এক্সপ্লোর
Shukra Gochar 2025: শুক্রাদিত্য রাজযোগে ঐশ্বর্যের সিংহাসনে বসবে এই ৩ রাশি, আগামী ১ সপ্তাহ সেরা সময়
যখন শুক্রের অবস্থানে পরিবর্তন হয়, তখন সমস্ত ১২ রাশির জীবনে এর প্রভাব পড়ে।
শুক্রাদিত্য রাজযোগে ঐশ্বর্যের সিংহাসনে বসবে এই ৩ রাশি
1/8

দৈত্যদের গুরু হিসাবে পরিচিত শুক্রকে জ্যোতিষশাস্ত্রে প্রেম, সৌন্দর্য, আকর্ষণ, ধন, ঐশ্বর্য, সুখ, বিলাসিতা, সমৃদ্ধি এবং বস্তুগত সুখ-সুবিধার কারক হিসাবে বিবেচনা করা হয়। তাই যখন শুক্রের অবস্থানে পরিবর্তন হয়, তখন সমস্ত ১২ রাশির জীবনে এর প্রভাব পড়ে।
2/8

৯ অক্টোবর সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে শুক্র কন্যা রাশিতে গোচর করেছে। কন্যা রাশিতে ইতিমধ্যে সূর্যদেব বিদ্যমান এবং ১৭ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবেন।
Published at : 11 Oct 2025 02:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















