এক্সপ্লোর
Shani Astrology: বৃহস্পতিতে শনির প্রবেশ, ভাগ্যে বিশাল লাফ, বছর শেষের আগেই ৩ রাশিতে 'গোল্ডেন টাইম'
নতুন বছরে অর্থাৎ ২০২৫ সালে রাশি পরিবর্তনের আগে শনিদেব রাশি পরিবর্তন করবেন
1/7

শনি নক্ষত্র পরিবর্তন: জ্যোতিষশাস্ত্রে শনির প্রতিটি গতিবিধি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনিদেব যাকে কর্মের দাতা বলা হয়, তিনি সময়ে সময়ে তার গতিবিধি পরিবর্তন করতে থাকেন। কখনো তারা ট্রানজিট আবার কখনো পিছিয়ে যায়।
2/7

যখনই শনি তার গতি পরিবর্তন করে, তখন ১২টি রাশির উপর এর ব্যাপক প্রভাব দেখা যায়। নতুন বছরে অর্থাৎ ২০২৫ সালে রাশি পরিবর্তনের আগে শনিদেব রাশি পরিবর্তন করবেন।
Published at : 22 Dec 2024 07:02 AM (IST)
আরও দেখুন






















