এক্সপ্লোর
Zodiac Signs: নিজে থেকেই ভাগ করে নেন দায়-দায়িত্ব, মায়ের মতোই সন্তানের আশা-ভরসা হয়ে উঠতে চান এই পুরুষরা
Astrology: Zodiac Signs: মায়ের মতোই সন্তানের জীবনে সমান ভাবে যুক্ত থাকেন, দায়িত্ব ভাগাভাগি করে নেন এই রাশির জাতকরা।
ছবি: পিক্সাবে।
1/10

মাতৃস্নেহের কোনও বিকল্প নেই। সন্তানের মন মা সবচেয়ে ভাল বোঝেন বলে ধারণা রয়েছে আমাদের। জন্মের পর থেকে সন্তানের সঙ্গে সবচেয়ে বেশি সময়ও কাটান মায়েরাই।
2/10

তবে সময়ের সঙ্গে ভাবনা-চিন্তাও বদলাতে শুরু করেছে। সন্তানের বেড়ে ওঠা, তার পড়াশোনা, সুস্থতা, সবদিকে কড়া নজর থাকে তাঁদেরও। এমন কিছু পুরুষ আছেন, সন্তানের জীবনে সমান ভাবে যুক্ত থাকায় বিশ্বাস করেন যাঁরা। মায়ের মতোই সন্তানের নিরাপদ আশ্রয় হয়ে উঠতে চান এঁরা।
Published at : 07 Sep 2023 07:59 AM (IST)
আরও দেখুন






















