেয়ে ধীর গতির গ্রহ।
3/10

প্রায় আড়াই বছরের ব্যবধানে এক রাশি থেকে অন্য রাশিতে শনির যাত্রা ঘটে। শনি একটি রাশিতে দীর্ঘ সময় থাকে। এর প্রভাব সমস্ত মানুষের উপর পড়ে।
4/10

শনি এখন নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে আছে। ২০২৫ সালে কুম্ভ রাশি থেকে বেরিয়ে দেবগুরু বৃহস্পতির অধীনস্থ রাশিতে প্রবেশ করতে চলেছে। পরের বছর ২৯ মার্চ রাত ১০টা ৭ মিনিট নাগাদ মীন রাশিতে প্রবেশ করবে শনি।
5/10

শনি মীন রাশিতে ঢোকার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতকদের ওপর চলা সাড়ে সাতি শেষ হয়ে যাবে। একইভাবে মেষ রাশির জাতকদের ওপর সাড়ে সাতির প্রভাব শুরু হয়ে যাবে।
6/10

২০২৫ সালে শনি যখন রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশির যাত্রা বন্ধ করার পরে, এটি মীন রাশিতে স্থানান্তরিত হবে। তারপরে মেষ রাশির জাতকদের জন্য শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। অন্যদিকে সাড়ে সাতির দ্বিতীয় পর্বটি মীন রাশিতে শুরু হবে এবং কুম্ভতে সাড়ে সাতির শেষ পর্ব শুরু হবে।
7/10

শনির ২০২৫ সালে মীন রাশিতে গোচর হলে, বৃশ্চিক রাশিতে চলতে থাকা ধাইয়া শেষ হবে। ধনু রাশির উপর ধাইয়া শুরু হয়ে যাবে। কর্কট রাশির জাতকদের জন্য কান্তক শনির সময় শেষ হবে এবং সিংহ রাশিতে শুরু হবে।
8/10

২৯ মার্চ মীনে ঢোকার আগে ২০২৫-এর ২২ এ ফেব্রুয়ারি অস্ত যাবে শনি। অস্ত অবস্থাতেই মীন রাশিতে গোচর হবে শনি।
9/10

সাড়েসাতি- ২০২৫-এ শনি রাশি পরিবর্তন করার ফলে কুম্ভ, মীন ও মেষ রাশিতে শনির সাড়ে সাতি থাকবে। শনি গোচর হওয়ার পর সিংহ ও ধনু রাশিতে ধাইয়ার প্রভাব থাকবে।
10/10

মকর রাশির জাতকরা সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি পাবেন। ২০২৫-এ ধাইয়া থেকে মুক্তি পাবে কর্কট ও বৃশ্চিক রাশি।
Published at : 08 Nov 2024 06:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
