এক্সপ্লোর
Zodiac Signs: আশাহত হন না, হাসি ধরে রাখেন ঠোঁটে, প্রত্যাখ্যানে বরং উদ্যম বাড়ে এই রাশির জাতকদের
Astrological Predictions: সাফল্যের মতো ব্যর্থতার সংজ্ঞা এক-এক জনের কাছে এক-এক রকম। প্রত্যাখ্যানের পরও উদ্যম হারান না কিছু রাশির জাতক।
ছবি: পিক্সাবে।
1/10

সর্বত্র নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা সম্ভব নয় কোনও মানুষের পক্ষেই। তাও কোথাও অফুরন্ত ভালবাসা মেলে, কোথাও আবার কপালে জোটে প্রত্যাখ্যান। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রায়শই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের।
2/10

কিন্তু প্রত্যাখ্যান সমান ভাবে গ্রহণ করতে পারেন না সকলে। যদিও এ ব্যাপারে ব্যতিক্রমী কিছু রাশির জাতক। সৌষ্ঠবের সঙ্গেই প্রত্যাখ্যান মেনে নেন তাঁরা। কোনও ক্ষোভ পুষে রাখেন না মনে। বরং নিজেকে আরও গড়েপিটে নেন।
Published at : 08 Aug 2023 10:29 AM (IST)
আরও দেখুন






















